ETV Bharat / city

Asansol Dengue: পাঁচ বছরের রেকর্ড ভেঙে আসানসোলের সর্বাধিক ডেঙ্গির প্রকোপ - ডেঙ্গি

বিগত 5 বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ আসানসোলে (Asansol Breaks Record of Highest Dengue Cases) ৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, 234 জন আসানসোলে ডেঙ্গি সংক্রমিত হয়েছেন ৷ যার মধ্যে 130 জন পৌরনিগম এলাকার বাসিন্দা ৷

Asansol Breaks Record of Highest Dengue Cases in Last 5 years
Asansol Breaks Record of Highest Dengue Cases in Last 5 years
author img

By

Published : Oct 18, 2022, 5:48 PM IST

আসানসোল, 18 অক্টোবর: শিল্পাঞ্চলে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি ৷ আসানসোল জুড়ে হু-হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পরিসংখ্যানগত ভাবে 5 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে চলতি বছরে ডেঙ্গি সংক্রমণ (Asansol Breaks The Record of Highest Dengue Cases) ৷ জেলায় এখনও পর্যন্ত 234 জনের বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷ যার মধ্যে আসানসোলেই প্রায় 130 জন চিকিৎসাধীন ছিলেন ৷

আসানসোল জেলা হাসপাতালের আউটডোরে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসা 40 জনের শরীরে ডেঙ্গির জীবাণু পাওয়া গেছে ৷ এইভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ায় কপালে চিন্তার ভাঁজ জেলার স্বাস্থ্যকর্তাদের ৷ আসানসোল পৌরনিগমও তোড়জোর করে নেমেছে এলাকা পরিষ্কার ও মানুষকে সচেতন করতে ৷ পরিসংখ্যান বলছে গত পাঁচ বছরে এই হারে ডেঙ্গি বাড়েনি আসানসোল ও তার সংলগ্ন এলাকায় ৷

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহম্মদ শেখ ইউনুস জানান, আসানসোল পৌরনিগম যেহেতু বড় অঞ্চল নিয়ে গঠিত, সেই কারণে দুর্গাপুরের তুলনায় আসানসোলে আক্রান্তের সংখ্যা বেশি ৷ তবে ব্লক স্তরে আক্রান্তের সংখ্যা কম ৷ আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস বলেন, ‘‘প্রায় 130 জন ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এখনও হাসপাতালে ৷ যদিও, বাড়াবাড়ি রকমের একটি কেসও আসেনি ৷ মৃত্যুর ঘটনা নেই ৷ আসানসোল জেলা হাসপাতাল প্রস্তুত রয়েছে সমস্ত রকমের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে ৷

আরও পড়ুন: শিলিগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত কমিশনার, স্বাস্থ্য দফতরের সঙ্গে তরজা পৌরনিগমের

ইতিমধ্যেই ডেঙ্গি রুখতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন ৷ বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত প্রচার ও সমীক্ষা চালানো হচ্ছে ৷ এলাকায় স্বাস্থ্য দল যাচ্ছে ৷ জমা জল আছে কি না বা এলাকা অপরিচ্ছন্ন রয়েছে কিনা, সে বিষয়ে নজর রাখছেন তাঁরা ৷ জল জমে থাকলে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে সেখানে এডিস মশার লার্ভা আছে কি না ৷ তিনি জানিয়েছেন, পৌরনিগম প্রথমে একটু ঢিলেঢালা ভাবে কাজ করলেও বর্তমানে বেশ তৎপরতার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করছে ৷

পাঁচ বছরের রেকর্ড ভেঙে আসানসোলের সর্বাধিক ডেঙ্গির প্রকোপ

আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘প্রতিটি এলাকায় মশা মারার কীটনাশক স্প্রে করা হচ্ছে ৷ নর্দমা পরিষ্কার হচ্ছে কি না, কিংবা এলাকায় আবর্জনা পড়ে রয়েছে কি না, সে বিষয়ে নজর রাখতে তিনশোরও বেশি সুপারভাইজার রাখা হয়েছে ৷ আমরা তৎপর আছি ৷ নতুন করে এলাকায় যাতে কেউ ডেঙ্গি আক্রান্ত না হয়, তা নিয়ে আমরা সচেষ্ট রয়েছি ৷’’

আসানসোল, 18 অক্টোবর: শিল্পাঞ্চলে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি ৷ আসানসোল জুড়ে হু-হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পরিসংখ্যানগত ভাবে 5 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে চলতি বছরে ডেঙ্গি সংক্রমণ (Asansol Breaks The Record of Highest Dengue Cases) ৷ জেলায় এখনও পর্যন্ত 234 জনের বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷ যার মধ্যে আসানসোলেই প্রায় 130 জন চিকিৎসাধীন ছিলেন ৷

আসানসোল জেলা হাসপাতালের আউটডোরে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসা 40 জনের শরীরে ডেঙ্গির জীবাণু পাওয়া গেছে ৷ এইভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ায় কপালে চিন্তার ভাঁজ জেলার স্বাস্থ্যকর্তাদের ৷ আসানসোল পৌরনিগমও তোড়জোর করে নেমেছে এলাকা পরিষ্কার ও মানুষকে সচেতন করতে ৷ পরিসংখ্যান বলছে গত পাঁচ বছরে এই হারে ডেঙ্গি বাড়েনি আসানসোল ও তার সংলগ্ন এলাকায় ৷

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহম্মদ শেখ ইউনুস জানান, আসানসোল পৌরনিগম যেহেতু বড় অঞ্চল নিয়ে গঠিত, সেই কারণে দুর্গাপুরের তুলনায় আসানসোলে আক্রান্তের সংখ্যা বেশি ৷ তবে ব্লক স্তরে আক্রান্তের সংখ্যা কম ৷ আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস বলেন, ‘‘প্রায় 130 জন ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এখনও হাসপাতালে ৷ যদিও, বাড়াবাড়ি রকমের একটি কেসও আসেনি ৷ মৃত্যুর ঘটনা নেই ৷ আসানসোল জেলা হাসপাতাল প্রস্তুত রয়েছে সমস্ত রকমের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে ৷

আরও পড়ুন: শিলিগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত কমিশনার, স্বাস্থ্য দফতরের সঙ্গে তরজা পৌরনিগমের

ইতিমধ্যেই ডেঙ্গি রুখতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন ৷ বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত প্রচার ও সমীক্ষা চালানো হচ্ছে ৷ এলাকায় স্বাস্থ্য দল যাচ্ছে ৷ জমা জল আছে কি না বা এলাকা অপরিচ্ছন্ন রয়েছে কিনা, সে বিষয়ে নজর রাখছেন তাঁরা ৷ জল জমে থাকলে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে সেখানে এডিস মশার লার্ভা আছে কি না ৷ তিনি জানিয়েছেন, পৌরনিগম প্রথমে একটু ঢিলেঢালা ভাবে কাজ করলেও বর্তমানে বেশ তৎপরতার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করছে ৷

পাঁচ বছরের রেকর্ড ভেঙে আসানসোলের সর্বাধিক ডেঙ্গির প্রকোপ

আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘প্রতিটি এলাকায় মশা মারার কীটনাশক স্প্রে করা হচ্ছে ৷ নর্দমা পরিষ্কার হচ্ছে কি না, কিংবা এলাকায় আবর্জনা পড়ে রয়েছে কি না, সে বিষয়ে নজর রাখতে তিনশোরও বেশি সুপারভাইজার রাখা হয়েছে ৷ আমরা তৎপর আছি ৷ নতুন করে এলাকায় যাতে কেউ ডেঙ্গি আক্রান্ত না হয়, তা নিয়ে আমরা সচেষ্ট রয়েছি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.