ETV Bharat / city

বাঁশের ব্যারিকেড, বহিরাগতদের প্রবেশ নিষেধ আসানসোল গ্রামে - আসানসোল গ্রামে ব্যারিকেড

আসানসোল জেলা হাসপাতালের একেবারে পাশেই অবস্থিত আসানসোল গ্রাম । জেলা হাসপাতালে কোরোনা আক্রান্ত সন্দেহে অনেককে নিয়ে আসা হচ্ছে। তাই বহিরাগতদের প্রবেশ আটকাতে ওই এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে ।

asansol village
আসানসোল গ্রাম
author img

By

Published : Apr 13, 2020, 7:36 PM IST

আসানসোল,13 এপ্রিল : আসানসোল জেলা হাসপাতাল সংলগ্ন আসানসোল গ্রামকে ব্যারিকেড দিয়ে ঘিরে দিলেন সেখানকার বাসিন্দারা। বহিরাগতরা যাতে ওই এলাকায় ঢুকতে না পারে তাই এই ব্যবস্থা।


রাজ্যের একাধিক এলাকায় কোরোনায় আক্রান্ত হয়েছেন অনেকে । আবার কোরোনা নিয়ে গুজবের জেরে আতঙ্কও ছড়াচ্ছে একাধিক এলাকায়।আসানসোল গ্রাম আসানসোল জেলা হাসপাতালের একেবারে পাশেই । জেলা হাসপাতালে কোরোনা আক্রান্ত সন্দেহে অনেককে নিয়ে আসা হচ্ছে।প্রচুর বাইরের লোকেরও সমাগম হয় এই হাসপাতালে। সেই জন্য বাসিন্দাদের সুরক্ষার কথা মাথায় রেখে ঘিরে ফেলা হল আসানসোল গ্রাম ।

আসানসোল গ্রামে ঢোকার যেসব রাস্তা রয়েছে সেখানে বাঁশের ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে। কোরোনা সংক্রমণ রুখতেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন স্থানীয়রা । রামসায়র মাঠ থেকে ঘাঁটিগলির দিকে একটু নামতেই মূল প্রবেশপথে বাঁশের ব্যারিকেড করা হয়েছে। ফলে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এই রাস্তা দিয়ে অনেকেই যাতায়াত করেন। তাঁদেরও ঘুরপথে যেতে হচ্ছে।


সমগ্র আসানসোল গ্রামকেই একেবারে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে গ্রামবাসীরা। যাতে বহিরাগতদের আনাগোনা আটকানো যায় । । গ্রামবাসীদের সুরক্ষিত রাখতেই গ্রামকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে, বলে গ্রামবাসীদের দাবি।আসানসোলে ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় এভাবেই বাঁশের ব্যারিকেড দিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে এলাকাকে। যতই কোরোনা আতঙ্ক বাড়ছে, ততই মানুষ সুরক্ষিত থাকতে বিচ্ছিন্ন করে নিচ্ছে নিজের এলাকাকে। যাতে বহিরাগত মানুষজন এলাকায় ঢুকে সংক্রমণ ছড়াতে না পারে।

আসানসোল,13 এপ্রিল : আসানসোল জেলা হাসপাতাল সংলগ্ন আসানসোল গ্রামকে ব্যারিকেড দিয়ে ঘিরে দিলেন সেখানকার বাসিন্দারা। বহিরাগতরা যাতে ওই এলাকায় ঢুকতে না পারে তাই এই ব্যবস্থা।


রাজ্যের একাধিক এলাকায় কোরোনায় আক্রান্ত হয়েছেন অনেকে । আবার কোরোনা নিয়ে গুজবের জেরে আতঙ্কও ছড়াচ্ছে একাধিক এলাকায়।আসানসোল গ্রাম আসানসোল জেলা হাসপাতালের একেবারে পাশেই । জেলা হাসপাতালে কোরোনা আক্রান্ত সন্দেহে অনেককে নিয়ে আসা হচ্ছে।প্রচুর বাইরের লোকেরও সমাগম হয় এই হাসপাতালে। সেই জন্য বাসিন্দাদের সুরক্ষার কথা মাথায় রেখে ঘিরে ফেলা হল আসানসোল গ্রাম ।

আসানসোল গ্রামে ঢোকার যেসব রাস্তা রয়েছে সেখানে বাঁশের ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে। কোরোনা সংক্রমণ রুখতেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন স্থানীয়রা । রামসায়র মাঠ থেকে ঘাঁটিগলির দিকে একটু নামতেই মূল প্রবেশপথে বাঁশের ব্যারিকেড করা হয়েছে। ফলে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এই রাস্তা দিয়ে অনেকেই যাতায়াত করেন। তাঁদেরও ঘুরপথে যেতে হচ্ছে।


সমগ্র আসানসোল গ্রামকেই একেবারে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে গ্রামবাসীরা। যাতে বহিরাগতদের আনাগোনা আটকানো যায় । । গ্রামবাসীদের সুরক্ষিত রাখতেই গ্রামকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে, বলে গ্রামবাসীদের দাবি।আসানসোলে ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় এভাবেই বাঁশের ব্যারিকেড দিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে এলাকাকে। যতই কোরোনা আতঙ্ক বাড়ছে, ততই মানুষ সুরক্ষিত থাকতে বিচ্ছিন্ন করে নিচ্ছে নিজের এলাকাকে। যাতে বহিরাগত মানুষজন এলাকায় ঢুকে সংক্রমণ ছড়াতে না পারে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.