ETV Bharat / city

জামুড়িয়ায় দেওয়াল দখল ঘিরে উত্তেজনা

আসানসোলের কুনুস্তোরিয়া কোলিয়ারিতে দেওয়াল দখলকে ঘিরে চাঞ্চল্য় ৷ রাতের অন্ধকারে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের দেওয়া অশালীন ভাষায় লেখার অভিযোগ ৷ আজ প্রতিবাদে পথ অবরোধ ও বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা ৷ এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ এনেছে তৃণমূল ৷

author img

By

Published : Jan 24, 2021, 6:45 PM IST

Political tensions centered on giving Jamuria before the assembly vote
জামুড়িয়ায় দেওয়াল দখল ঘিরে উত্তেজনা

আসানসোল, 24 জানুয়ারি : বিধানসভা ভোটের আগে আসানসোলে দেওয়াল দখলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা । জামুড়িয়া থানার কুনুস্তোরিয়া কোলিয়ারিতে তৃণমূল ও বিজেপির মধ্য়ে দেওয়াল দখলকে ঘিরে টানাপোড়েন শুরু ৷ অভিযোগ তৃণমূলের লেখা দেওয়ালের উপর, অশালীন ভাষায় দেওয়াল লিখেছে বিজেপি কর্মীরা ৷ আর তারই প্রতিবাদে আজ বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কর্মীরা ৷

জানা গিয়েছে কুনুস্তোরিয়া কোলিয়ারিতে একটি দেওয়ালে তৃণমূলের হয়ে প্রচার করা হয়েছে ৷ অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতা কর্মীরা সেই দেওয়াল দখল করে, অশালীন ভাষা প্রয়োগ করেছে ৷ এরপরেই প্রতিবাদে বিক্ষোভ শুরু করে তৃণমূল নেতা ও কর্মীরা ৷ আর সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয়েছে ৷ এ নিয়ে তৃণমূলের স্থানীয় নেতা রাজু মুখোপাধ্য়ায় বলেন, ‘‘বিধানসভা ভোটের আগে একাধিক জায়গায় দেওয়াল লিখনের জন্য দেওয়াল দখল করেছি আমরা। কিন্তু, আজ সকালে দেখলাম সেই দেওয়া অশ্লীল ভাষায় লেখা হয়েছে ৷ এছাড়াও আমাদের অনেক দেওয়াল বিজেপি দখল করেছে ৷


আরও পড়ুন : আসানসোলে বেআইনি হোডিং, কমেছে রাজস্ব


তবে, এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতা মিথলেস গিরি ৷ তিনি বলেন ‘‘ভারতীয় জনতা পার্টি এই ধরনের কাজ করে না । আমাদের উপর মিথ্যা অভিযোগ করা হচ্ছে ৷’’

আসানসোল, 24 জানুয়ারি : বিধানসভা ভোটের আগে আসানসোলে দেওয়াল দখলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা । জামুড়িয়া থানার কুনুস্তোরিয়া কোলিয়ারিতে তৃণমূল ও বিজেপির মধ্য়ে দেওয়াল দখলকে ঘিরে টানাপোড়েন শুরু ৷ অভিযোগ তৃণমূলের লেখা দেওয়ালের উপর, অশালীন ভাষায় দেওয়াল লিখেছে বিজেপি কর্মীরা ৷ আর তারই প্রতিবাদে আজ বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কর্মীরা ৷

জানা গিয়েছে কুনুস্তোরিয়া কোলিয়ারিতে একটি দেওয়ালে তৃণমূলের হয়ে প্রচার করা হয়েছে ৷ অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতা কর্মীরা সেই দেওয়াল দখল করে, অশালীন ভাষা প্রয়োগ করেছে ৷ এরপরেই প্রতিবাদে বিক্ষোভ শুরু করে তৃণমূল নেতা ও কর্মীরা ৷ আর সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয়েছে ৷ এ নিয়ে তৃণমূলের স্থানীয় নেতা রাজু মুখোপাধ্য়ায় বলেন, ‘‘বিধানসভা ভোটের আগে একাধিক জায়গায় দেওয়াল লিখনের জন্য দেওয়াল দখল করেছি আমরা। কিন্তু, আজ সকালে দেখলাম সেই দেওয়া অশ্লীল ভাষায় লেখা হয়েছে ৷ এছাড়াও আমাদের অনেক দেওয়াল বিজেপি দখল করেছে ৷


আরও পড়ুন : আসানসোলে বেআইনি হোডিং, কমেছে রাজস্ব


তবে, এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতা মিথলেস গিরি ৷ তিনি বলেন ‘‘ভারতীয় জনতা পার্টি এই ধরনের কাজ করে না । আমাদের উপর মিথ্যা অভিযোগ করা হচ্ছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.