ETV Bharat / city

জনবহুল স্থানে মাতৃদুগ্ধ সেবন কক্ষ বানাবে আসানসোল পৌরনিগম - breast-feed-centre-in-asansol

আসানসোল পৌরনিগমের নয়া উদ্যোগ জনবহুল স্থানে মাতৃদুগ্ধ সেবন করানোর জন্য আলাদা কক্ষ । নারী দিবসে ইটিভি ভারতের মুখোমুখি আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ।

breast_feed_centre
মাতৃদুগ্ধ সেবন কক্ষ বানাবে পৌরনিগম
author img

By

Published : Mar 8, 2020, 5:39 PM IST

Updated : Mar 8, 2020, 10:44 PM IST

আসানসোল, 8 মার্চ: নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে আসানসোল পৌরনিগম । জনবহুল স্থানে মাতৃদুগ্ধ সেবন করানোর জন্য আলাদা কক্ষ তৈরি হবে । নারী দিবসে ETV ভারতের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ।

বিভিন্ন সময় দেখা যায় মায়েরা তাদের ছোটো ছোটো শিশু সন্তানদের নিয়ে ভ্রমণ করছেন । বাসস্ট্যান্ডসহ অন্যান্য জনবহুল স্থানে মায়েরা শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর সময় নানা সমস্যার মধ্যে পড়েন । প্রয়োজনীয়তার খাতিরে অনেক মাকেই সময় এবং পরিবেশের সঙ্গে আপস করে নিতে হয় । সামান্য আড়ালটুকু খুঁজে নিজের সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে বাধ্য হন অনেক মায়েরাই । সেখান থেকেই অভিনব ভাবনা আসানসোল পৌরনিগমের ।

মাতৃদুগ্ধ সেবন কক্ষ বানাবে আসানসোল পৌরনিগম

আসানসোল বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় যেখানে যানবাহনের জন্য অধিক মানুষ অপেক্ষা করেন, সেই সমস্ত এলাকায় মাতৃদুগ্ধ সেবন কক্ষ তৈরি করবে আসানসোল পৌরনিগম । জিতেন্দ্রবাবু জানিয়েছেন, "আমার এক বুদ্ধিজীবী বন্ধু আমাকে এই ভাবনার কথা জানিয়েছিলেন । ভাবনাটি আমার খুব ভালো লাগে । খুব তাড়াতাড়ি এই কক্ষগুলো নির্মাণ করা হবে বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জনবহুল এলাকায় ।"

ইতিমধ্যেই আসানসোলের বিভিন্ন জায়গায় শীতাতপ নিয়ন্ত্রিত বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে । মহিলাদের জন্য কাচ দিয়ে ঘেরা এই বাস্ট্যান্ডগুলির ভিতর ছোটো কক্ষ তৈরি করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে । যেখানে মহিলারা নিশ্চিন্তে সন্তানদের মাতৃদুগ্ধ পান করাতে পারেন । এই অভিনব ভাবনার দ্রুত বাস্তবায়ন করতে লেগে পড়েছেন মেয়র নিজেই ।

আসানসোল, 8 মার্চ: নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে আসানসোল পৌরনিগম । জনবহুল স্থানে মাতৃদুগ্ধ সেবন করানোর জন্য আলাদা কক্ষ তৈরি হবে । নারী দিবসে ETV ভারতের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ।

বিভিন্ন সময় দেখা যায় মায়েরা তাদের ছোটো ছোটো শিশু সন্তানদের নিয়ে ভ্রমণ করছেন । বাসস্ট্যান্ডসহ অন্যান্য জনবহুল স্থানে মায়েরা শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর সময় নানা সমস্যার মধ্যে পড়েন । প্রয়োজনীয়তার খাতিরে অনেক মাকেই সময় এবং পরিবেশের সঙ্গে আপস করে নিতে হয় । সামান্য আড়ালটুকু খুঁজে নিজের সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে বাধ্য হন অনেক মায়েরাই । সেখান থেকেই অভিনব ভাবনা আসানসোল পৌরনিগমের ।

মাতৃদুগ্ধ সেবন কক্ষ বানাবে আসানসোল পৌরনিগম

আসানসোল বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় যেখানে যানবাহনের জন্য অধিক মানুষ অপেক্ষা করেন, সেই সমস্ত এলাকায় মাতৃদুগ্ধ সেবন কক্ষ তৈরি করবে আসানসোল পৌরনিগম । জিতেন্দ্রবাবু জানিয়েছেন, "আমার এক বুদ্ধিজীবী বন্ধু আমাকে এই ভাবনার কথা জানিয়েছিলেন । ভাবনাটি আমার খুব ভালো লাগে । খুব তাড়াতাড়ি এই কক্ষগুলো নির্মাণ করা হবে বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জনবহুল এলাকায় ।"

ইতিমধ্যেই আসানসোলের বিভিন্ন জায়গায় শীতাতপ নিয়ন্ত্রিত বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে । মহিলাদের জন্য কাচ দিয়ে ঘেরা এই বাস্ট্যান্ডগুলির ভিতর ছোটো কক্ষ তৈরি করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে । যেখানে মহিলারা নিশ্চিন্তে সন্তানদের মাতৃদুগ্ধ পান করাতে পারেন । এই অভিনব ভাবনার দ্রুত বাস্তবায়ন করতে লেগে পড়েছেন মেয়র নিজেই ।

Last Updated : Mar 8, 2020, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.