ETV Bharat / city

Blast in Rail factory রেল কারখানার বিস্ফোরণে কেঁপে উঠল চিত্তরঞ্জন শহর - রেল কারখানার বিস্ফোরণে কেঁপে উঠল চিত্তরঞ্জন শহর

সোমবার দুপুরে রেল কারখানার স্টিল ফাউন্ড্রি শপে বিস্ফোরণ ঘটে (Blast in Rail factory) । বিস্ফোরণের জেরে কারখানার শেড উড়ে যায় । কারখানা থেকে প্রায় দু কিলোমিটার দূরের পেট্রোল পাম্পেও বিকট শব্দের সঙ্গে কম্পন অনুভূত হয় ।

Blast in Railway factory in Asansol
Blast in Railway factory in Asansol
author img

By

Published : Aug 29, 2022, 9:10 PM IST

আসানসোল, 29 অগস্ট: বিস্ফোরণের ঘটনা ঘটল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় (Blast in Railway factory) । কারখানার স্টিল ফাউন্ড্রি শপে এই বিস্ফোরণ ঘটে । ঘটনায় এক ইঞ্জিনিয়র অসুস্থ হয়ে পড়েন । পাশাপাশি এক ঠিকাকর্মীও আহত হয়েছেন । এই ঘটনার জেরে চিত্তরঞ্জন শহর প্রায় কেঁপে ওঠে । কী কারণে এই বিস্ফোরণ তা জানা যায়নি।

সোমবার দুপুরে কারখানার স্টিল ফাউন্ড্রি শপে এই বিস্ফোরণটি ঘটে । বিস্ফোরণের জেরে কারখানার শেড উড়ে যায় । কারখানা থেকে প্রায় দু-কিলোমিটার দূরের পেট্রোল পাম্প অঞ্চলেও বিকট শব্দের সঙ্গে কম্পন অনুভূত হয় ।

জানা গিয়েছে, স্টিল ফাউন্ড্রি শপের একটি ফার্নেসে এই বিস্ফোরণ ঘটে । সেখানে রেল ইঞ্জিন উৎপাদনের জন্য বিভিন্ন যন্ত্রাংশ গলানো হয় । ঘটনার সংবাদ পাওয়া মাত্রই কারখানার জেনারেল ম্যানেজার সতীশকুমার কাশ্যপ ছুটে যান । তিনি সমস্ত বিষয়ে সকলকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার জন্য আবেদন জানান ।

আরও পড়ুন: হুমকি চিঠি মামলায় গোপন জবানবন্দি অভিযুক্তের, নিজেকে নির্দোষ দাবি বাপ্পার

এই বিষয়ে সিআরএমসি নেতা ইন্দ্রজিৎ সিং অভিযোগ করে বলেন, "স্টিল ফাউন্ড্রি শপের সমস্ত অভিজ্ঞ টেকনিশিয়ান অপারেটরদের রেল কর্তৃপক্ষ অন্যত্র বদলি করে প্রাইভেট সংস্থার কর্মীদের দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ৷ অনভিজ্ঞতার জেরেই এত বড় দুর্ঘটনা ঘটে গেল । যদি ওই সময় বেশি সংখ্যক কর্মী কাজে উপস্থিত থাকত তাহলে হতাহতের সংখ্যা আরও বেশি হত ।" যদিও এই ঘটনায় চিত্তরঞ্জন রেল কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেয়নি ।

আসানসোল, 29 অগস্ট: বিস্ফোরণের ঘটনা ঘটল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় (Blast in Railway factory) । কারখানার স্টিল ফাউন্ড্রি শপে এই বিস্ফোরণ ঘটে । ঘটনায় এক ইঞ্জিনিয়র অসুস্থ হয়ে পড়েন । পাশাপাশি এক ঠিকাকর্মীও আহত হয়েছেন । এই ঘটনার জেরে চিত্তরঞ্জন শহর প্রায় কেঁপে ওঠে । কী কারণে এই বিস্ফোরণ তা জানা যায়নি।

সোমবার দুপুরে কারখানার স্টিল ফাউন্ড্রি শপে এই বিস্ফোরণটি ঘটে । বিস্ফোরণের জেরে কারখানার শেড উড়ে যায় । কারখানা থেকে প্রায় দু-কিলোমিটার দূরের পেট্রোল পাম্প অঞ্চলেও বিকট শব্দের সঙ্গে কম্পন অনুভূত হয় ।

জানা গিয়েছে, স্টিল ফাউন্ড্রি শপের একটি ফার্নেসে এই বিস্ফোরণ ঘটে । সেখানে রেল ইঞ্জিন উৎপাদনের জন্য বিভিন্ন যন্ত্রাংশ গলানো হয় । ঘটনার সংবাদ পাওয়া মাত্রই কারখানার জেনারেল ম্যানেজার সতীশকুমার কাশ্যপ ছুটে যান । তিনি সমস্ত বিষয়ে সকলকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার জন্য আবেদন জানান ।

আরও পড়ুন: হুমকি চিঠি মামলায় গোপন জবানবন্দি অভিযুক্তের, নিজেকে নির্দোষ দাবি বাপ্পার

এই বিষয়ে সিআরএমসি নেতা ইন্দ্রজিৎ সিং অভিযোগ করে বলেন, "স্টিল ফাউন্ড্রি শপের সমস্ত অভিজ্ঞ টেকনিশিয়ান অপারেটরদের রেল কর্তৃপক্ষ অন্যত্র বদলি করে প্রাইভেট সংস্থার কর্মীদের দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ৷ অনভিজ্ঞতার জেরেই এত বড় দুর্ঘটনা ঘটে গেল । যদি ওই সময় বেশি সংখ্যক কর্মী কাজে উপস্থিত থাকত তাহলে হতাহতের সংখ্যা আরও বেশি হত ।" যদিও এই ঘটনায় চিত্তরঞ্জন রেল কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.