ETV Bharat / city

44 ঘণ্টা পর কালীপাহাড়ির বেআইনি কয়লা খাদান থেকে উদ্ধার দেহ

বেআইনি কয়লা খাদানে মৃতদেহ পড়ে থাকার বিষয়টি সামনে আসে সোমবার ৷ কিন্তু সেদিন মৃতদেহ উদ্ধার করা যায়নি ৷ মঙ্গলবার দেহ উদ্ধার করল ইসিএলের মাইনস রেসকিউ টিম ৷

author img

By

Published : Jun 29, 2021, 7:44 PM IST

dead body recovered from illegal mining at asansol
কালীপাহাড়িতে শেষপর্যন্ত দেহ উদ্ধার বেআইনি কয়লা খাদান থেকে

আসানসোল, 29 জুন : প্রায় 44 ঘণ্টা পর আসানসোলের কালীপাহাড়ি সিএম ঘুষিক খনি এলাকায় বেআইনি খনি থেকে মৃতদেহ উদ্ধার হল । আজ, মঙ্গলবার দুপুরে ইসিএলের মাইনস রেসকিউ টিম ক্রেন এনে দেহটি উদ্ধার করে নিয়ে আসে । গতকালই এলাকার এক বাসিন্দা সন্দেহ প্রকাশ করেছিলেন যে মৃতদেহ তাঁর ছেলের । আজ দেহ উদ্ধার হতেই তা নিশ্চিত হয় । মৃতের নাম হুসনেন আনসারি (24) । তাঁর বাড়ি আসানসোলের কালীপাহাড়ি এলাকায় ।

আরও পড়ুন : কালীপাহাড়ি এলাকায় বেআইনি খাদানে মৃতদেহ

গত সাতদিন আগে হুসনেন আনসারি নিখোঁজ হয়ে গিয়েছিলেন । তিনদিন আগে আসানসোল দক্ষিণ থানায় তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগও দায়ের করা হয় । কিন্তু খোঁজ মেলেনি । গত পরশুদিন এলাকাবাসীরাই একটি বেআইনি খাদানে মৃতদেহ পড়ে থাকতে দেখেন । হুসনেন আনসারির বাবা সিকান্দার আনসারি উপর থেকেই দেহটি দেখে সনাক্ত করেন । কিন্তু গতকাল সারাদিন চেষ্টা করেও দেহ উদ্ধার করা যায়নি দেহটি । কারণ খনিটির 30 ফুট পরেই ছিল বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ।

আজ ওই এলাকায় ক্রেন নিয়ে আসে ইসিএলের মাইনস রেসকিউ টিম । এরপর অক্সিজেন সিলিন্ডার নিয়ে রেসকিউ টিমের সদস্যদের লোহার খাঁচা দিয়ে নামানো হয় । তারপর তাঁরা খাদানের প্রায় 100 ফুট গভীর থেকে মৃতদেহ তুলে আনেন । সিকান্দার আনসারি নিজের ছেলেকে সনাক্ত করার পর দেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় । কিন্তু কিভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ।

বেআইনি খনি থেকে মৃতদেহ উদ্ধার

আরও পড়ুন : আসানসোল পৌরনিগমে নষ্ট হচ্ছে নির্মল বাংলার কয়েক কোটির গাড়ি

পুলিশের অনুমান, গত কয়েকদিনে বৃষ্টিপাতের ফলে বেআইনি খনিতে জল ভরেছিল । পুনরায় খনি চালু করার জন্য খনির ভিতরে নেমেছিলেন হুসনেন । কিন্তু খনির ভেতরে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মৃত্যু হয় তাঁর ।

আসানসোল, 29 জুন : প্রায় 44 ঘণ্টা পর আসানসোলের কালীপাহাড়ি সিএম ঘুষিক খনি এলাকায় বেআইনি খনি থেকে মৃতদেহ উদ্ধার হল । আজ, মঙ্গলবার দুপুরে ইসিএলের মাইনস রেসকিউ টিম ক্রেন এনে দেহটি উদ্ধার করে নিয়ে আসে । গতকালই এলাকার এক বাসিন্দা সন্দেহ প্রকাশ করেছিলেন যে মৃতদেহ তাঁর ছেলের । আজ দেহ উদ্ধার হতেই তা নিশ্চিত হয় । মৃতের নাম হুসনেন আনসারি (24) । তাঁর বাড়ি আসানসোলের কালীপাহাড়ি এলাকায় ।

আরও পড়ুন : কালীপাহাড়ি এলাকায় বেআইনি খাদানে মৃতদেহ

গত সাতদিন আগে হুসনেন আনসারি নিখোঁজ হয়ে গিয়েছিলেন । তিনদিন আগে আসানসোল দক্ষিণ থানায় তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগও দায়ের করা হয় । কিন্তু খোঁজ মেলেনি । গত পরশুদিন এলাকাবাসীরাই একটি বেআইনি খাদানে মৃতদেহ পড়ে থাকতে দেখেন । হুসনেন আনসারির বাবা সিকান্দার আনসারি উপর থেকেই দেহটি দেখে সনাক্ত করেন । কিন্তু গতকাল সারাদিন চেষ্টা করেও দেহ উদ্ধার করা যায়নি দেহটি । কারণ খনিটির 30 ফুট পরেই ছিল বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ।

আজ ওই এলাকায় ক্রেন নিয়ে আসে ইসিএলের মাইনস রেসকিউ টিম । এরপর অক্সিজেন সিলিন্ডার নিয়ে রেসকিউ টিমের সদস্যদের লোহার খাঁচা দিয়ে নামানো হয় । তারপর তাঁরা খাদানের প্রায় 100 ফুট গভীর থেকে মৃতদেহ তুলে আনেন । সিকান্দার আনসারি নিজের ছেলেকে সনাক্ত করার পর দেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় । কিন্তু কিভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ।

বেআইনি খনি থেকে মৃতদেহ উদ্ধার

আরও পড়ুন : আসানসোল পৌরনিগমে নষ্ট হচ্ছে নির্মল বাংলার কয়েক কোটির গাড়ি

পুলিশের অনুমান, গত কয়েকদিনে বৃষ্টিপাতের ফলে বেআইনি খনিতে জল ভরেছিল । পুনরায় খনি চালু করার জন্য খনির ভিতরে নেমেছিলেন হুসনেন । কিন্তু খনির ভেতরে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মৃত্যু হয় তাঁর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.