ETV Bharat / city

AMC By-poll 2022: আসানসোল পৌরনিগমের মেয়র উপনির্বাচনে দেওয়াল লিখন শুরু জামুড়িয়ায়

বাজল ভোটের ঘণ্টা । আসানসোল উপনির্বাচনের আগে দেওয়াল লিখন শুরু হল জামুড়িয়ায় (AMC By-poll 2022) ৷

AMC by poll 2022 Wall postering started in Jamuria for Bidhan Upadhyay
AMC By-poll 2022
author img

By

Published : Jul 28, 2022, 2:19 PM IST

জামুড়িয়া, 28 জুলাই: গতকাল রাতে জামুড়িয়া 6 নম্বর ওয়ার্ডের বেশ কিছু জায়গায় উপনির্বাচনের প্রার্থী আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু করল তৃণমূলের কর্মী সমর্থকরা (Wall postering started in Jamuria for Bidhan Upadhyay) ৷ এই কাজে তাঁদের সঙ্গে ছিলেন আসানসোলের মেয়র পারিষদ সদস্য সুব্রত অধিকারী । আগামী 21 অগস্ট আসানসোল পৌরনিগমের উপনির্বাচন (AMC Bypoll 2022) ৷

শহরের মেয়র পদে বহাল থাকতে হলে এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনতার ভোটে জিতে আসতে হবে তৃণমূল কংগ্রেসের বিধান উপাধ্য়ায়কে (Bidhan Upadhyay) ৷ প্রসঙ্গত, আসানসোলের 6 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি ৷ তাই ওই ওয়ার্ডের বর্তমান তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সঞ্জয় বন্দ্যোপাধ্যায় আর কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করবেন ৷

গত 25 ফেব্রুয়ারি আসানসোল পৌরনিগমের (Asansol Municipal Corporation) মেয়র হিসাবে শপথ নিয়েছিলেন বিধান উপাধ্যায় ৷ তিনি বারাবনীর বিধায়ক হলেও পৌরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি ৷ মেয়র পদে মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর নাম ঘোষণা করায় সংশ্লিষ্ট মহল অবাকই হয়েছিল বলে দাবি সূত্রের ৷ মেয়র পদে শপথের পর থেকে বিধান উপাধ্যায় একাই পৌরবোর্ড পরিচালনা করছিলেন ৷

আসানসোল পৌরনিগমের উপনির্বাচনে দেওয়াল লিখন শুরু জামুড়িয়ায়

আরও পড়ুন: অগস্টে অগ্নিপরীক্ষা ! উপনির্বাচনে জয় নিয়ে নিশ্চিত আসানসোলের মেয়র

সম্প্রতি পাঁচজন মেয়র পারিষদ ও দু'জন ডেপুটি মেয়রের নাম ঘোষণা করা হয় ৷ নিয়মমাফিক মেয়র পদে শপথ গ্রহণের পর ছ'মাসের মধ্যে বিধান উপাধ্যায়কে আসানসোলের যে কোনও ওয়ার্ড থেকে জিতে আসতে হবে ৷ 25 অগস্ট সেই 'সময়সীমা'র চূড়ান্ত দিন ৷ ওই দিনের মধ্যে এই প্রক্রিয়া সারা না হলে তৈরি হবে সাংবিধানিক জটিলতা ৷ তাই চূড়ান্ত সময়সীমার আগেই আগামী 21 অগস্ট নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে ৷ ওই দিন শুধুমাত্র শহরের 6 নম্বর ওয়ার্ডেই ভোটগ্রহণ করা হবে ৷

জামুড়িয়া, 28 জুলাই: গতকাল রাতে জামুড়িয়া 6 নম্বর ওয়ার্ডের বেশ কিছু জায়গায় উপনির্বাচনের প্রার্থী আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু করল তৃণমূলের কর্মী সমর্থকরা (Wall postering started in Jamuria for Bidhan Upadhyay) ৷ এই কাজে তাঁদের সঙ্গে ছিলেন আসানসোলের মেয়র পারিষদ সদস্য সুব্রত অধিকারী । আগামী 21 অগস্ট আসানসোল পৌরনিগমের উপনির্বাচন (AMC Bypoll 2022) ৷

শহরের মেয়র পদে বহাল থাকতে হলে এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনতার ভোটে জিতে আসতে হবে তৃণমূল কংগ্রেসের বিধান উপাধ্য়ায়কে (Bidhan Upadhyay) ৷ প্রসঙ্গত, আসানসোলের 6 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি ৷ তাই ওই ওয়ার্ডের বর্তমান তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সঞ্জয় বন্দ্যোপাধ্যায় আর কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করবেন ৷

গত 25 ফেব্রুয়ারি আসানসোল পৌরনিগমের (Asansol Municipal Corporation) মেয়র হিসাবে শপথ নিয়েছিলেন বিধান উপাধ্যায় ৷ তিনি বারাবনীর বিধায়ক হলেও পৌরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি ৷ মেয়র পদে মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর নাম ঘোষণা করায় সংশ্লিষ্ট মহল অবাকই হয়েছিল বলে দাবি সূত্রের ৷ মেয়র পদে শপথের পর থেকে বিধান উপাধ্যায় একাই পৌরবোর্ড পরিচালনা করছিলেন ৷

আসানসোল পৌরনিগমের উপনির্বাচনে দেওয়াল লিখন শুরু জামুড়িয়ায়

আরও পড়ুন: অগস্টে অগ্নিপরীক্ষা ! উপনির্বাচনে জয় নিয়ে নিশ্চিত আসানসোলের মেয়র

সম্প্রতি পাঁচজন মেয়র পারিষদ ও দু'জন ডেপুটি মেয়রের নাম ঘোষণা করা হয় ৷ নিয়মমাফিক মেয়র পদে শপথ গ্রহণের পর ছ'মাসের মধ্যে বিধান উপাধ্যায়কে আসানসোলের যে কোনও ওয়ার্ড থেকে জিতে আসতে হবে ৷ 25 অগস্ট সেই 'সময়সীমা'র চূড়ান্ত দিন ৷ ওই দিনের মধ্যে এই প্রক্রিয়া সারা না হলে তৈরি হবে সাংবিধানিক জটিলতা ৷ তাই চূড়ান্ত সময়সীমার আগেই আগামী 21 অগস্ট নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে ৷ ওই দিন শুধুমাত্র শহরের 6 নম্বর ওয়ার্ডেই ভোটগ্রহণ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.