ETV Bharat / city

দল বেনোজল নয় ! 200 তৃণমূল কর্মীকে ফেরালেন বাবুল - jamuriya

গেরুয়া শিবিরে যোগদান করতে আসা 200 জন তৃণমূল ও CPI(M) কর্মীকে ফেরালেন বাবুল । তিনি বলেন, "BJP-তে যোগদানের আগে মনটাকে BJP-র মতো করুন ।"

বাবুল সুপ্রিয়
author img

By

Published : Jun 9, 2019, 9:46 PM IST

আসানসোল, 9 জুন : BJP-তে যোগদানের আগে মনটাকে BJP-র মতো করুন । গেরুয়া শিবিরে যোগদান করতে আসা 200 জন তৃণমূল ও CPI(M) কর্মীকে ফিরিয়ে দিয়ে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ।

আসানসোলে বিপুল ভোটে জয়ের পর আজ জামুড়িয়ায় একটি জনসংযোগ অনুষ্ঠানের আয়োজন করে BJP নেতৃত্ব । সেখানেই জামুরিয়া গ্রামীণ এলাকার BJP-র ব্লক সভাপতি লক্ষ্মণ বাউরির হাত ধরে 200 জন তৃণমূল ও CPI(M) কর্মী-সমর্থক BJP-তে যোগদান করতে আসে । কিন্তু তাদের ফিরিয়ে দিয়ে বাবুল বলেন, "যে কেউ এসে BJP-তে যোগদানের কথা বলবে, এত সহজ নয় । আগে মনটাকে BJP-র মতো করতে হবে । আর যদি BJP-তে যোগদান করতে আসা সবার হাতে আমি ঝান্ডা ধরিয়ে দিই, তবে আপনাদের পরিশ্রম বিফলে যাবে ।"

লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা BJP-তে যোগদান করছে । দলবদলের এই খেলায় গেরুয়া শিবিরে বেনোজল ঢুকছে এই আশঙ্কায় অন্য দলের কর্মী-সমর্থকদের হাতে BJP-র পতাকা তুলে দিতে চাননি আসানসোলের সাংসদ । পাশাপাশি জনসংযোগের মঞ্চ থেকে "জয়শ্রীরাম" স্লোগান তুলে বাবুল বলেন, "রাজনৈতিক লড়াইয়ের বাণী নয় জয়শ্রীরাম । এটা শান্তির বাণী ।"

আসানসোল, 9 জুন : BJP-তে যোগদানের আগে মনটাকে BJP-র মতো করুন । গেরুয়া শিবিরে যোগদান করতে আসা 200 জন তৃণমূল ও CPI(M) কর্মীকে ফিরিয়ে দিয়ে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ।

আসানসোলে বিপুল ভোটে জয়ের পর আজ জামুড়িয়ায় একটি জনসংযোগ অনুষ্ঠানের আয়োজন করে BJP নেতৃত্ব । সেখানেই জামুরিয়া গ্রামীণ এলাকার BJP-র ব্লক সভাপতি লক্ষ্মণ বাউরির হাত ধরে 200 জন তৃণমূল ও CPI(M) কর্মী-সমর্থক BJP-তে যোগদান করতে আসে । কিন্তু তাদের ফিরিয়ে দিয়ে বাবুল বলেন, "যে কেউ এসে BJP-তে যোগদানের কথা বলবে, এত সহজ নয় । আগে মনটাকে BJP-র মতো করতে হবে । আর যদি BJP-তে যোগদান করতে আসা সবার হাতে আমি ঝান্ডা ধরিয়ে দিই, তবে আপনাদের পরিশ্রম বিফলে যাবে ।"

লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা BJP-তে যোগদান করছে । দলবদলের এই খেলায় গেরুয়া শিবিরে বেনোজল ঢুকছে এই আশঙ্কায় অন্য দলের কর্মী-সমর্থকদের হাতে BJP-র পতাকা তুলে দিতে চাননি আসানসোলের সাংসদ । পাশাপাশি জনসংযোগের মঞ্চ থেকে "জয়শ্রীরাম" স্লোগান তুলে বাবুল বলেন, "রাজনৈতিক লড়াইয়ের বাণী নয় জয়শ্রীরাম । এটা শান্তির বাণী ।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.