আসানসোল, 22 সেপ্টেম্বর: আবারও জামিনের আবেদন খারিজ হয়ে গেল হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানির (Raju Sahani)। 14 দিন জেল হেফাজতের পর বৃহস্পতিবার তাঁকে আসানসোল সিজেএম আদালতে (Asansol Court rejects bail plea) তোলা হয়েছিল । কিন্তু প্রাথমিক পর্যায়ে তদন্ত রয়েছে - এই কারণ দেখিয়ে তাঁর জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয় । তাঁকে আগামী 15 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকতে নির্দেশ দিয়েছেন সিজেএম আদালতের বিচারক ।
এ দিন একইভাবে প্রভাবশালী তত্ত্ব নিয়ে আসা হয় রাজু সাহানির বিরুদ্ধে । পাশাপাশি তাঁর বিদেশে ব্যবসার প্রসঙ্গও উঠে আসে । যদিও রাজু সাহানির আইনজীবীর বক্তব্য, বর্ধমান সনমার্গ নামে ওই চিটফান্ড সংস্থার সঙ্গে রাজু সাহানির কোনও যোগাযোগ নেই বা কোনও যোগাযোগ ছিল না । রাজু সাহানি ওই চিট ফান্ড সংস্থার কাছ থেকে সামান্য কিছু টাকা ধার নিয়েছিলেন, যা তিনি পরবর্তীকালে ফেরত দিয়ে দেন । বিদেশে যে ব্যবসার কথা বলা হচ্ছে, সেই ব্যবসাগুলি প্রত্যেকটি এখন নিষ্ক্রিয় রয়েছে এবং কোনও ব্যাংক অ্যাকাউন্টে কোনওদিন কোনও টাকার লেনদেন হয়নি । সুতরাং এ ক্ষেত্রে কোনওভাবেই অভিযুক্ত হতে পারেন না তিনি ।
আরও পড়ুন: থাইল্যান্ড, হংকং-সহ নানা দেশে ব্যবসা রাজুর ! 14 দিনের জেল হেফাজতের নির্দেশ
পাশাপাশি রাজু সাহানির আইনজীবী প্রদীপ কর আরও জানান, এই মামলায় মূল অভিযুক্তরা প্রত্যেকেই জামিনে মুক্ত রয়েছেন ৷ তবে রাজু সাহানি কেন জামিন পাবেন না । যদিও বিচারক দুপক্ষের সওয়াল জবাব শোনার পর রাজু সাহানিকে পুনরায় জেল হেফাজতেই পাঠান । আগামী 15 অক্টোবর তাঁকে পুনরায় আসানসোল সিজেএম কোর্টে তোলা হবে ।