ETV Bharat / city

জেলাশাসককে চিঠি দিয়ে আত্মহত্যার অনুমতি চাইলেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা - জেলাশাসককে চিঠি দিয়ে আত্মহত্যার অনুমতি চাইল

আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালের 140 জন অস্থায়ী কর্মীর অভিযোগ, দিনরাত এক করে কাজ করলেও স্বল্প বেতনে কাজ করতে হচ্ছে । বাধ্য হয়ে জেলাশাসকের কাছে আত্মহত্যার অনুমতি চেয়েছেন তাঁরা ৷

temporary-staff-asansol-hospital-wrote-a-letter-to-district-magistrate-
temporary-staff-asansol-hospital-wrote-a-letter-to-district-magistrate-
author img

By

Published : Nov 5, 2020, 5:55 PM IST

আসানসোল, 5 অক্টোবর : যা বেতন পান তাতে সংসার চলে না । বারবার স্বাস্থ্য দপ্তরে বেতন বাড়ানোর অনুরোধ করেও ফল হয়নি । বাধ্য হয়ে এবার জেলাশাসকের কাছে চিঠি দিয়ে আত্মহত্যার অনুমতি চাইলেন আসানসোল জেলা হাসপাতালের অস্থায়ী কর্মীরা । ঠিকাদারের অধীনে কাজ করা হাসপাতালের ওয়ার্ড বয়, সুইপার ও নিরাপত্তারক্ষীরা জেলাশাসককে এই চিঠি দিয়েছেন ।

আসানসোল জেলা হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ার পরেই এজেন্সি মারফত অস্থায়ী কর্মীদের নিযুক্ত করা হয়েছিল । যাঁদের মধ্যে রয়েছেন ওয়ার্ড অ্যাটেনডেন্ট, সাফাই কর্মী, নিরাপত্তারক্ষীসহ বিভিন্ন বিভাগে কর্মরত আরও কিছু কর্মী । সুপার স্পেশালিটি হাসপাতালে এমন 140 জন অস্থায়ী কর্মী রয়েছেন । কর্মীরা জানিয়েছেন, তাঁরা দিনরাত এক করে কাজ করলেও স্বল্প বেতনে কাজ করতে হচ্ছে । কোভিড পরিস্থিতিতে জীবন হাতে নিয়ে কাজ করছেন । এমনকী রাতের শিফটে কাজ করার পর ফের সকালে শিফট দেওয়া হচ্ছে তাঁদের । কখনও কখনও বেশি সময় কাজ করতে হচ্ছে । যদিও তার জন্য অতিরিক্ত অর্থ পান না । যদিও এই বিষয়ে কর্মীরা অভিযোগ জনাননি ৷ বরং মাসিক বেতন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন বারবার । বর্তমানে মাসে 7 হাজার 44 টাকা বেতন পান অস্থায়ী কর্মীরা । এই অবস্থায় জেলাশাসককে চিঠি লিখে এই কর্মীরা আর্জি জানিয়েছেন, "হয় অস্থায়ী কর্মীদের বেতন বাড়ানো হোক, নচেত তাঁদের আত্মহত্যার অনুমতি দেওয়া হোক " ।

আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালের এক অস্থায়ী কর্মী উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় বলেন, "দেওয়ালে পিঠ ঠেকে গেছে । আর পারছি না । তাই আমরা আত্মহত্যার অনুমতি চেয়েছি ।"

আত্মহত্যার অনুমতি চাইল হাসপাতালের অস্থায়ী কর্মীরা ৷

বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মন্তব্য করতে রাজি হয়নি । তাঁদের বক্তব্য, স্বাস্থ্যদপ্তর থেকে এজেন্সি মারফত এই কর্মীরা চাকরি পেয়েছিলেন । অতএব, এই ক্ষেত্রে স্বাস্থ্যদপ্তরই ব্যবস্থা নেবে ৷

আসানসোল, 5 অক্টোবর : যা বেতন পান তাতে সংসার চলে না । বারবার স্বাস্থ্য দপ্তরে বেতন বাড়ানোর অনুরোধ করেও ফল হয়নি । বাধ্য হয়ে এবার জেলাশাসকের কাছে চিঠি দিয়ে আত্মহত্যার অনুমতি চাইলেন আসানসোল জেলা হাসপাতালের অস্থায়ী কর্মীরা । ঠিকাদারের অধীনে কাজ করা হাসপাতালের ওয়ার্ড বয়, সুইপার ও নিরাপত্তারক্ষীরা জেলাশাসককে এই চিঠি দিয়েছেন ।

আসানসোল জেলা হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ার পরেই এজেন্সি মারফত অস্থায়ী কর্মীদের নিযুক্ত করা হয়েছিল । যাঁদের মধ্যে রয়েছেন ওয়ার্ড অ্যাটেনডেন্ট, সাফাই কর্মী, নিরাপত্তারক্ষীসহ বিভিন্ন বিভাগে কর্মরত আরও কিছু কর্মী । সুপার স্পেশালিটি হাসপাতালে এমন 140 জন অস্থায়ী কর্মী রয়েছেন । কর্মীরা জানিয়েছেন, তাঁরা দিনরাত এক করে কাজ করলেও স্বল্প বেতনে কাজ করতে হচ্ছে । কোভিড পরিস্থিতিতে জীবন হাতে নিয়ে কাজ করছেন । এমনকী রাতের শিফটে কাজ করার পর ফের সকালে শিফট দেওয়া হচ্ছে তাঁদের । কখনও কখনও বেশি সময় কাজ করতে হচ্ছে । যদিও তার জন্য অতিরিক্ত অর্থ পান না । যদিও এই বিষয়ে কর্মীরা অভিযোগ জনাননি ৷ বরং মাসিক বেতন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন বারবার । বর্তমানে মাসে 7 হাজার 44 টাকা বেতন পান অস্থায়ী কর্মীরা । এই অবস্থায় জেলাশাসককে চিঠি লিখে এই কর্মীরা আর্জি জানিয়েছেন, "হয় অস্থায়ী কর্মীদের বেতন বাড়ানো হোক, নচেত তাঁদের আত্মহত্যার অনুমতি দেওয়া হোক " ।

আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালের এক অস্থায়ী কর্মী উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় বলেন, "দেওয়ালে পিঠ ঠেকে গেছে । আর পারছি না । তাই আমরা আত্মহত্যার অনুমতি চেয়েছি ।"

আত্মহত্যার অনুমতি চাইল হাসপাতালের অস্থায়ী কর্মীরা ৷

বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মন্তব্য করতে রাজি হয়নি । তাঁদের বক্তব্য, স্বাস্থ্যদপ্তর থেকে এজেন্সি মারফত এই কর্মীরা চাকরি পেয়েছিলেন । অতএব, এই ক্ষেত্রে স্বাস্থ্যদপ্তরই ব্যবস্থা নেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.