ETV Bharat / city

Asansol boy wins silver in ISSF World Cup: জার্মানিতে জুনিয়র বিশ্বকাপ শুটিংয়ে রুপো জয় আসানসোলের অভিনবের - জুনিয়র বিশ্বকাপে শুটিংয়ে রুপো

জুনিয়র বিশ্বকাপে শুটিংয়ে রুপো জিতল আসানসোলের অভিনব সাউ (Asansol boy Avinaba Shaw wins silver)৷ 10 মিটার জুনিয়র এয়ার রাইফেল বিভাগে এই পদক জেতে সে (ISSF World Cup in Germany)৷

Asansol boy Avinaba Shaw wins silver in ISSF World Cup in Germany
জার্মানিতে জুনিয়র বিশ্বকাপ শুটিংয়ে রুপো জয় আসানসোলের অভিনবের
author img

By

Published : May 12, 2022, 10:32 AM IST

আসানসোল, 12 মে: জার্মানিতে ইন্টারন্যাশানাল শুটিং স্পোর্টস ফেডারেশন বা আইএসএসএফ আয়োজিত জুনিয়র বিশ্বকাপে রুপো জিতল আসানসোলের অভিনব সাউ (Asansol boy Avinaba Shaw wins silver)। বুধবার 10 মিটার জুনিয়র এয়ার রাইফেল বিভাগে অভিনব সাউ এই সাফল্য অর্জন করেছে । 14 বছরের অভিনব ওই বিভাগে সবচেয়ে কম বয়সি প্রতিযোগী ছিল । সেন্ট ভিনসেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রের এই সাফল্যে গর্বিত গোটা আসানসোলবাসী (ISSF World Cup in Germany)।

আসানসোলের কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপের বাসিন্দা অভিনব সাউ । বাবা রূপেশ সাউ গৃহশিক্ষক । তাঁর স্বপ্ন ছিল শুটার হওয়ার । কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতিতে আর তা হয়ে ওঠেনি । 2008 সালে অভিনবের জন্ম হয় । সেই বছরই অলিম্পিকে সোনা জয় করেন অভিনব বিন্দ্রা । রূপেশ সাউ নিজে অভিনব বিন্দ্রার ফ্যান । আর তাই তাঁর নামেই নিজের ছেলের নাম রাখেন অভিনব ।

Asansol boy Avinaba Shaw wins silver in ISSF World Cup in Germany
রুপো জয়ী আসানসোলের অভিনব

এরপর ছেলে একটু বড় হতেই আসানসোল রাইফেল ক্লাবে তাকে ভর্তি করেন রূপেশ (Asansol boy wins silver in ISSF World Cup)। রাইফেল শুটিং ব্যয়সাপেক্ষ ক্রীড়া । নিজে গৃহশিক্ষতা করেও কষ্টেশিষ্টে ছেলের ক্রীড়া সংক্রান্ত সমস্ত প্রয়োজন মিটিয়েছেন । দামি এয়ার রাইফেল থেকে শুরু করে বিশেষ পোশাক সবই ছেলেকে কিনে দিয়েছেন বাবা । নিজের সবটুকু দিয়ে ছেলেকে দেশ বিদেশ জয় করা বড় শুটার হিসেবে দেখতে চেয়েছিলেন রূপেশ । আর এ বার তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে ৷ জার্মানিতে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে 10 মিটার এয়ার রাইফেলে রুপোর পদক জয় করেছে অভিনব সাউ । সে দ্বিতীয় হয়েছে । প্রথম স্থানে থেকে সোনা জয় করেছে আরেক ভারতীয় রুদ্রাংশু বালা সাহেব পাতিল ।

Asansol boy Avinaba Shaw wins silver in ISSF World Cup in Germany
জয়ের হাসি

আরও পড়ুন: Junior Hockey World Cup : জার্মানিকে হারিয়ে দ্বিতীয়বার জুনিয়র হকি বিশ্বকাপ জয় মেসির দেশের

বর্তমানে ছেলের সঙ্গে জার্মানিতেই আছেন রূপেশ সাউ । সেখান থেকে তিনি জানিয়েছেন, "ছেলের এই জয়ে আমার গোটা পরিবার, আসানসোল রাইফেল ক্লাব এবং ছেলের স্কুলের বিরাট ভুমিকা আছে । সবার অনুপ্রেরণাতেই অভিনব এগিয়ে চলেছে । আগামী দিনে ও বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে উঠুক এটাই কামনা ।"

আসানসোল, 12 মে: জার্মানিতে ইন্টারন্যাশানাল শুটিং স্পোর্টস ফেডারেশন বা আইএসএসএফ আয়োজিত জুনিয়র বিশ্বকাপে রুপো জিতল আসানসোলের অভিনব সাউ (Asansol boy Avinaba Shaw wins silver)। বুধবার 10 মিটার জুনিয়র এয়ার রাইফেল বিভাগে অভিনব সাউ এই সাফল্য অর্জন করেছে । 14 বছরের অভিনব ওই বিভাগে সবচেয়ে কম বয়সি প্রতিযোগী ছিল । সেন্ট ভিনসেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রের এই সাফল্যে গর্বিত গোটা আসানসোলবাসী (ISSF World Cup in Germany)।

আসানসোলের কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপের বাসিন্দা অভিনব সাউ । বাবা রূপেশ সাউ গৃহশিক্ষক । তাঁর স্বপ্ন ছিল শুটার হওয়ার । কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতিতে আর তা হয়ে ওঠেনি । 2008 সালে অভিনবের জন্ম হয় । সেই বছরই অলিম্পিকে সোনা জয় করেন অভিনব বিন্দ্রা । রূপেশ সাউ নিজে অভিনব বিন্দ্রার ফ্যান । আর তাই তাঁর নামেই নিজের ছেলের নাম রাখেন অভিনব ।

Asansol boy Avinaba Shaw wins silver in ISSF World Cup in Germany
রুপো জয়ী আসানসোলের অভিনব

এরপর ছেলে একটু বড় হতেই আসানসোল রাইফেল ক্লাবে তাকে ভর্তি করেন রূপেশ (Asansol boy wins silver in ISSF World Cup)। রাইফেল শুটিং ব্যয়সাপেক্ষ ক্রীড়া । নিজে গৃহশিক্ষতা করেও কষ্টেশিষ্টে ছেলের ক্রীড়া সংক্রান্ত সমস্ত প্রয়োজন মিটিয়েছেন । দামি এয়ার রাইফেল থেকে শুরু করে বিশেষ পোশাক সবই ছেলেকে কিনে দিয়েছেন বাবা । নিজের সবটুকু দিয়ে ছেলেকে দেশ বিদেশ জয় করা বড় শুটার হিসেবে দেখতে চেয়েছিলেন রূপেশ । আর এ বার তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে ৷ জার্মানিতে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে 10 মিটার এয়ার রাইফেলে রুপোর পদক জয় করেছে অভিনব সাউ । সে দ্বিতীয় হয়েছে । প্রথম স্থানে থেকে সোনা জয় করেছে আরেক ভারতীয় রুদ্রাংশু বালা সাহেব পাতিল ।

Asansol boy Avinaba Shaw wins silver in ISSF World Cup in Germany
জয়ের হাসি

আরও পড়ুন: Junior Hockey World Cup : জার্মানিকে হারিয়ে দ্বিতীয়বার জুনিয়র হকি বিশ্বকাপ জয় মেসির দেশের

বর্তমানে ছেলের সঙ্গে জার্মানিতেই আছেন রূপেশ সাউ । সেখান থেকে তিনি জানিয়েছেন, "ছেলের এই জয়ে আমার গোটা পরিবার, আসানসোল রাইফেল ক্লাব এবং ছেলের স্কুলের বিরাট ভুমিকা আছে । সবার অনুপ্রেরণাতেই অভিনব এগিয়ে চলেছে । আগামী দিনে ও বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে উঠুক এটাই কামনা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.