ETV Bharat / city

7 মাস পর "হিপ রিপ্লেসমেন্ট", সৌজন্যে স্বাস্থ্যসাথী - হিপ রিপ্লেসমেন্ট

7 মাস পর হিপ রিপ্লেসমেন্ট করতে পারলেন আসানসোলের এক ব্যক্তি। এতদিন অস্ত্রোপচার করার সামর্থ ছিল না। তবে স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার পর সেই অস্ত্রোপচার করাতে তিনি সক্ষম হয়েছেন। সফল হয়েছে অপারেশন।

asansol man did hip replacement with the help of swastha sathi card
7 মাস পর "হিপ রিপ্লেসমেন্ট", সৌজন্যে স্বাস্থ্যসাথী
author img

By

Published : Feb 4, 2021, 5:20 PM IST

আসানসোল, 4 ফেব্রুয়ারি: 7 মাস আগে কোমরের বল ভেঙে গিয়েছিল। আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হলে দেখা যায় "টোটাল হিপ রিপ্লেসমেন্ট" করতে হবে। কিন্তু অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনার টাকা ছিল না। স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে এ বার সেই অস্ত্রোপচার করালেন জামুড়িয়ার বাসিন্দা মহম্মদ আলতাব আনসারি(47)। আসানসোল জেলা হাসপাতালের শল্য চিকিৎসক সমীরণ দে আজ অস্ত্রোপচার করেন।

আসানসোল জেলা হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, জামুড়িয়ার বাসিন্দা আলতাব আনসারি গত ৭ মাস আগে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তার কোমর এমন ভাবে ভেঙেছিল যে, টোটাল হিপ রিপ্লেসমেন্ট করার প্রয়োজন হয়ে পড়েছিল। কিন্তু জেলা হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার হলেও নন সিমেন্টিং হিপ কেনা প্রয়োজন ছিল। সেই টাকা ছিল না মহম্মদ আলতাবের কাছে। অস্ত্রোপচার না-করিয়েই তিনি বাড়ি ফিরে যান। সম্প্রতি তিনি স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছেন। জানতে পারেন স্বাস্থসাথী কার্ড থাকলে অস্ত্রোপচারের যন্ত্রপাতিও বিনামুল্যে পাওয়া যায়।

আরও পড়ুন : এক মাসে লক্ষাধিক জাতিগত সংশাপত্র বিলি কোচবিহারে, সৌজন্যে 'দুয়ারে সরকার'

গত মঙ্গলবার আসানসোল জেলা হাসপাতালে পুনরায় ভর্তি হন আলতাব। আজ আসানসোল জেলা হাসপাতালের শল্য চিকিৎসক সমীরণ দে মহম্মদ আলতাবের টোটাল হিপ রিপ্লেসমেন্ট করেন। সমীরণ দে জানিয়েছেন, রোগী সুস্থ আছেন। যেহেতু রোগীর স্বাস্থসাথী কার্ড ছিল, সেই কারণে তার খরচও মকুব হয়ে গিয়েছে।

আসানসোল, 4 ফেব্রুয়ারি: 7 মাস আগে কোমরের বল ভেঙে গিয়েছিল। আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হলে দেখা যায় "টোটাল হিপ রিপ্লেসমেন্ট" করতে হবে। কিন্তু অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনার টাকা ছিল না। স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে এ বার সেই অস্ত্রোপচার করালেন জামুড়িয়ার বাসিন্দা মহম্মদ আলতাব আনসারি(47)। আসানসোল জেলা হাসপাতালের শল্য চিকিৎসক সমীরণ দে আজ অস্ত্রোপচার করেন।

আসানসোল জেলা হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, জামুড়িয়ার বাসিন্দা আলতাব আনসারি গত ৭ মাস আগে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তার কোমর এমন ভাবে ভেঙেছিল যে, টোটাল হিপ রিপ্লেসমেন্ট করার প্রয়োজন হয়ে পড়েছিল। কিন্তু জেলা হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার হলেও নন সিমেন্টিং হিপ কেনা প্রয়োজন ছিল। সেই টাকা ছিল না মহম্মদ আলতাবের কাছে। অস্ত্রোপচার না-করিয়েই তিনি বাড়ি ফিরে যান। সম্প্রতি তিনি স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছেন। জানতে পারেন স্বাস্থসাথী কার্ড থাকলে অস্ত্রোপচারের যন্ত্রপাতিও বিনামুল্যে পাওয়া যায়।

আরও পড়ুন : এক মাসে লক্ষাধিক জাতিগত সংশাপত্র বিলি কোচবিহারে, সৌজন্যে 'দুয়ারে সরকার'

গত মঙ্গলবার আসানসোল জেলা হাসপাতালে পুনরায় ভর্তি হন আলতাব। আজ আসানসোল জেলা হাসপাতালের শল্য চিকিৎসক সমীরণ দে মহম্মদ আলতাবের টোটাল হিপ রিপ্লেসমেন্ট করেন। সমীরণ দে জানিয়েছেন, রোগী সুস্থ আছেন। যেহেতু রোগীর স্বাস্থসাথী কার্ড ছিল, সেই কারণে তার খরচও মকুব হয়ে গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.