ETV Bharat / business

UPI Based Payments: অগস্টে 1000 কোটির আর্থিক লেনদেন ইউপিআইয়ের মাধ্যমে

ইউপিআইয়ের (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস) এর মাধ্যমে আর্থিক লেনদেন 1000 কোটি অতিক্রম করল ৷ যা টাকার অঙ্কে 15 লক্ষ 18 হাজার কোটি টাকা ৷ ন্যাশলান পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্রকাশিত তথ্য ৷

Etv Bharat
ইউপিআই
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 3:09 PM IST

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: রেকর্ড গড়ল ইউপিআইয়ের (UPI) মাধ্যমে আর্থিক লেনদেন ৷ বৃহস্পতিবার ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) পাওয়ার তথ্য অনুযায়ী অগস্ট মাসে ইউপিআইয়ের (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস) এর মাধ্যমে আর্থিক লেনদেন 1000 কোটি অতিক্রম করেছে ৷ যা টাকার অঙ্কে 15 লক্ষ 18 হাজার কোটি টাকা ৷

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রকাশিত তথ্য অনুয়ায়ী, চলতি বছরে 50 শতাংশ বেড়েছে ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেনের প্রবণতা ৷ অগস্ট মাসেই এই লেনদেনের পরিমাণ ছিল 658 কোটি ৷ জুলাই মাসে ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে 996 কোটি লেনদেন হয়েছে ৷ 2019 সালের অক্টোবর পর্যন্ত প্রতি মাসে 100 কোটি অতিক্রম করে গিয়েছে ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেনের সীমা ৷ 2018 থেকে 2022 সালের মধ্যে ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেন প্রায় 1,876 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ যা আর্থিক ক্ষেত্রে অনেকটাই ইতিবাচাক ৷ তথ্য অনুয়ায়ী, 2018 সালে 374.63 কোটি আর্থিক লেনদেন হয়েছে ৷ যা টাকার অঙ্কে 5.86 লক্ষ কোটি টাকা ৷ 2022 সালে এই লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়ে 1,876 শতাংশ পৌঁছেছে ৷ টাকার অঙ্কে যা 7,403.97 কোটি টাকা ৷

আরও পড়ুন: গণেশ চতুর্থীতে হাইস্পিড ইন্টারনেট পরিষেবায় চালু হচ্ছে জিও এয়ার-ফাইবার, ঘোষণা মুকেশ আম্বানির

2022 সাল থেকে বিদেশে শুরু হয়েছ ইউপিআই-এর মাধ্যমে আর্থিক লেনদেন ৷ দেশের শীর্ষ ব্যাংকও বিদেশি নাগরিক (পর্যটক) ও অনাবাসী ভারতীয়দের ইউপিআই ব্যাবহারের অনুমতি দিয়েছিল ৷ এছাড়াও জি 20 তালিকাভুক্ত দেশগুলি আন্তর্জাতিক বিমানবন্দরে (বেঙ্গারুলু, মুম্বই, নয়াদিল্লি) এই ইউপিআই ব্যবহার করে পর্যটকরা বিপুল পরিমাণ টাকার লেনদেন করেছেন ৷ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) থেকে জানা যাচ্ছে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, ওমান, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র-সহ 10টি দেশের জন্য এই সুবিধা অনুমোদিত । কেন্দ্র সরকারের পক্ষ থেকেও দেশবাসীকে ডিজিটাল আর্থিক লেনদেনের উপর জোর দেওয়া হচ্ছে ৷

(সূত্র: আইএএনএস) ৷

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: রেকর্ড গড়ল ইউপিআইয়ের (UPI) মাধ্যমে আর্থিক লেনদেন ৷ বৃহস্পতিবার ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) পাওয়ার তথ্য অনুযায়ী অগস্ট মাসে ইউপিআইয়ের (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস) এর মাধ্যমে আর্থিক লেনদেন 1000 কোটি অতিক্রম করেছে ৷ যা টাকার অঙ্কে 15 লক্ষ 18 হাজার কোটি টাকা ৷

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রকাশিত তথ্য অনুয়ায়ী, চলতি বছরে 50 শতাংশ বেড়েছে ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেনের প্রবণতা ৷ অগস্ট মাসেই এই লেনদেনের পরিমাণ ছিল 658 কোটি ৷ জুলাই মাসে ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে 996 কোটি লেনদেন হয়েছে ৷ 2019 সালের অক্টোবর পর্যন্ত প্রতি মাসে 100 কোটি অতিক্রম করে গিয়েছে ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেনের সীমা ৷ 2018 থেকে 2022 সালের মধ্যে ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেন প্রায় 1,876 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ যা আর্থিক ক্ষেত্রে অনেকটাই ইতিবাচাক ৷ তথ্য অনুয়ায়ী, 2018 সালে 374.63 কোটি আর্থিক লেনদেন হয়েছে ৷ যা টাকার অঙ্কে 5.86 লক্ষ কোটি টাকা ৷ 2022 সালে এই লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়ে 1,876 শতাংশ পৌঁছেছে ৷ টাকার অঙ্কে যা 7,403.97 কোটি টাকা ৷

আরও পড়ুন: গণেশ চতুর্থীতে হাইস্পিড ইন্টারনেট পরিষেবায় চালু হচ্ছে জিও এয়ার-ফাইবার, ঘোষণা মুকেশ আম্বানির

2022 সাল থেকে বিদেশে শুরু হয়েছ ইউপিআই-এর মাধ্যমে আর্থিক লেনদেন ৷ দেশের শীর্ষ ব্যাংকও বিদেশি নাগরিক (পর্যটক) ও অনাবাসী ভারতীয়দের ইউপিআই ব্যাবহারের অনুমতি দিয়েছিল ৷ এছাড়াও জি 20 তালিকাভুক্ত দেশগুলি আন্তর্জাতিক বিমানবন্দরে (বেঙ্গারুলু, মুম্বই, নয়াদিল্লি) এই ইউপিআই ব্যবহার করে পর্যটকরা বিপুল পরিমাণ টাকার লেনদেন করেছেন ৷ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) থেকে জানা যাচ্ছে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, ওমান, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র-সহ 10টি দেশের জন্য এই সুবিধা অনুমোদিত । কেন্দ্র সরকারের পক্ষ থেকেও দেশবাসীকে ডিজিটাল আর্থিক লেনদেনের উপর জোর দেওয়া হচ্ছে ৷

(সূত্র: আইএএনএস) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.