ETV Bharat / city

সালানপুরে তৃণমূল যুব কংগ্রেসে যোগ দিলেন 30 জন

author img

By

Published : Jun 19, 2020, 9:46 AM IST

Updated : Jun 19, 2020, 10:23 AM IST

আসানসোলের সালানপুরে তৃণমূল যুব কংগ্রেসে যোগ দিলেন 30 জন যুবক । গতকাল বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ।

https://editlite.s3.ap-south-1.amazonaws.com/07:04:22:1592530462_wb-asn-02-tmcjoiningatsalanpur-7203430_18062020190421_1806f_1592487261_833.jpg
ছবি

আসানসোল, 19 জুন : তৃণমূল যুব কংগ্রেসে যোগ দিলেন প্রায় 30 জন যুবক । আসানসোলের সালানপুর ব্লকের উত্তরামপুর-জিত্পুর এলাকার ওই যুবকরা গতকাল যোগ দেন । বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ।

ওই যুবকদের বক্তব্য, এর আগে তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তৃণমূলে যুব কংগ্রেসে যোগ দিলেন ।


এই বিষয়ে দলে যোগদানকারী সুব্রত সরকার বলেন, “তৃণমূল যুব কংগ্রেসে আমরা 30 জন যোগ দিলাম । মানুষের পাশে দাঁড়াতেই পাড়ার ছেলেদের নিয়ে যোগদান করলাম এই দলে । এর আগে আমরা কেউ অন্য কোনও রাজনৈতিক দলের সদস্য ছিলাম না ।"

বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, “উন্নয়ন ও মানুষের কাজ দেখেই ওরা তৃণমূলে যোগ দিয়েছে। আমরা স্বাগত জানিয়েছি।"

আসানসোল, 19 জুন : তৃণমূল যুব কংগ্রেসে যোগ দিলেন প্রায় 30 জন যুবক । আসানসোলের সালানপুর ব্লকের উত্তরামপুর-জিত্পুর এলাকার ওই যুবকরা গতকাল যোগ দেন । বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ।

ওই যুবকদের বক্তব্য, এর আগে তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তৃণমূলে যুব কংগ্রেসে যোগ দিলেন ।


এই বিষয়ে দলে যোগদানকারী সুব্রত সরকার বলেন, “তৃণমূল যুব কংগ্রেসে আমরা 30 জন যোগ দিলাম । মানুষের পাশে দাঁড়াতেই পাড়ার ছেলেদের নিয়ে যোগদান করলাম এই দলে । এর আগে আমরা কেউ অন্য কোনও রাজনৈতিক দলের সদস্য ছিলাম না ।"

বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, “উন্নয়ন ও মানুষের কাজ দেখেই ওরা তৃণমূলে যোগ দিয়েছে। আমরা স্বাগত জানিয়েছি।"

Last Updated : Jun 19, 2020, 10:23 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.