ETV Bharat / city

Asansol Govt Camp : আসানসোল সরকারি উন্নয়ন প্রকল্পের ক্যাম্প ফাঁকা ! শুকনো মুখে ঘুরছেন উপভোক্তারা - আসানসোল সরকারি উন্নয়ন প্রকল্পের ক্যাম্প ফাঁকা

আসানসোলের রবীন্দ্রভবনে গত 5 শুরু হয়েছে সরকারি উন্নয়নমূলক শিবির ৷ কিন্তু সেখানে কেউ নেই বলে অভিযোগ ৷ ফলে উপভোক্তারা এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন (Asansol government scheme camp wears a deserted look) ৷

asansol-government-scheme-camp-wears-a-deserted-look
Asansol Govt Camp : আসানসোল সরকারি উন্নয়ন প্রকল্পের ক্যাম্প ফাঁকা ! শুকনো মুখে ঘুরছেন উপভোক্তারা
author img

By

Published : May 7, 2022, 7:05 PM IST

আসানসোল, 7 মে : ‘উন্নয়নের পথে 11 বছর,’ সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে গত 5 মে ঢাকঢোল পিটিয়ে একটি শিবিরের উদ্বোধন হয় আসানসোল রবীন্দ্রভবনে (Asansol Rabindra Bhawan) । তাতে জেলাশাসক থেকে শুরু করে পুলিশ কমিশনার, আসানসোলের মেয়র সবার উজ্জ্বল উপস্থিতি ছিল । আগামী 20 মে পর্যন্ত এই ক্যাম্প বা মেলা চলার কথা (Asansol Development Camp) । সেখানে সমস্ত সরকারি প্রকল্পের সুযোগসুবিধে মিলবে, এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । কিন্তু বাস্তবে চিত্র একেবারেই উলটো । সুসজ্জিত শিবির থাকলেও বেশিরভাগ স্টলই ফাঁকা । কোনও সরকারি কর্মী বা আধিকারিকদের দেখা নেই । উপভোক্তারা আসছে, ফিরে যাচ্ছেন শুকনো মুখেই (Asansol government scheme camp wears a deserted look) ।

asansol government scheme camp wears a deserted look
আসানসোলে ফাঁকা সরকারি শিবির

শহরের একেবারে প্রাণকেন্দ্র রবীন্দ্রভবনে সরকারি এই উন্নয়নমূলক শিবিরের আয়োজন করা হয়েছিল, যাতে মানুষজন সহজে আসতে পারেন । 5 মে থেকে 20 মে পর্যন্ত এই ক্যাম্প চলবে বলে প্রশাসনের পক্ষে জানানো হয়েছিল । কিন্তু ক্যাম্পে গিয়ে দেখা গেল ক্যাম্পের প্রায় 90 শতাংশ স্টল ফাঁকা পড়ে রয়েছে । লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র-সহ এমন বহু স্টল ফাঁকা ।

asansol government scheme camp wears a deserted look
আসানসোলে ফাঁকা সরকারি শিবির

লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী বা রেশন কার্ড কিংবা জাতি শংসাপত্র-সহ অন্যান্য কাজের জন্য যে সমস্ত মানুষজন দূরদূরান্ত থেকে আসছেন, তাঁরা খালি হাতে ফিরে যাচ্ছেন । বিভিন্ন সরকারি প্রকল্পের কোনও সুযোগ-সুবিধা এখানে মিলছে না । উপভোক্তার কুলটির সীতারামপুর, কেউ বা ধাদকা, চেলিডাঙা বিভিন্ন এলাকা থেকে আসছেন খবর পেয়ে । কিন্তু এসে দেখছেন সবটাই ফাঁকা । পাখা ঘুরছে, চেয়ার-টেবিল আছে, কিন্তু সরকারি আধিকারিক কিংবা কোনও কর্মীর দেখা নেই ।

asansol government scheme camp wears a deserted look
আসানসোলে ফাঁকা সরকারি শিবির

রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে (Mamata Banerjee's Government Minister Moloy Ghatak) এ বিষয়ে জিজ্ঞেস করা হলে জানান, তিনি অবিলম্বে ব্যবস্থা নিচ্ছেন প্রত্যেকটি স্টলে যাতে আধিকারিক বা কর্মীরা বসেন ।

আসানসোল সরকারি উন্নয়ন প্রকল্পের ক্যাম্প ফাঁকা ! শুকনো মুখে ঘুরছেন উপভোক্তারা

আরও পড়ুন : Legal Notice to Asansol Mayor : শপথ গ্রহণের দু’মাস পার, পারিষদ বাছাই না করায় আসানসোলের মেয়রকে আইনি নোটিস

আসানসোল, 7 মে : ‘উন্নয়নের পথে 11 বছর,’ সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে গত 5 মে ঢাকঢোল পিটিয়ে একটি শিবিরের উদ্বোধন হয় আসানসোল রবীন্দ্রভবনে (Asansol Rabindra Bhawan) । তাতে জেলাশাসক থেকে শুরু করে পুলিশ কমিশনার, আসানসোলের মেয়র সবার উজ্জ্বল উপস্থিতি ছিল । আগামী 20 মে পর্যন্ত এই ক্যাম্প বা মেলা চলার কথা (Asansol Development Camp) । সেখানে সমস্ত সরকারি প্রকল্পের সুযোগসুবিধে মিলবে, এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । কিন্তু বাস্তবে চিত্র একেবারেই উলটো । সুসজ্জিত শিবির থাকলেও বেশিরভাগ স্টলই ফাঁকা । কোনও সরকারি কর্মী বা আধিকারিকদের দেখা নেই । উপভোক্তারা আসছে, ফিরে যাচ্ছেন শুকনো মুখেই (Asansol government scheme camp wears a deserted look) ।

asansol government scheme camp wears a deserted look
আসানসোলে ফাঁকা সরকারি শিবির

শহরের একেবারে প্রাণকেন্দ্র রবীন্দ্রভবনে সরকারি এই উন্নয়নমূলক শিবিরের আয়োজন করা হয়েছিল, যাতে মানুষজন সহজে আসতে পারেন । 5 মে থেকে 20 মে পর্যন্ত এই ক্যাম্প চলবে বলে প্রশাসনের পক্ষে জানানো হয়েছিল । কিন্তু ক্যাম্পে গিয়ে দেখা গেল ক্যাম্পের প্রায় 90 শতাংশ স্টল ফাঁকা পড়ে রয়েছে । লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র-সহ এমন বহু স্টল ফাঁকা ।

asansol government scheme camp wears a deserted look
আসানসোলে ফাঁকা সরকারি শিবির

লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী বা রেশন কার্ড কিংবা জাতি শংসাপত্র-সহ অন্যান্য কাজের জন্য যে সমস্ত মানুষজন দূরদূরান্ত থেকে আসছেন, তাঁরা খালি হাতে ফিরে যাচ্ছেন । বিভিন্ন সরকারি প্রকল্পের কোনও সুযোগ-সুবিধা এখানে মিলছে না । উপভোক্তার কুলটির সীতারামপুর, কেউ বা ধাদকা, চেলিডাঙা বিভিন্ন এলাকা থেকে আসছেন খবর পেয়ে । কিন্তু এসে দেখছেন সবটাই ফাঁকা । পাখা ঘুরছে, চেয়ার-টেবিল আছে, কিন্তু সরকারি আধিকারিক কিংবা কোনও কর্মীর দেখা নেই ।

asansol government scheme camp wears a deserted look
আসানসোলে ফাঁকা সরকারি শিবির

রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে (Mamata Banerjee's Government Minister Moloy Ghatak) এ বিষয়ে জিজ্ঞেস করা হলে জানান, তিনি অবিলম্বে ব্যবস্থা নিচ্ছেন প্রত্যেকটি স্টলে যাতে আধিকারিক বা কর্মীরা বসেন ।

আসানসোল সরকারি উন্নয়ন প্রকল্পের ক্যাম্প ফাঁকা ! শুকনো মুখে ঘুরছেন উপভোক্তারা

আরও পড়ুন : Legal Notice to Asansol Mayor : শপথ গ্রহণের দু’মাস পার, পারিষদ বাছাই না করায় আসানসোলের মেয়রকে আইনি নোটিস

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.