ETV Bharat / city

প্রচারে বেরিয়ে অবৈধ কয়লা ডিপোতে "হানা" বাবুলের, পুলিশকেও ধমক - bjp babul

প্রচারে বেরিয়ে আসানসোলে একটি অবৈধ কয়লা ডিপোতে হানা দেন BJP প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি আসবেন এই খবর পেয়ে সেখান থেকে চম্পট দেন কয়লা মাফিয়ারা। পরে পুরো বিষয়টি নিয়ে পুলিশ আধিকারিকদের একপ্রকার ধমকও দেন তিনি।

বাবুল
author img

By

Published : Apr 12, 2019, 4:56 PM IST

আসানসোল, 12 এপ্রিল : প্রচারে বেরিয়ে অবৈধ কয়লা ডিপোতে হানা বাবুল সুপ্রিয়র। আসানসোলের বারাবণীর গৌরান্ডি এলাকায় আজ প্রচারে আসেন তিনি। হঠাৎই সেখানে একটি অবৈধ কয়লা ডিপোতে হানা দেন। যদিও তাঁর আসার খবর পেয়ে সেখান থেকে চম্পট দেন কয়লা মাফিয়ারা। সেখানে প্রচুর পরিমাণে কয়লা, বেলচাসহ কয়লা তোলার যন্ত্র পাওয়া গেছে।

29 এপ্রিল (চতুর্থ দফায়) নির্বাচন আসালসোলে। এবারে তাঁর বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের মুনমুন সেন। গতবার এই আসন থেকেই 70,480 ভোটের ব্যবধানে তৃণমূলের দোলা সেনকে পরাজিত করে জয়ী হয়েছিলেন বাবুল। এবারে ফের তাঁর উপর ভরসা করে এই কেন্দ্রে তাঁকে টিকিট দিয়েছে BJP। প্রচারও চলছে জোরকদমে। আজ দুপুরে বারাবণীর গৌরান্ডি অঞ্চল থেকে ভোট প্রচার শুরু করেন। সেখান থেকে মাজিয়াড়া পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু পথে কালীকমলি এলাকায় জানতে পারেন, ওই এলাকায় অবৈধ কয়লার ডিপো রয়েছে। তারপরই প্রচারের গাড়ি ওই কয়লার ডিপোর কাছে নিয়ে যাওয়া হয়।

babul
অবৈধ কয়লা ডিপোতে বাবুল

অন্যদিকে, বাবুলের প্রচার ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল। প্রচারে তাঁর সঙ্গেই ছিল পুলিশ বাহিনী। হাতের সামনে পুলিশ আধিকারিকদের পেয়ে তখনই বাবুল জিজ্ঞাসা করেন, এখানে এসব কী চলছে? যদিও পুলিশ কোনও উত্তর দিতে পারেনি।

আসানসোল, 12 এপ্রিল : প্রচারে বেরিয়ে অবৈধ কয়লা ডিপোতে হানা বাবুল সুপ্রিয়র। আসানসোলের বারাবণীর গৌরান্ডি এলাকায় আজ প্রচারে আসেন তিনি। হঠাৎই সেখানে একটি অবৈধ কয়লা ডিপোতে হানা দেন। যদিও তাঁর আসার খবর পেয়ে সেখান থেকে চম্পট দেন কয়লা মাফিয়ারা। সেখানে প্রচুর পরিমাণে কয়লা, বেলচাসহ কয়লা তোলার যন্ত্র পাওয়া গেছে।

29 এপ্রিল (চতুর্থ দফায়) নির্বাচন আসালসোলে। এবারে তাঁর বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের মুনমুন সেন। গতবার এই আসন থেকেই 70,480 ভোটের ব্যবধানে তৃণমূলের দোলা সেনকে পরাজিত করে জয়ী হয়েছিলেন বাবুল। এবারে ফের তাঁর উপর ভরসা করে এই কেন্দ্রে তাঁকে টিকিট দিয়েছে BJP। প্রচারও চলছে জোরকদমে। আজ দুপুরে বারাবণীর গৌরান্ডি অঞ্চল থেকে ভোট প্রচার শুরু করেন। সেখান থেকে মাজিয়াড়া পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু পথে কালীকমলি এলাকায় জানতে পারেন, ওই এলাকায় অবৈধ কয়লার ডিপো রয়েছে। তারপরই প্রচারের গাড়ি ওই কয়লার ডিপোর কাছে নিয়ে যাওয়া হয়।

babul
অবৈধ কয়লা ডিপোতে বাবুল

অন্যদিকে, বাবুলের প্রচার ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল। প্রচারে তাঁর সঙ্গেই ছিল পুলিশ বাহিনী। হাতের সামনে পুলিশ আধিকারিকদের পেয়ে তখনই বাবুল জিজ্ঞাসা করেন, এখানে এসব কী চলছে? যদিও পুলিশ কোনও উত্তর দিতে পারেনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.