ETV Bharat / city

আন্দোলনকে দিকভ্রান্ত করতেই শোকজ : ঐশী - ঐশী ঘোষকে শোকজ করল জেএনইউ বিশ্ববিদ্যালয়

ঐশী ঘোষকে শোকজ করল জেএনইউ বিশ্ববিদ্যালয় ৷ কী কারণে এই শোকজ বলে মনে করছেন ঐশী ?

ঐশী
ঐশী
author img

By

Published : Jun 21, 2021, 1:23 PM IST

আসানসোল, 21 জুন : বাম ছাত্র নেত্রী ঐশী ঘোষকে শোকজ নোটিস দিয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় । এই নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন ঐশী ৷ বললেন, "বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক এবং এটা বিজেপি ও আরএসএসের রাজনীতি৷"

তাঁর কথায়, "শোকজের উত্তর আমি দেব । তবে একটা কথা বলব, ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবিদাওয়াকে অন্যদিকে ঘুরিয়ে দিতেই এই শোকজ । যেখানে সবাইকে ভ্যাকসিন দেওয়ার দাবি করছি আমরা । ক্যাম্পাস খোলানোর দাবি করছি । এই যে ডিজিটাল এত ডিভাইস । অনেক ছাত্রছাত্রীর কাছে ট্যাব, মোবাইল, কম্পিউটার নেই । সেগুলো নিয়ে আমরা যখন কথা বলছি । তখন এই শোকজের নোটিস ৷"

শোকজ প্রসঙ্গে কী বলছেন ঐশী

তিনি আরও বলেন, "প্রথম বর্ষের ছাত্রছাত্রী যারা জেএনইউতে ভর্তি হয়েছে তারা ছাত্র সংসদের সঙ্গে সরব হচ্ছে । আর তাই জেএনইউ কর্তৃপক্ষ এমন একটা আবহাওয়া তৈরি করছে যাতে আমাদের শোকজ করে অন্য ছাত্রছাত্রীদের ভয় দেখানো যায় । আমরা এটাই বলব, আরএসএস-বিজেপির এই রাজনীতিকে আমরা কখনও ভয় পাইনি । আমরা সামনে থেকে লড়েছি, আগামী দিনেও লড়ব ।"

আরও পড়ুন : ছাত্র রাজনীতিতে মেয়েদের ভূমিকা, কী বলছেন ঐশীরা

আসানসোল, 21 জুন : বাম ছাত্র নেত্রী ঐশী ঘোষকে শোকজ নোটিস দিয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় । এই নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন ঐশী ৷ বললেন, "বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক এবং এটা বিজেপি ও আরএসএসের রাজনীতি৷"

তাঁর কথায়, "শোকজের উত্তর আমি দেব । তবে একটা কথা বলব, ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবিদাওয়াকে অন্যদিকে ঘুরিয়ে দিতেই এই শোকজ । যেখানে সবাইকে ভ্যাকসিন দেওয়ার দাবি করছি আমরা । ক্যাম্পাস খোলানোর দাবি করছি । এই যে ডিজিটাল এত ডিভাইস । অনেক ছাত্রছাত্রীর কাছে ট্যাব, মোবাইল, কম্পিউটার নেই । সেগুলো নিয়ে আমরা যখন কথা বলছি । তখন এই শোকজের নোটিস ৷"

শোকজ প্রসঙ্গে কী বলছেন ঐশী

তিনি আরও বলেন, "প্রথম বর্ষের ছাত্রছাত্রী যারা জেএনইউতে ভর্তি হয়েছে তারা ছাত্র সংসদের সঙ্গে সরব হচ্ছে । আর তাই জেএনইউ কর্তৃপক্ষ এমন একটা আবহাওয়া তৈরি করছে যাতে আমাদের শোকজ করে অন্য ছাত্রছাত্রীদের ভয় দেখানো যায় । আমরা এটাই বলব, আরএসএস-বিজেপির এই রাজনীতিকে আমরা কখনও ভয় পাইনি । আমরা সামনে থেকে লড়েছি, আগামী দিনেও লড়ব ।"

আরও পড়ুন : ছাত্র রাজনীতিতে মেয়েদের ভূমিকা, কী বলছেন ঐশীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.