রানিগঞ্জ, 22 জুন : কোরোনা সংক্রমণের জেরে বন্ধ কলেজ, বিশ্ববিদ্যালয় ৷ এরই মাঝে কলেজের একটি ঘরে 19 জন পরীক্ষার্থীর এক সঙ্গে পরীক্ষা নেওয়ার অভিযোগ রানিগঞ্জ গার্লস কলেজে ৷ ওই কলেজের কয়েকজন ছাত্রীর অভিযোগ, "রাজ্য সরকারের তরফে অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল ৷ কিন্তু, আজ কলেজে BSC তৃতীয় বর্ষের প্র্যাক্টিক্যাল পরীক্ষা হয় ।" কলেজের অধ্যক্ষকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন ।
ওই কলেজে পরীক্ষা দিতে আসা ভূ-তত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চট্টোপাধ্যায় বলেন "আজ পরীক্ষা হবে তা কলেজের ওয়েবসাইট থেকে জানতে পারি ৷ আজ BSC-র ভূ-তত্ত্ব বিভাগের প্র্যাক্টিক্যাল পরীক্ষা হচ্ছে ৷ শুধুমাত্র আমাদের পরীক্ষা বাকি ছিল তাই আমরা পরীক্ষা দিতে এসেছি ৷ সুতপা আরও জানায়, "কলেজের একটি ল্যাবে আজ মোট 19 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে ৷"
কোরোনা পরিস্থিতিতে কীভাবে কর্তৃপক্ষ কলেজে পরীক্ষা নিতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা ৷ পরীক্ষা দিতে আসা এক ছাত্রীর অভিভাবক বলেন, "মেয়ের পরীক্ষার জন্য বাঁকুড়া থেকে গাড়ি ভাড়া করে কলেজে এসেছি । রাস্তায় সে রকম যানবাহন চলছে না ৷ বাসের সংখ্যাও খুব কম ৷ তার মধ্যে কোরোনা সংক্রমণের ভয় ৷ কিন্তু, তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে আসতে হয়েছে ৷"
কলেজের অধ্যক্ষ ছবি দে'কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কলেজের ভিতরে কোনও পরীক্ষা হচ্ছে না । শুধুমাত্র পরীক্ষার ফি নেওয়া হচ্ছে । ছাত্রীরা ভুল কথা বলছে ।"