ETV Bharat / city

Anubrata Mondal: বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত, বিশেষ আদালতে হাজিরা দিতে কলকাতার পথে কেষ্ট - Anubrata Mondal

গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল এই মুহূর্তে সিবিআই হেফাজতে (Anubrata Mondal) ৷ এবার অন্য একটি মামলাতেও তাঁর ডাক পড়ল ।

Anubrata Mondal
অনুব্রতকে নিয়ে বিধাননগর আদালতে রওনা
author img

By

Published : Sep 1, 2022, 9:26 AM IST

Updated : Sep 1, 2022, 12:03 PM IST

আসানসোল, 1 সেপ্টেম্বর: বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে বিধাননগরে বিশেষ আদালতে তোলা হবে (Anubrata Mondal)। পুরোনো একটি মামলাতেই এদিন তাঁকে আদালতে তোলা হচ্ছে । সেই মতো বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগার থেকে তাঁকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দিল পুলিশ ।

সূত্রে খবর, মগরাহাটের একটি বিস্ফোরণের মামলায় অভিযুক্ত হয়েছিলেন অনুব্রত মণ্ডল । সেই মামলা বর্তমানে বিধাননগর আদালতে স্থানান্তরিত হয়েছে। সেই মামলাতেই তাঁর হাজিরা দেওয়ার কথা। বুধবার সেই অর্ডারের কপি আসানসোল সংশোধনাগারে এসে পৌঁছেছে ৷ তারপরেই আজ অর্থাৎ বৃহস্পতিবার অনুব্রত মন্ডলকে নিয়ে সকালে বিধাননগর বিশেষ আদালতের উদ্দেশে রওনা হয় পুলিশ। আদালতের সওয়াল জবাব শেষে তাঁকে আবার ফেরত আনা হবে আসানসোল সংশোধনাগারে ৷

আরও পড়ুন: বিধাননগরের আদালতে হাজিরার নির্দেশ, বিষ্যুতে ফের কলকাতামুখী অনুব্রত

প্রসঙ্গত, গত 11 আগষ্ট বীরভূমে গরু পাচার কান্ডে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। সেদিনই তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল। প্রথম দিনের শুনানিতে 10 দিন সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। পরবর্তী শুনানিতে আরও 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। এরপর তাঁকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বর্তমানে আসানসোল সংশোধনাগারে রয়েছেন অনুব্রত মন্ডল । বৃহস্পতিবার তাঁকে একটি মামলায় বিধাননগর আদালতে তোলা হয়

আসানসোল, 1 সেপ্টেম্বর: বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে বিধাননগরে বিশেষ আদালতে তোলা হবে (Anubrata Mondal)। পুরোনো একটি মামলাতেই এদিন তাঁকে আদালতে তোলা হচ্ছে । সেই মতো বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগার থেকে তাঁকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দিল পুলিশ ।

সূত্রে খবর, মগরাহাটের একটি বিস্ফোরণের মামলায় অভিযুক্ত হয়েছিলেন অনুব্রত মণ্ডল । সেই মামলা বর্তমানে বিধাননগর আদালতে স্থানান্তরিত হয়েছে। সেই মামলাতেই তাঁর হাজিরা দেওয়ার কথা। বুধবার সেই অর্ডারের কপি আসানসোল সংশোধনাগারে এসে পৌঁছেছে ৷ তারপরেই আজ অর্থাৎ বৃহস্পতিবার অনুব্রত মন্ডলকে নিয়ে সকালে বিধাননগর বিশেষ আদালতের উদ্দেশে রওনা হয় পুলিশ। আদালতের সওয়াল জবাব শেষে তাঁকে আবার ফেরত আনা হবে আসানসোল সংশোধনাগারে ৷

আরও পড়ুন: বিধাননগরের আদালতে হাজিরার নির্দেশ, বিষ্যুতে ফের কলকাতামুখী অনুব্রত

প্রসঙ্গত, গত 11 আগষ্ট বীরভূমে গরু পাচার কান্ডে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। সেদিনই তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল। প্রথম দিনের শুনানিতে 10 দিন সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। পরবর্তী শুনানিতে আরও 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। এরপর তাঁকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বর্তমানে আসানসোল সংশোধনাগারে রয়েছেন অনুব্রত মন্ডল । বৃহস্পতিবার তাঁকে একটি মামলায় বিধাননগর আদালতে তোলা হয়

Last Updated : Sep 1, 2022, 12:03 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.