কলকাতা, 18 এপ্রিল : গরুপাচার কাণ্ডে আগামী 22 এপ্রিল পর্যন্ত বিকাশ মিশ্রকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আসানসোলের সিবিআই আদালত (CBI Court sends Bikash Mishra to Judicial Custody in Cattle Smuggling Case) ৷ আজ, সোমবার বিকাশ মিশ্রকে আদালতে পেশ করার পর সিবিআইয়ের পক্ষ থেকে তাকে আর নিজেদের হেফাজতে চাওয়া হয়নি ৷
কয়লাপাচার কাণ্ডের (Coal Smuggling Case) পাশাপাশি গরুপাচার কাণ্ডেও নাম জড়িয়েছিল বিকাশ মিশ্রের । গত 8 এপ্রিল তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল । সিবিআই বিকাশ মিশ্রকে গরুপাচার কাণ্ডে গ্রেফতারের জন্য আবেদন জানায় সিবিআই কোর্টে । বিচারক সেই আবেদন মঞ্জুর করেন । গরুপাচার কাণ্ডে গ্রেফতার করা হয় বিকাশ মিশ্রকে ।
গ্রেফতার করার পর বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় সিবিআই । সেই মতো বিচারক 10 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন । আজ সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় তাঁকে আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court) তোলা হয় ।
বিকাশ মিশ্রের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, "আমরা বিকাশ মিশ্রের জামিনের জন্য আবেদন করেছিলাম । বিচারক তা মঞ্জুর করেননি । সিবিআইয়ের পক্ষ থেকে তাকে গরু পাচার মামলায় আর নতুন করে হেফাজতে চাওয়া হয়নি । বরং জেল হেফাজতের আবেদন জানানো হয় । বিচারক আগামী 22 এপ্রিল পর্যন্ত বিকাশ মিশ্রকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।"
আরও পড়ুন : Cattle Smuggling Case : গরু পাচারের টাকা খাটানো হয়েছে বেশ কিছু বেসরকারি সংস্থায়, দাবি সিবিআইয়ের