আসানসোল, 15 অক্টোবর: সিবিআই এখনও নিজেদের নাগালে পায়নি বর্ধমান সানমার্গ চিটফান্ড মামলার (Sanmarg Chit Fund Case) মূল অভিযুক্ত সৌম্যরূপ ভৌমিককে ৷ ফলে এ বার আসানসোল সিজিএম আদালত বর্ধমান সানমার্গের চেয়ারম্যান সৌম্যরূপ ভৌমিকের নামে লুক আউট নোটিশ জারি করল (Look Out Notice on Soumyrup Bhowmik) ৷ এই সৌম্যরূপ ভৌমিকের (Soumyarup Bhaumik) সঙ্গে অতীতে হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানির যোগসূত্র পেয়েছিল সিবিআই ৷ তার পরেই রাজু সাহানি গ্রেফতার হয় ৷ যদিও, মূল অভিযুক্ত সৌম্যরূপ ভৌমিক এখনও পলাতক ৷ তাই তাঁর বিরুদ্ধে শনিবার লুক আউট নোটিশ জারি করেছে আসানসোল সিজিএম আদালত ৷
শনিবার বর্ধমান সানমার্গ প্রতারণা মামলায় হালিশহরের পৌরপ্রধান রাজু সাহানিকে আসানসোল সিজিএম আদালতে তোলা হয় ৷ গত 44 দিন ধরে তিনি প্রথমে সিবিআই এবং পরবর্তী সময়ে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ যদিও, তাঁর আইনজীবীরা প্রশ্ন তুলেছেন, গত 14 দিন বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন একবারের জন্যও রাজু সাহানি (Raju Sahani)-কে জিজ্ঞাসাবাদ করা হয়নি ৷ অন্যদিকে, তাঁকে হেফাজতে নিয়েও বিশেষ কিছু উদ্ধার করতে পারেনি সিবিআই ৷ তাই রাজু সাহানিকে যে কোনও শর্তে জামিন দেওয়ার আবেদন করা হয় ৷ প্রয়োজনে তিনি নিজের পৌর এলাকায় ঢুকবেন না বলে আদালতে জানান তাঁর আইনজীবী ৷ প্রয়োজনে সিবিআই যখন চাইবে তখন তাঁকে জেরা করতে পারবে ৷ যদিও, বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন ৷
আরও পড়ুন: জামিন খারিজ রাজু সাহানির, 15 অক্টোবর পর্যন্ত ফের জেল হেফাজত
এই রাজু সাহানির তিনটি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে বিদেশে ৷ হংকং, ব্যাংকক এবং থাইল্যান্ডে সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি রয়েছে ৷ সেই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে যে ঠিকানা লেখা হয়েছিল, তা বর্ধমান সানমার্গের চেয়ারম্যান সৌম্যরূপ ভৌমিকের ঠিকানার সঙ্গে মিলেছে বলে দাবি সিবিআই এর ৷ পাশাপাশি, সৌম্যরূপ ভৌমিক যখন পলাতক ছিল, তখন তাঁর ফোন নম্বর ট্র্যাক করা হয়েছিল ৷ সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সৌম্যরূপ ভৌমিককে রাজু সাহানি আশ্রয় দিয়েছিল বলেও সিবিআই সূত্রে খবর ৷ এ দিন রাজু সাহানিকে ফের 14 দিনের বিচারবিভাগীয় অর্থাৎ, জেল হেফাজতে পাঠানো হয়েছে ৷ মামলার পরবর্তী শুনানি 29 অক্টোবর ৷