ETV Bharat / city

অনাহারে অসুস্থ বৃদ্ধ ও তাঁর ছেলে, হাসপাতালে পাঠাল পুলিশ - Man and his old father admitted in hospital for starvation

প্রতিবেশীদের থেকে জানা গেছে, শেষ চারদিন ধরে তাঁরা নাকি না খেয়েই ছিলেন । আর এতেই অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ ও তাঁর ছেলে ।

Asansol news
অনাহারে অসুস্থ বৃদ্ধ ও তাঁর ছেলে
author img

By

Published : Jul 29, 2020, 8:56 PM IST

আসানসোল, 29 জুলাই : একদিকে শারিরীক অসুস্থতা, অন্যদিকে অনাহার । এমনই অবস্থায় বাড়ির মধ্যে পড়েছিলেন ব্যক্তি ও তাঁর বৃদ্ধ বাবা । ওঠার ক্ষমতা পর্যন্ত ছিল না । শেষ চারদিন ধরে নাকি এভাবেই পড়েছিলেন তাঁরা । প্রতিবেশীরা জানতে পেরে পুলিশে খবর দেয় । শেষে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভরতি করানোর ব্যবস্থা করে । আসানসোল আপকার গার্ডেন এলাকার ঘটনা ।

সঞ্জীব ভট্টাচার্য । বয়স 45 । বাবা দেবরঞ্জন ভট্টাচার্য । বয়স 80 । মাসকয়েক আগেই স্ত্রীকে হারিয়েছেন দেবরঞ্জনবাবু । আগে এক বেসরকারি সংস্থায় কাজ করলেও এখন বার্ধক্যজনিত রোগে আর কিছু করতে পারেন না । ছেলে সঞ্জীব মানসিক ভারসাম্যহীন । এদিকে জমানো টাকায় প্রায় শেষের দিকে । সম্বল বলতে এখন শুধু একটি ফিক্সড ডিপোজ়িট । সেটাও ভাঙানোর প্রক্রিয়া চলছে ।

কী বলছে স্থানীয়রা ?

আজ প্রতিবেশীরা খবর পান দু'জনেই বাড়ির মেঝেতে পড়ে আছেন । উঠতে পারছেন না । এরপর প্রতিবেশীরাই পুলিশে খবর দেয় । আসানসোল দক্ষিণ থানার পুলিশ দু'জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ।

প্রতিবেশীদের অনুমান, অনাহারের ফলে এমন অবস্থা হয়েছে । তাঁদের দাবি, এর আগেও তাঁরা খোঁজ নিতেন ওই বৃদ্ধ ও ছেলের । হাসপাতাল নিয়ে যাওয়ারও চেষ্টা করেছিলেন তাঁরা । কিন্তু রাজি হননি বৃদ্ধ ও তাঁর ছেলে । এরপর আজ সাপ্তাহিক লকডাউনের কারণে প্রতিবেশীরাও ঘরবন্দী ছিলেন ।

স্থানীয় বাসিন্দাদের একাংশ আবার জানিয়েছে, ওই বৃদ্ধ ও তাঁর ছেলে কেউই কারও সঙ্গে যোগাযোগ রাখত না । ফলে খবর পাওয়া যেত না । এই বাবা ও ছেলের আগামী ভবিষ্যৎ কী হবে সেটা ভেবেই আশঙ্কিত প্রতিবেশীরা ।

আসানসোল, 29 জুলাই : একদিকে শারিরীক অসুস্থতা, অন্যদিকে অনাহার । এমনই অবস্থায় বাড়ির মধ্যে পড়েছিলেন ব্যক্তি ও তাঁর বৃদ্ধ বাবা । ওঠার ক্ষমতা পর্যন্ত ছিল না । শেষ চারদিন ধরে নাকি এভাবেই পড়েছিলেন তাঁরা । প্রতিবেশীরা জানতে পেরে পুলিশে খবর দেয় । শেষে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভরতি করানোর ব্যবস্থা করে । আসানসোল আপকার গার্ডেন এলাকার ঘটনা ।

সঞ্জীব ভট্টাচার্য । বয়স 45 । বাবা দেবরঞ্জন ভট্টাচার্য । বয়স 80 । মাসকয়েক আগেই স্ত্রীকে হারিয়েছেন দেবরঞ্জনবাবু । আগে এক বেসরকারি সংস্থায় কাজ করলেও এখন বার্ধক্যজনিত রোগে আর কিছু করতে পারেন না । ছেলে সঞ্জীব মানসিক ভারসাম্যহীন । এদিকে জমানো টাকায় প্রায় শেষের দিকে । সম্বল বলতে এখন শুধু একটি ফিক্সড ডিপোজ়িট । সেটাও ভাঙানোর প্রক্রিয়া চলছে ।

কী বলছে স্থানীয়রা ?

আজ প্রতিবেশীরা খবর পান দু'জনেই বাড়ির মেঝেতে পড়ে আছেন । উঠতে পারছেন না । এরপর প্রতিবেশীরাই পুলিশে খবর দেয় । আসানসোল দক্ষিণ থানার পুলিশ দু'জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ।

প্রতিবেশীদের অনুমান, অনাহারের ফলে এমন অবস্থা হয়েছে । তাঁদের দাবি, এর আগেও তাঁরা খোঁজ নিতেন ওই বৃদ্ধ ও ছেলের । হাসপাতাল নিয়ে যাওয়ারও চেষ্টা করেছিলেন তাঁরা । কিন্তু রাজি হননি বৃদ্ধ ও তাঁর ছেলে । এরপর আজ সাপ্তাহিক লকডাউনের কারণে প্রতিবেশীরাও ঘরবন্দী ছিলেন ।

স্থানীয় বাসিন্দাদের একাংশ আবার জানিয়েছে, ওই বৃদ্ধ ও তাঁর ছেলে কেউই কারও সঙ্গে যোগাযোগ রাখত না । ফলে খবর পাওয়া যেত না । এই বাবা ও ছেলের আগামী ভবিষ্যৎ কী হবে সেটা ভেবেই আশঙ্কিত প্রতিবেশীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.