ETV Bharat / city

AMC Election Result 2022 : আসানসোলে ভোট গণনাকেন্দ্রে গুলির খোল, এলাকায় চাঞ্চল্য

গণনাকেন্দ্রে গুলির খোল, চাপা উত্তেজনায় গণনা শুরু আসানসোলে (Municipal Corporation Election 2022)।

bullet cover
আসানসোলে ভোট গণনা কেন্দ্রে গুলির খোল
author img

By

Published : Feb 14, 2022, 10:21 AM IST

Updated : Feb 14, 2022, 10:46 AM IST

আসানসোল, 14 ফেব্রুয়ারি: কড়া নিরাপত্তায় শুরু আসানসোল পৌরনির্বাচনের ভোট গণনা । 106টি ওয়ার্ডের 431 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ । দু‘টি ধাপে হবে গণনা । প্রথম ধাপে ৫৩টি ওয়ার্ড এবং পরবর্তী ধাপে আরও ৫৩টি ওয়ার্ডে গণনা হবে । মোট 22 রাউন্ডে গণনা হবে । বিকেল 4টের মধ্যে শেষ হবে ভোট গণনার কাজ (Municipal Corporation Election 2022) ।

আরও পড়ুন: AMC Election 2022 : স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ, ভোটগণনার আগে উত্তপ্ত আসানসোল

সূত্রের খবর, রবিবার রাতে গণনাকেন্দ্রের বাইরে বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । অভিযোগ দীর্ঘক্ষণ বন্ধছিল গণনাকেন্দ্রের সিসিটিভি । শুধু তাই নয়, দীর্ঘক্ষণ গণনাকেন্দ্রের দরজা খোলা ছিল বলে অভিযোগ করে বিরোধীরা । তবে পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভকারীরা পিছু হটে । এদিকে সোমবার গণনা শুরু আগে গণনাকেন্দ্রের বাইরে একটি গুলির খোল দেখতে পাওয়া যায় (Bullet Cover Found)। যা ঘিরে উত্তেজনা ছড়ায় । কিভাবে গণনাকেন্দ্রে গুলির খোল এল তা নিয়েও প্রশ্ন উঠেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Municipal Corporation Election 2022) ।

আসানসোলে ভোট গণনা কেন্দ্রে গুলির খোল

প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের অভিযোগ অস্বীকার করা হয়েছে । জানানো হয়, গণনাকেন্দ্রে এইধরনের কোনও ঘটনা ঘটেনি । তাদের কাছে গণনাকেন্দ্রের সব রিপোর্ট আছে (Municipal Corporation Election 2022)।

আসানসোল, 14 ফেব্রুয়ারি: কড়া নিরাপত্তায় শুরু আসানসোল পৌরনির্বাচনের ভোট গণনা । 106টি ওয়ার্ডের 431 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ । দু‘টি ধাপে হবে গণনা । প্রথম ধাপে ৫৩টি ওয়ার্ড এবং পরবর্তী ধাপে আরও ৫৩টি ওয়ার্ডে গণনা হবে । মোট 22 রাউন্ডে গণনা হবে । বিকেল 4টের মধ্যে শেষ হবে ভোট গণনার কাজ (Municipal Corporation Election 2022) ।

আরও পড়ুন: AMC Election 2022 : স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ, ভোটগণনার আগে উত্তপ্ত আসানসোল

সূত্রের খবর, রবিবার রাতে গণনাকেন্দ্রের বাইরে বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । অভিযোগ দীর্ঘক্ষণ বন্ধছিল গণনাকেন্দ্রের সিসিটিভি । শুধু তাই নয়, দীর্ঘক্ষণ গণনাকেন্দ্রের দরজা খোলা ছিল বলে অভিযোগ করে বিরোধীরা । তবে পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভকারীরা পিছু হটে । এদিকে সোমবার গণনা শুরু আগে গণনাকেন্দ্রের বাইরে একটি গুলির খোল দেখতে পাওয়া যায় (Bullet Cover Found)। যা ঘিরে উত্তেজনা ছড়ায় । কিভাবে গণনাকেন্দ্রে গুলির খোল এল তা নিয়েও প্রশ্ন উঠেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Municipal Corporation Election 2022) ।

আসানসোলে ভোট গণনা কেন্দ্রে গুলির খোল

প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের অভিযোগ অস্বীকার করা হয়েছে । জানানো হয়, গণনাকেন্দ্রে এইধরনের কোনও ঘটনা ঘটেনি । তাদের কাছে গণনাকেন্দ্রের সব রিপোর্ট আছে (Municipal Corporation Election 2022)।

Last Updated : Feb 14, 2022, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.