ETV Bharat / city

Saigal Hossain: আসানসোল সংশোধনাগারে ইডি, সায়গলকে সই করানো হল নথিতে - অনুব্রত মণ্ডল

আসানসোল সংশোধনাগারে গিয়ে সায়গল হোসেনের (Saigal Hossain) সঙ্গে দেখা করলেন ইডির দুই গোয়েন্দা ৷ তাঁরা একটি নথিতে সায়গলকে দিয়ে সই করিয়েছেন বলে খবর মিলেছে (ED visits Asansol Jail)৷

ed-visits-asansol-jail-makes-saigal-hossain-sign-document
আসানসোল সংশোধনাগারে ইডি, সায়গলকে সই করানো হল নথিতে
author img

By

Published : Oct 9, 2022, 2:10 PM IST

Updated : Oct 9, 2022, 2:35 PM IST

আসানসোল, 9 অক্টোবর: আসানসোল সংশোধনাগারে হঠাৎ হাজির ইডির গোয়েন্দা (ED visits Asansol Jail)। ইডির দুই সদস্য আজ আসানসোল সংশোধনাগারে যান । তাঁরা গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) অভিযুক্ত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) সঙ্গে দেখা করেন ৷ সূত্রের তরফে জানা যাচ্ছে, তাঁরা একটি নথিতে সায়গলকে দিয়ে সই করিয়েও নিয়ে যান ।

খুব অল্প সময়ের জন্য ইডি-র একজন সদস্য সংশোধনাগারে যান এবং দ্রুত বেরিয়ে আসেন । অনুমান করা হচ্ছে, সায়গলকে হোসেনকে শোন অ্যারেস্ট মেমোতে সই করানো হয়েছে ।

প্রসঙ্গত, গত শুক্রবার সায়গল হোসেনকে গ্রেফতার করে সেই মেমো জমা দিয়ে তাঁকে প্রোডাকশন ওয়ারেন্টে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল ইডি । কিন্তু আসানসোল আদালতের অবকাশকালীন বেঞ্চ ইডির সেই আবেদনে সাড়া দেয়নি । কার্যত খারিজ করে দেওয়া হয় ইডির আবেদন । এরপরে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি ।

আরও পড়ুন: সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে ইডি

অনুমান করা হচ্ছে, হাইকোর্টে পুনরায় প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আবেদন জানাতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সেই জন্যই সায়গল হোসেনকে শোন অ্যারেস্ট মেমোতে সই করিয়ে নিয়ে যাওয়া হয় বলে মনে করা হচ্ছে । যদিও ইডি আধিকারিকরা কেন আসানসোল সংশোধনাগারে এসেছিলেন, সে বিষয়টি নিয়ে তাঁরা মুখ খুলতে রাজি হননি ।

আসানসোল, 9 অক্টোবর: আসানসোল সংশোধনাগারে হঠাৎ হাজির ইডির গোয়েন্দা (ED visits Asansol Jail)। ইডির দুই সদস্য আজ আসানসোল সংশোধনাগারে যান । তাঁরা গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) অভিযুক্ত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) সঙ্গে দেখা করেন ৷ সূত্রের তরফে জানা যাচ্ছে, তাঁরা একটি নথিতে সায়গলকে দিয়ে সই করিয়েও নিয়ে যান ।

খুব অল্প সময়ের জন্য ইডি-র একজন সদস্য সংশোধনাগারে যান এবং দ্রুত বেরিয়ে আসেন । অনুমান করা হচ্ছে, সায়গলকে হোসেনকে শোন অ্যারেস্ট মেমোতে সই করানো হয়েছে ।

প্রসঙ্গত, গত শুক্রবার সায়গল হোসেনকে গ্রেফতার করে সেই মেমো জমা দিয়ে তাঁকে প্রোডাকশন ওয়ারেন্টে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল ইডি । কিন্তু আসানসোল আদালতের অবকাশকালীন বেঞ্চ ইডির সেই আবেদনে সাড়া দেয়নি । কার্যত খারিজ করে দেওয়া হয় ইডির আবেদন । এরপরে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি ।

আরও পড়ুন: সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে ইডি

অনুমান করা হচ্ছে, হাইকোর্টে পুনরায় প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আবেদন জানাতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সেই জন্যই সায়গল হোসেনকে শোন অ্যারেস্ট মেমোতে সই করিয়ে নিয়ে যাওয়া হয় বলে মনে করা হচ্ছে । যদিও ইডি আধিকারিকরা কেন আসানসোল সংশোধনাগারে এসেছিলেন, সে বিষয়টি নিয়ে তাঁরা মুখ খুলতে রাজি হননি ।

Last Updated : Oct 9, 2022, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.