বার্নপুর, 17 জুন : নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে চলছে তৃণমূল-BJP রাজনৈতিক সংঘর্ষ । আসানসোল-বার্নপুর শিল্পাঞ্চলে যাতে এই ধরনের কোনও অপ্রিয় ঘটনা না ঘটে তার জন্য হীরাপুর থানার OC-র কাছে ডেপুটেশন দিল স্থানীয় BJP নেতৃত্ব । আগামীদিনে যাতে রাজনৈতিক শান্তি শিল্পাঞ্চলে বহাল থাকে তার জন্যই BJP-র এই পদক্ষেপ ।
স্থানীয় BJP নেতা বাপ্পা চ্যাটার্জির নেতৃত্বে কর্মী-সমর্থকরা প্রথমে বার্নপুর শহরে একটি মিছিল করে । পরে হীরাপুর থানা ঘেরাও করে অবস্থান করে । বাপ্পাবাবু বলেন, "বাংলাজুড়ে সন্ত্রাস চলছে কিন্তু প্রশাসন নির্বিকার । মেয়রের দ্বারা আমাদের শিল্পাঞ্চলের পরিস্থিতিও অগ্নিগর্ভ করার চেষ্টা চলছে । এই পরিস্থিতি কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু প্রশাসনের । সেই দায়িত্ব যাতে প্রশাসন পালন করে তার জন্য আমরা আজ OC-র কাছে এসেছি । তাঁকে আমরা ডেপুটেশন দেব । তাঁর কাছে আমাদের শিল্পাঞ্চলের অসুবিধাগুলো তুলে ধরব । যাতে আমাদের শিল্পাঞ্চল শান্ত থাকে । আগামী দিনে সন্দেশখালি, পুরুলিয়া, বাঁকুড়া বা মেদিনীপুরের মতো কোনও অপ্রিয় ঘটনা যাতে না ঘটে তার যথাযথ ব্যবস্থা প্রশাসন এখন থেকেই নিক । "