আসানসোল, ৩ নভেম্বর : তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল ভারতীয় মজদুর সংঘ (BMS)। 28 অক্টোবর নন্দীগ্রামে BMS কার্যকর্তাদের উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 28 অক্টোবর নন্দীগ্রামে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির অভিযোগে আন্দোলনে নেমেছিল ভারতীয় মজদুর সংঘ । তাদের সেই কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । কয়েকজন BMS কর্মী আহত হন বলে খবর । তার প্রতিবাদে আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কাছে প্রতিবাদপত্র জমা দিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাল BMS নেতৃত্ব ।
BMS নেতা দীপক সিং বলেন, "আমরা জেলাশাসকের কাছে দাবিপত্র পেশ করেছি । মুখ্যমন্ত্রীর কাছে ওই দাবিপত্র পাঠানোর দাবি জানিয়েছি আমরা । আগামীদিনে দোষীরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।"