ETV Bharat / business

ULIPs: দীর্ঘমেয়াদে ভালো লাভের জন্য ইউএলআইপি-তে বিনিয়োগ কার্যকরী - ইউএলআইপি

ইউনিট লিঙ্কড ইনভেস্টমেন্ট পলিসি (Unit Linked Investment Policies) বা ইউএলআইপি-তে বিনিয়োগ অনেক কার্যকরী ৷ দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে ঝুঁকিহীন লাভ পাওয়া যায় ইউএলআইপি (ULIPs)-তে ৷

ULIPs give policyholders dual benefits of life insurance and long term investment
ULIPs: দীর্ঘমেয়াদে ভালো লাভের জন্য ইউএলআইপি-তে বিনিয়োগ কার্যকরী
author img

By

Published : Oct 15, 2022, 5:10 PM IST

কলকাতা, 15 অক্টোবর : দীর্ঘমেয়াদে সম্পত্তি বৃদ্ধি করার জন্য ইকুয়িটিতেই (Equities) বিনিয়োগ করা সবচেয়ে বেশি উপযোগী ৷ এই ক্ষেত্রে বিনিয়োগ করলে অনেক ধরনের লাভ একসঙ্গে পাওয়া যায় ৷ যাঁরা বিনিয়োগ ও বিমার মাধ্যমে দ্বৈত লাভের আশায় রয়েছেন, তাঁদের জন্য সেরা বিকল্প হল ইউনিট লিঙ্কড ইনভেস্টমেন্ট পলিসি (Unit Linked Investment Policies) বা ইউএলআইপি ৷

যখন শেয়ার বাজারের অবস্থা স্থিতিশীল থাকে না, তখন এই ধরনের পলিসিতে কেউই বিনিয়োগ করতে চায় না ৷ বরং নিজেদের পরিকল্পনা পিছিয়ে দেয় ৷ কিন্তু তাঁদের মনে রাখা উচিত যে শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগের কোনও সময় নেই ৷ দীর্ঘমেয়াদী পরিকল্পনাতেই ঝুঁকিহীন রিটার্ন পাওয়া যায় ৷ শেয়ার বাজারের অবস্থা খারাপ বা আর্থিক সমস্যা চললেও এই রিটার্ন আসে ৷

এখন বিনিয়োগ, বিমা ও কর ছাড় ছাড়াও ইউএলআইপি (ULIPs) আরও অনেক সুবিধা দিচ্ছে ৷ যাঁরা পলিসি করবেন, তাঁদের বিনিয়োগের জন্য যেকোনও প্ল্যান বেছে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে ৷ বিভিন্ন সুবিধা পরিবর্তনের সুবিধা পাচ্ছেন বিনিয়োগকারীরা ৷ পলিসি চলাকালীনই বিনিয়োগকারীরা আরও রিটার্নের জন্য পলিসি পরিবর্তন করতে পারছেন অথবা তাতে আরও কিছু যুক্ত করতে পারছেন ৷

সমস্ত লাভই পলিসির সময়সীমা শেষ হওয়ার পর পেয়ে যাচ্ছেন বিনিয়োগকারীরা ৷ অথবা পলিসির সময়সীমা পেরিয়ে যাওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়মিত ব্যবধানে মিলছে ৷

মাসিক, ত্রৈমাসিক বা ষান্মাসিক হিসেবে কিস্তি দিয়ে সম্পত্তি বৃদ্ধি করা যেতে পারে ৷ রোজগার ও অন্য খরচের ভিত্তিতে কিস্তি নির্ধারণ করা যায় ৷ সব নিয়ম মেনে ইউএলআইপি-তে বিনিয়োগ করলে ভালো লাভ পাওয়া যায় ৷

পলিসি শেষ হওয়ার পর বিনিয়োগকারীরা একসঙ্গে টাকা নিয়ে নিতে পারেন ৷ আবার তাঁরা চাইলে কিস্তিতে এই টাকা নিতে পারেন ৷ ফলে ম্যাচুরিটির পর শেয়ার বাজারে ওই বিনিয়োগ থেকে যায় ৷ সেখান থেকেও রোজগার হয় ৷ এই ভাবে কোনও বিনিয়োগকারী আরও বেশি লাভ পেতে পারেন ৷

নিশ্চিত লাভ পেতে দীর্ঘমেয়াদে শেয়ার বাজারে বিনিয়োগ করুন ৷ ইউএলআইপি সাধারণ দীর্ঘমেয়াদী প্ল্যানেই (Long Term Investment Plan) করা যায় ৷ ফলে এখানে স্বল্পমেয়াদের মতো ঝুঁকি থাকে না ৷ ফলে শেয়ার বাজারে অস্থিরতা ও আর্থিক সমস্যার জেরে যে ঝুঁকি তৈরি হয়, তা এই ইউএলআইপি-তে থাকে না ৷

প্রত্যেকেরই পরিবারকে রক্ষা করার জন্য একটা বিমা করানো উচিত ৷ পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য একটা ভালো রোজগারের রাস্তাও তৈরি করতে হবে ৷ পরিবারের জন্য সঠিক আর্থিক পরিকল্পনা থাকতে হবে ৷ এর জন্য ইউএলআইপি হল বিনিয়োগের সঠিক উপায় ৷ ভুললে চলবে না যে বিমাই সুরক্ষা দেয় ৷ আর সঙ্গে আরও অনেক সুবিধা দেয় ৷

অন্যান্য সুবিধা ছাড়াও ইউএলআইপি-তে কর ছাড় পাওয়া যায় ৷ 1961 সালের আয়কর আইনের (Income Tax Act) সেকশন 80সি অনুযায়ী দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় ৷ ইউএলআইপি-তে যে লাভ পাওয়া যায়, তাও আয়কর আইনের সেকশন 10 (10ডি) অনুযায়ী কর ছাড়ের আওতায় আসে ৷

আরও পড়ুন : মুদ্রাস্ফীতি-মন্দা সত্ত্বেও রিটার্ন পেতে কীসে করবেন বিনিয়োগ ? জেনে নিন

কলকাতা, 15 অক্টোবর : দীর্ঘমেয়াদে সম্পত্তি বৃদ্ধি করার জন্য ইকুয়িটিতেই (Equities) বিনিয়োগ করা সবচেয়ে বেশি উপযোগী ৷ এই ক্ষেত্রে বিনিয়োগ করলে অনেক ধরনের লাভ একসঙ্গে পাওয়া যায় ৷ যাঁরা বিনিয়োগ ও বিমার মাধ্যমে দ্বৈত লাভের আশায় রয়েছেন, তাঁদের জন্য সেরা বিকল্প হল ইউনিট লিঙ্কড ইনভেস্টমেন্ট পলিসি (Unit Linked Investment Policies) বা ইউএলআইপি ৷

যখন শেয়ার বাজারের অবস্থা স্থিতিশীল থাকে না, তখন এই ধরনের পলিসিতে কেউই বিনিয়োগ করতে চায় না ৷ বরং নিজেদের পরিকল্পনা পিছিয়ে দেয় ৷ কিন্তু তাঁদের মনে রাখা উচিত যে শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগের কোনও সময় নেই ৷ দীর্ঘমেয়াদী পরিকল্পনাতেই ঝুঁকিহীন রিটার্ন পাওয়া যায় ৷ শেয়ার বাজারের অবস্থা খারাপ বা আর্থিক সমস্যা চললেও এই রিটার্ন আসে ৷

এখন বিনিয়োগ, বিমা ও কর ছাড় ছাড়াও ইউএলআইপি (ULIPs) আরও অনেক সুবিধা দিচ্ছে ৷ যাঁরা পলিসি করবেন, তাঁদের বিনিয়োগের জন্য যেকোনও প্ল্যান বেছে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে ৷ বিভিন্ন সুবিধা পরিবর্তনের সুবিধা পাচ্ছেন বিনিয়োগকারীরা ৷ পলিসি চলাকালীনই বিনিয়োগকারীরা আরও রিটার্নের জন্য পলিসি পরিবর্তন করতে পারছেন অথবা তাতে আরও কিছু যুক্ত করতে পারছেন ৷

সমস্ত লাভই পলিসির সময়সীমা শেষ হওয়ার পর পেয়ে যাচ্ছেন বিনিয়োগকারীরা ৷ অথবা পলিসির সময়সীমা পেরিয়ে যাওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়মিত ব্যবধানে মিলছে ৷

মাসিক, ত্রৈমাসিক বা ষান্মাসিক হিসেবে কিস্তি দিয়ে সম্পত্তি বৃদ্ধি করা যেতে পারে ৷ রোজগার ও অন্য খরচের ভিত্তিতে কিস্তি নির্ধারণ করা যায় ৷ সব নিয়ম মেনে ইউএলআইপি-তে বিনিয়োগ করলে ভালো লাভ পাওয়া যায় ৷

পলিসি শেষ হওয়ার পর বিনিয়োগকারীরা একসঙ্গে টাকা নিয়ে নিতে পারেন ৷ আবার তাঁরা চাইলে কিস্তিতে এই টাকা নিতে পারেন ৷ ফলে ম্যাচুরিটির পর শেয়ার বাজারে ওই বিনিয়োগ থেকে যায় ৷ সেখান থেকেও রোজগার হয় ৷ এই ভাবে কোনও বিনিয়োগকারী আরও বেশি লাভ পেতে পারেন ৷

নিশ্চিত লাভ পেতে দীর্ঘমেয়াদে শেয়ার বাজারে বিনিয়োগ করুন ৷ ইউএলআইপি সাধারণ দীর্ঘমেয়াদী প্ল্যানেই (Long Term Investment Plan) করা যায় ৷ ফলে এখানে স্বল্পমেয়াদের মতো ঝুঁকি থাকে না ৷ ফলে শেয়ার বাজারে অস্থিরতা ও আর্থিক সমস্যার জেরে যে ঝুঁকি তৈরি হয়, তা এই ইউএলআইপি-তে থাকে না ৷

প্রত্যেকেরই পরিবারকে রক্ষা করার জন্য একটা বিমা করানো উচিত ৷ পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য একটা ভালো রোজগারের রাস্তাও তৈরি করতে হবে ৷ পরিবারের জন্য সঠিক আর্থিক পরিকল্পনা থাকতে হবে ৷ এর জন্য ইউএলআইপি হল বিনিয়োগের সঠিক উপায় ৷ ভুললে চলবে না যে বিমাই সুরক্ষা দেয় ৷ আর সঙ্গে আরও অনেক সুবিধা দেয় ৷

অন্যান্য সুবিধা ছাড়াও ইউএলআইপি-তে কর ছাড় পাওয়া যায় ৷ 1961 সালের আয়কর আইনের (Income Tax Act) সেকশন 80সি অনুযায়ী দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় ৷ ইউএলআইপি-তে যে লাভ পাওয়া যায়, তাও আয়কর আইনের সেকশন 10 (10ডি) অনুযায়ী কর ছাড়ের আওতায় আসে ৷

আরও পড়ুন : মুদ্রাস্ফীতি-মন্দা সত্ত্বেও রিটার্ন পেতে কীসে করবেন বিনিয়োগ ? জেনে নিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.