আসানসোল, 21 সেপ্টেম্বর: গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিলেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী । পরবর্তী শুনানির তারিখ 5 অক্টোবর এবং তার পরের শুনানির তারিখ 19 অক্টোবর পুজোর জন্য আদালত ছুটি ৷ ফলে আদালত খোলার পর 29 অক্টোবর আসানসোল বিশেষ সিবিআই আদালতে এই মামলার শুনানি হবে । এর ফলে এ বারের দুর্গা পুজো ও কালী পুজো দুটোই জেলেই কাটাতে হবে অনুব্রত মণ্ডলকে ৷
গরু পাচার মামলায় (Cattle smuggling case) আজ অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আসানসোল সিবিআই আদালতে তোলা হয় । গত 7 সেপ্টেম্বর বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রতকে শেষবার আদালতে তোলা হয়েছিল । বিচারক তাঁকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন । সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বুধবার আবার অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হয় (Asansol CBI Court)।
গত 11 অগস্ট সিবিআই গ্রেফতার করেছিল অনুব্রত মণ্ডলকে । সেইদিনই তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয় । এরপর পরপর দুবার অনুব্রতকে মোট 14 দিন সিবিআই হেফাজতে নেয় । তারপর গত 24 অগস্ট এবং 7 সেপ্টেম্বর তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হলে দুবারই 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । সেই মেয়াদ শেষে বুধবার পুনরায় আসানসোল সিবিআই আদালতে তোলা হয় অনুব্রতকে। তবে বিচারয়ের নির্দেশ এ বারের দুর্গা পুজো জেলেই কাটাতে হবে বীরভূমের দোর্দণ্ড্যপ্রতাপ নেতাকে ৷
আরও পড়ুন: দাতব্য সংস্থাকে দান করা জমির মালিক এখন অনুব্রতর মেয়ের কোম্পানি !