ETV Bharat / city

Jamuria Road Accident: জামুড়িয়ায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

author img

By

Published : Jul 24, 2022, 4:20 PM IST

জামুড়িয়ায় 60 নং জাতীয় সড়কে দুর্ঘটনা ৷ ডাম্পারের ধাক্কায় মৃত্যু যুবকের ৷ পলাতক ঘাতক ডাম্পারের চালক (Man died in a Road Accident in Jamuria)৷

Road Accident
ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

জামুড়িয়া, 24 জুলাই: জামুড়িয়ার 60 নম্বর জাতীয় সড়কের ডাম্পার ও বাইকের সংঘর্ষে মৃ্ত্যু হল এক বাইক আরোহীর (Man died in a Road Accident in Jamuria) ৷ শনিবার বিকেল নাগাদ এই পথ দুর্ঘটনায় মৃতের নাম সৌরভ ঘোষ (26) ৷ স্থানীয় ডোবরান গ্রামের বাসিন্দা ৷ দুর্ঘটনার পরেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷

স্থানীয় সূত্রে খবর, "শনিবার বিকেল নাগাদ জামুড়িয়ার একটি বেসরকারি কারখানা থেকে ডিউটি শেষ করে 60 নম্বর জাতীয় সড়ক দিয়ে দুই যুবক বাইকে বাড়ি ফিরছিলেন । সেইসময় হঠাৎ দ্রুত গতিতে আসা একটি ডাম্পার ধাক্কা মারে বাইকটিকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় 1 যুবকের । গুরুতর আহত হয় আরেকজন যুবক হাসপাতালে চিকিৎসাধীন ।

আরও পড়ুন: শহিদ দিবসে হুগলিতে জোড়া দুর্ঘটনা, আহত 7

খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামুড়িয়া থানার পুলিশ ৷ যুবকের মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, "কুনুস্তোরিয়া মোড়ে বেশ কয়েকটি অবৈধ তেলের ব্যবসা চলছে । রাস্তার ওপরেই একাধিক বড় বড় গাড়ি দাঁড় করিয়ে চলছে অবৈধ তেলের ব্যবসা । অবৈধ তেলের ব্যবসার জেরে প্রায় প্রত্যেক দিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে । প্রশাসনকে জানালেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসন।

জামুড়িয়া, 24 জুলাই: জামুড়িয়ার 60 নম্বর জাতীয় সড়কের ডাম্পার ও বাইকের সংঘর্ষে মৃ্ত্যু হল এক বাইক আরোহীর (Man died in a Road Accident in Jamuria) ৷ শনিবার বিকেল নাগাদ এই পথ দুর্ঘটনায় মৃতের নাম সৌরভ ঘোষ (26) ৷ স্থানীয় ডোবরান গ্রামের বাসিন্দা ৷ দুর্ঘটনার পরেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷

স্থানীয় সূত্রে খবর, "শনিবার বিকেল নাগাদ জামুড়িয়ার একটি বেসরকারি কারখানা থেকে ডিউটি শেষ করে 60 নম্বর জাতীয় সড়ক দিয়ে দুই যুবক বাইকে বাড়ি ফিরছিলেন । সেইসময় হঠাৎ দ্রুত গতিতে আসা একটি ডাম্পার ধাক্কা মারে বাইকটিকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় 1 যুবকের । গুরুতর আহত হয় আরেকজন যুবক হাসপাতালে চিকিৎসাধীন ।

আরও পড়ুন: শহিদ দিবসে হুগলিতে জোড়া দুর্ঘটনা, আহত 7

খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামুড়িয়া থানার পুলিশ ৷ যুবকের মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, "কুনুস্তোরিয়া মোড়ে বেশ কয়েকটি অবৈধ তেলের ব্যবসা চলছে । রাস্তার ওপরেই একাধিক বড় বড় গাড়ি দাঁড় করিয়ে চলছে অবৈধ তেলের ব্যবসা । অবৈধ তেলের ব্যবসার জেরে প্রায় প্রত্যেক দিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে । প্রশাসনকে জানালেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.