ETV Bharat / city

পূর্ব রেলের প্রথম হেলথ কিয়স্ক আসানসোলে - asansol rail health kiosk

আজ আসানসোল রেল স্টেশনে পূর্ব ভারতের প্রথম হেলথ কিয়স্ক উদ্বোধনে উচ্ছ্বসিত এলাকাবাসী ৷

পূর্ব রেলের প্রথম হেলথ কিয়স্ক উদ্বোধন
author img

By

Published : Nov 22, 2019, 9:04 PM IST

আসানসোল, 22 নভেম্বর: পূর্ব রেলের প্রথম হেলথ কিয়স্ক উদ্বোধন হল ৷ মাত্র 50 টাকা থেকে 100 টাকা দিলেই রেলস্টেশনে দাঁড়িয়েই আপনার রক্তচাপ থেকে শুরু করে রক্তে শর্করার পরিমাণ জানা যাবে ৷

আজ আসানসোল রেল স্টেশনে পূর্ব ভারতের প্রথম হেলথ কিয়স্ক উদ্বোধনে এলাকার মানুষ স্বভাবতই খুশি । একটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হবে এই রেল কিয়স্ক ।

দেখুন প্রতিবেদন
রেলের DRM সুমিত সরকার জানান, স্বাস্থ্যকর রেল ভ্রমণকে মাথায় রেখেই এই হেলথ কিয়স্ক করা হয়েছে ।

সংস্থার পক্ষ থেকে কেশরী পাণ্ডে বলেন, ''পূর্ব ভারতে প্রথম আসানসোল রেল স্টেশনে এই কিয়স্ক শুরু হল । আগামী দিনে যশিডি, দুর্গাপুর সহ দমদম, হাওড়া ও শিয়ালদা স্টেশনে চালু হবে ।

আসানসোল, 22 নভেম্বর: পূর্ব রেলের প্রথম হেলথ কিয়স্ক উদ্বোধন হল ৷ মাত্র 50 টাকা থেকে 100 টাকা দিলেই রেলস্টেশনে দাঁড়িয়েই আপনার রক্তচাপ থেকে শুরু করে রক্তে শর্করার পরিমাণ জানা যাবে ৷

আজ আসানসোল রেল স্টেশনে পূর্ব ভারতের প্রথম হেলথ কিয়স্ক উদ্বোধনে এলাকার মানুষ স্বভাবতই খুশি । একটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হবে এই রেল কিয়স্ক ।

দেখুন প্রতিবেদন
রেলের DRM সুমিত সরকার জানান, স্বাস্থ্যকর রেল ভ্রমণকে মাথায় রেখেই এই হেলথ কিয়স্ক করা হয়েছে ।

সংস্থার পক্ষ থেকে কেশরী পাণ্ডে বলেন, ''পূর্ব ভারতে প্রথম আসানসোল রেল স্টেশনে এই কিয়স্ক শুরু হল । আগামী দিনে যশিডি, দুর্গাপুর সহ দমদম, হাওড়া ও শিয়ালদা স্টেশনে চালু হবে ।

Intro:

পূর্ব রেলের প্রথম হেলথ কিয়স্ক উদ্বোধন

এখন আর চিন্তা নেই মাত্র ৫০ থেকে ১০০ টাকা দিলেই রেলস্টেশনে আপনি দাঁড়িয়েই জেনে যেতে পারবেন আপনার ব্লাড প্রেসার থেকে শুরু করে ব্লাড সুগার কিংবা শারীরিক আরও অন্যান্য নানান সমস্যার পরিমাপ। এককথায় শরীরের মৌলিক মানদন্ড আপনি সহজেই জেনে যেতে পারবেন রেলস্টেশনে। আর যার জন্য খরচা করতে হবে মাত্র ৫০ থেকে ১০০ টাকা।
আজ আসানসোল রেল স্টেশনে পূর্ব ভারতের প্রথম হেলথ কিয়স্ক উদ্বোধন হল। একটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হবে এই রেল কিয়স্ক।
রেলের DRM সুমিত সরকার জানিয়েছেন স্বাস্থ্যকর রেল ভ্রমনের উদ্দেশ্যেই এই হেলথ কিয়স্ক করা হয়েছে।
সংস্থার পক্ষ থেকে কেশরী পান্ডে জানান, পূর্ব ভারতের প্রথম আসানসোল রেল স্টেশনে এই কিয়স্ক শুরু হল। আগামী দিনে জসিডি, দুর্গাপুর সহ দমদম, হাওড়া শিয়ালদহ স্টেশনে চালু হবে।



Body:..


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.