ETV Bharat / city

কালীপাহাড়ি এলাকায় বেআইনি খাদানে মৃতদেহ - latest news today

ওই এলাকায় সাতদিন ধরে এক যুবক নিখোঁজ৷ অনুমান করা হচ্ছে, মৃতদেহটি ওই যুবকের৷ তবে মৃতদেহ এখনও উদ্ধার করা যায়নি৷

dead-body-found-in-a-illegal-mines-at-asansol
কালীপাহাড়ি এলাকায় বেআইনি খাদানে মৃতদেহ
author img

By

Published : Jun 28, 2021, 4:54 PM IST

আসানসোল, 28 জুন : ব্রিটিশ আমলের পরিত্যক্ত খনি থেকে বেআইনি পথে কয়লা উত্তোলন হত । আর সেই বেআইনি খনিতেই মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াল । অনুমান করা হচ্ছে কয়লা তুলতে গিয়ে খনিতে গ্যাসের কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের । ঘটনাটি ঘটেছে ইসিএলের সিএম ঘুসিক খনি এলাকায় ।

আরও পড়ুন : আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

জানা গিয়েছে যে গত সাত দিন ধরে নিখোঁজ ছিলেন আসানসোল দক্ষিণ থানার কালীপাহাড়ি এলাকার এক যুবক ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তিনি কয়লা তোলার কাজ করতেন ৷ ওই অঞ্চলে প্রচুর বেআইনি গড়ে উঠেছে ৷ সেখানেই তিনি কাজ করতেন ৷ আজ, সোমবার সকালে তাঁর বাবা সন্দেহজনকভাবে ওই এলাকায় বেআইনি খনিতে খোঁজ করে যান ৷ তখন দেখেন খনির অনেক নিচে একটি মৃতদেহ পড়ে আছে ৷

আরও পড়ুন : পুরুলিয়ার 'মসীহা' চিকিৎসক নয়ন মুখোপাধ্যায়

তাঁর বাবাই প্রথমে সেটি ছেলের মৃতদেহ বলে অনুমান করেন ৷ ঘটনাটি জানাজানি হতেই এলাকার বাসিন্দারা জড়ো হন ৷ আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও ইসিএলের মাইনস রেসকিউ টিম যায় ঘটনাস্থলে ৷ সেফটি ল্যাম্প দিয়ে পরীক্ষা করে দেখা যায় খনির প্রায় 100 ফুট নিচে পড়ে আছে মৃতদেহ ৷ কিন্তু 30 ফুট নিচে কার্বন-ডাই-অক্সাইডে ভর্তি রয়েছে ৷ সেই কারণে তাঁরা ওই খনির ভেতরে নামেননি ৷ স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্য চালানোর চেষ্টা করছে ৷ কিন্তু এখনও পর্যন্ত মৃতদেহ তোলা সম্ভব হয়নি ।

উল্লেখ্য, দু'দিন আগেই বেআইনি কয়লা খনিতে দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে খবর বেরিয়েছিল ইটিভি ভারতে । আশঙ্কা ছিল, এই বেআইনি খনি মুখগুলি যেভাবে খোলা অবস্থায় পড়ে আছে, তাতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে । এই আশঙ্কাই যেন সত্যি হল !

আরও পড়ুন : মেয়ের বিয়ের টাকা জোগাড় করতেই দিঘায় হোটেল মালিককে খুন

আসানসোল, 28 জুন : ব্রিটিশ আমলের পরিত্যক্ত খনি থেকে বেআইনি পথে কয়লা উত্তোলন হত । আর সেই বেআইনি খনিতেই মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াল । অনুমান করা হচ্ছে কয়লা তুলতে গিয়ে খনিতে গ্যাসের কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের । ঘটনাটি ঘটেছে ইসিএলের সিএম ঘুসিক খনি এলাকায় ।

আরও পড়ুন : আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

জানা গিয়েছে যে গত সাত দিন ধরে নিখোঁজ ছিলেন আসানসোল দক্ষিণ থানার কালীপাহাড়ি এলাকার এক যুবক ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তিনি কয়লা তোলার কাজ করতেন ৷ ওই অঞ্চলে প্রচুর বেআইনি গড়ে উঠেছে ৷ সেখানেই তিনি কাজ করতেন ৷ আজ, সোমবার সকালে তাঁর বাবা সন্দেহজনকভাবে ওই এলাকায় বেআইনি খনিতে খোঁজ করে যান ৷ তখন দেখেন খনির অনেক নিচে একটি মৃতদেহ পড়ে আছে ৷

আরও পড়ুন : পুরুলিয়ার 'মসীহা' চিকিৎসক নয়ন মুখোপাধ্যায়

তাঁর বাবাই প্রথমে সেটি ছেলের মৃতদেহ বলে অনুমান করেন ৷ ঘটনাটি জানাজানি হতেই এলাকার বাসিন্দারা জড়ো হন ৷ আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও ইসিএলের মাইনস রেসকিউ টিম যায় ঘটনাস্থলে ৷ সেফটি ল্যাম্প দিয়ে পরীক্ষা করে দেখা যায় খনির প্রায় 100 ফুট নিচে পড়ে আছে মৃতদেহ ৷ কিন্তু 30 ফুট নিচে কার্বন-ডাই-অক্সাইডে ভর্তি রয়েছে ৷ সেই কারণে তাঁরা ওই খনির ভেতরে নামেননি ৷ স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্য চালানোর চেষ্টা করছে ৷ কিন্তু এখনও পর্যন্ত মৃতদেহ তোলা সম্ভব হয়নি ।

উল্লেখ্য, দু'দিন আগেই বেআইনি কয়লা খনিতে দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে খবর বেরিয়েছিল ইটিভি ভারতে । আশঙ্কা ছিল, এই বেআইনি খনি মুখগুলি যেভাবে খোলা অবস্থায় পড়ে আছে, তাতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে । এই আশঙ্কাই যেন সত্যি হল !

আরও পড়ুন : মেয়ের বিয়ের টাকা জোগাড় করতেই দিঘায় হোটেল মালিককে খুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.