ETV Bharat / city

"কয়েক মাস অপেক্ষা করুন, 200 আসন নিয়ে রাজ্যে সরকার গড়ব" - অর্জুন সিং

BJP-র মিছিলটি আসানসোল স্টেশন থেকে শুরু হয়ে GT রোড হয়ে BNR মোড়ে শেষ হয় ।

Arjun Singh walked in a procession at Asansol
Arjun Singh walked in a procession at Asansol
author img

By

Published : Oct 2, 2020, 4:07 PM IST

আসানসোল, 2 অক্টোবর : কৃষকরা নিজেদের ফসল নিজেরাই বিক্রি করতে পারবেন । দালালরাজ বন্ধ করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি বিল এনেছেন । আসানসোলের রাস্তায় কৃষি আইনের সমর্থনে হেঁটে এমনই বার্তা দিলেন BJP নেতা সাংসদ অর্জুন সিং ।

আজ আসানসোল স্টেশন থেকে কেন্দ্রীয় কৃষি আইনের সমর্থনে BJP মিছিল করে । পা মেলান অর্জুন সিং । মিছিলটি আসানসোল স্টেশন থেকে শুরু হয়ে GT রোড হয়ে BNR মোড়ে শেষ হয় । সাম্প্রতিককালে BJP-র সবচেয়ে বড় মিছিল শুক্রবার আসানসোলে অনুষ্ঠিত হল বলে দাবি করে BJP নেতৃত্ব । প্রায় সমস্ত বিধানসভা থেকেই দলীয় কর্মী-সমর্থকরা এই মিছিলে যোগ দেন ।

মিছিলের শেষে BNR মোড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, "আলুর হিমঘরের মালিকদের টাকা দিতে হয় "ভাইপোকে" । সেই কারণেই আলুর দাম বাড়ছে । এই দালালপ্রথা বন্ধ করতেই কৃষি আইন । কৃষকরা যাতে নিজেদের ফসল নিজেরা বিক্রি করতে পারেন, সেই কারণেই এই বিল(আইন) আনা হয়েছে ।"

আসানসোলের রাস্তায় কৃষি আইনের সমর্থনে অর্জুন সিং

এদিকে আজ দিলীপ ঘোষের মিছিল আটকে দেয় পুলিশ ৷ সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অর্জুন সিং বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাবাদী মহিলা । পুলিশ ও গুন্ডা দিয়ে সরকার চালাচ্ছে । শুধু দিলীপ ঘোষের মিছিল আটকানো নয়, গোটা রাজ্যেই BJP কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে । আর কয়েকটা মাস অপেক্ষা করুন । আমরা 200 আসন নিয়ে রাজ্যে সরকার গড়ব ।"

আসানসোল, 2 অক্টোবর : কৃষকরা নিজেদের ফসল নিজেরাই বিক্রি করতে পারবেন । দালালরাজ বন্ধ করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি বিল এনেছেন । আসানসোলের রাস্তায় কৃষি আইনের সমর্থনে হেঁটে এমনই বার্তা দিলেন BJP নেতা সাংসদ অর্জুন সিং ।

আজ আসানসোল স্টেশন থেকে কেন্দ্রীয় কৃষি আইনের সমর্থনে BJP মিছিল করে । পা মেলান অর্জুন সিং । মিছিলটি আসানসোল স্টেশন থেকে শুরু হয়ে GT রোড হয়ে BNR মোড়ে শেষ হয় । সাম্প্রতিককালে BJP-র সবচেয়ে বড় মিছিল শুক্রবার আসানসোলে অনুষ্ঠিত হল বলে দাবি করে BJP নেতৃত্ব । প্রায় সমস্ত বিধানসভা থেকেই দলীয় কর্মী-সমর্থকরা এই মিছিলে যোগ দেন ।

মিছিলের শেষে BNR মোড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, "আলুর হিমঘরের মালিকদের টাকা দিতে হয় "ভাইপোকে" । সেই কারণেই আলুর দাম বাড়ছে । এই দালালপ্রথা বন্ধ করতেই কৃষি আইন । কৃষকরা যাতে নিজেদের ফসল নিজেরা বিক্রি করতে পারেন, সেই কারণেই এই বিল(আইন) আনা হয়েছে ।"

আসানসোলের রাস্তায় কৃষি আইনের সমর্থনে অর্জুন সিং

এদিকে আজ দিলীপ ঘোষের মিছিল আটকে দেয় পুলিশ ৷ সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অর্জুন সিং বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাবাদী মহিলা । পুলিশ ও গুন্ডা দিয়ে সরকার চালাচ্ছে । শুধু দিলীপ ঘোষের মিছিল আটকানো নয়, গোটা রাজ্যেই BJP কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে । আর কয়েকটা মাস অপেক্ষা করুন । আমরা 200 আসন নিয়ে রাজ্যে সরকার গড়ব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.