ETV Bharat / business

Importance of Travel Insurance: বিদেশযাত্রাকে সুন্দর এবং উপভোগ্য করতে চাই ভ্রমণ বীমা

বিদেশ ভ্রমণকে সুন্দর এবং উপভোগ্য করে তোলার জন্য 'ভ্রমণ বীমা' আবশ্যক (Importance of Travel Insurance) ৷ যে কোনও ধরনের পরিস্থিতিতে বিদেশে গিয়ে মানুষ যাতে আর্থিক সমস্যার সম্মুখীন না হন তা নিশ্চিত করাই এই বীমার লক্ষ্য।

Importance of Travel Insurance ETVG BHARAT
Importance of Travel Insurance
author img

By

Published : Feb 24, 2023, 1:16 PM IST

হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি: বিদেশ ভ্রমণের জন্য আগাম পরিকল্পনা করা উচিত ৷ বিদেশ ভ্রমণের ফলে নতুন সংস্কৃতি এবং সেখানকার খাবার থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায় ৷ অনেক অভিজ্ঞতার পাশাপাশি নতুন দৃষ্টিভঙ্গিও গড়ে ওঠে ৷ বিদেশযাত্রার পরিকল্পনা বললে ভিসা থেকে শুরু করে টিকিট এবং থাকার জায়গা ঠিক করাপর কথা আগে ভাবা হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল ভ্রমণ বীমা ৷ ভ্রমণকারীদের বিদেশ ভ্রমণে যাওয়ার আগে বিভিন্ন দিক থেকে সুরক্ষিত থাকতে এই ধরনের বীমা দরকার (Travel Insurance Makes Foreign Trip Smooth) ৷

মেডিক্যাল এমার্জেন্সি: বিদেশ ভ্রমণের সময় মেডিক্যাল এমার্জেন্সির সম্মুখীন হওয়াটা কিছুটা উদ্বেগজনক ৷ অজানা জায়গায় এই ধরনের পরিস্থিতিতে আটকে থাকা শুধুমাত্র কাউকে মানসিকভাবে অস্থির করে না ,আর্থিকভাবেও সমস্যায় ফেলে ৷ এমন পরিস্থিতিতে ভ্রমণ বীমা সাহায্য করবে ৷ অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসার খরচ বহন করে ৷ এই বীমা দুর্ঘটনায় ক্ষতিপূরণ প্রদান করে । জরুরি অস্ত্রোপচার এবং অন্যান্য চিকিৎসার খরচেও সাহায্য করে ৷

বিমানের উড়ানে দেরি: এই বীমা ভ্রমণকারীকে বিভিন্ন খরচের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে ৷ এর মধ্যে রয়েছে খাবার থেকে শুরু করে অন্য প্রয়োজনীয় খরচ ৷ তবে, এই খরচগুলি পলিসি হোল্ডারকে আগে থেকেই ব্যয় করতে হবে ৷ সেই খরচের যথাযথ বিলগুলি পরবর্তী সময়ে বীমা কোম্পানিতে জমা দিয়ে খরচ আদায় করা যেতে পারে ৷

সরঞ্জাম হারিয়ে যাওয়া: ভ্রমণের সময় সরঞ্জাম হারানো উদ্বেগের একটি প্রধান কারণ ৷ এটি যে কারও ভ্রমণ পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে ৷ এমনকী নতুন জায়গায় পৌঁছানোর পর বাজেটেও প্রভাব ফেলতে পারে এই ধরনের ঘটনা ৷ নতুন শহরে গিয়ে, নতুন জিনিস জানা ও শেখা যায় ৷ কিন্তু অনেক সময় সরঞ্জাম সঠিক সময়ে পৌঁছায় না বা হারিয়ে যায় ৷ এটা সবচেয়ে বড় সমস্যা ৷ এক্ষেত্রে বীমার সাহায্যে ভ্রমণকারী নতুন সরঞ্জাম কেনার টাকা উসুল করতে পারবেন ৷

আপও পড়ুন: বৈচিত্র এনে বিনিয়োগের ঝুঁকি দূর করুন, পরামর্শ বিশেষজ্ঞদের

পাসপোর্ট হারিয়ে যাওয়া: যখন সবকিছু স্বাভাবিক থাকে, তখনই বিদেশ ভ্রমণ উপভোগ করা যায় ৷ সেক্ষেত্রে পাসপোর্ট সবচেয়ে জরুরি নথি ৷ এটা সবসময় মাথায় রাখতে হবে ৷ আর অনিবার্য পরিস্থিতিতে পাসপোর্ট দেখাতে না-পারলে সমস্যা তৈরি হবেই । তার মূল্যও চোকাতে হতে পারে ৷ ভ্রমণ বীমা এক্ষেত্রে ডুপ্লিকেট পাসপোর্ট তৈরির খরচ বহন করবে ৷

হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি: বিদেশ ভ্রমণের জন্য আগাম পরিকল্পনা করা উচিত ৷ বিদেশ ভ্রমণের ফলে নতুন সংস্কৃতি এবং সেখানকার খাবার থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায় ৷ অনেক অভিজ্ঞতার পাশাপাশি নতুন দৃষ্টিভঙ্গিও গড়ে ওঠে ৷ বিদেশযাত্রার পরিকল্পনা বললে ভিসা থেকে শুরু করে টিকিট এবং থাকার জায়গা ঠিক করাপর কথা আগে ভাবা হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল ভ্রমণ বীমা ৷ ভ্রমণকারীদের বিদেশ ভ্রমণে যাওয়ার আগে বিভিন্ন দিক থেকে সুরক্ষিত থাকতে এই ধরনের বীমা দরকার (Travel Insurance Makes Foreign Trip Smooth) ৷

মেডিক্যাল এমার্জেন্সি: বিদেশ ভ্রমণের সময় মেডিক্যাল এমার্জেন্সির সম্মুখীন হওয়াটা কিছুটা উদ্বেগজনক ৷ অজানা জায়গায় এই ধরনের পরিস্থিতিতে আটকে থাকা শুধুমাত্র কাউকে মানসিকভাবে অস্থির করে না ,আর্থিকভাবেও সমস্যায় ফেলে ৷ এমন পরিস্থিতিতে ভ্রমণ বীমা সাহায্য করবে ৷ অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসার খরচ বহন করে ৷ এই বীমা দুর্ঘটনায় ক্ষতিপূরণ প্রদান করে । জরুরি অস্ত্রোপচার এবং অন্যান্য চিকিৎসার খরচেও সাহায্য করে ৷

বিমানের উড়ানে দেরি: এই বীমা ভ্রমণকারীকে বিভিন্ন খরচের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে ৷ এর মধ্যে রয়েছে খাবার থেকে শুরু করে অন্য প্রয়োজনীয় খরচ ৷ তবে, এই খরচগুলি পলিসি হোল্ডারকে আগে থেকেই ব্যয় করতে হবে ৷ সেই খরচের যথাযথ বিলগুলি পরবর্তী সময়ে বীমা কোম্পানিতে জমা দিয়ে খরচ আদায় করা যেতে পারে ৷

সরঞ্জাম হারিয়ে যাওয়া: ভ্রমণের সময় সরঞ্জাম হারানো উদ্বেগের একটি প্রধান কারণ ৷ এটি যে কারও ভ্রমণ পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে ৷ এমনকী নতুন জায়গায় পৌঁছানোর পর বাজেটেও প্রভাব ফেলতে পারে এই ধরনের ঘটনা ৷ নতুন শহরে গিয়ে, নতুন জিনিস জানা ও শেখা যায় ৷ কিন্তু অনেক সময় সরঞ্জাম সঠিক সময়ে পৌঁছায় না বা হারিয়ে যায় ৷ এটা সবচেয়ে বড় সমস্যা ৷ এক্ষেত্রে বীমার সাহায্যে ভ্রমণকারী নতুন সরঞ্জাম কেনার টাকা উসুল করতে পারবেন ৷

আপও পড়ুন: বৈচিত্র এনে বিনিয়োগের ঝুঁকি দূর করুন, পরামর্শ বিশেষজ্ঞদের

পাসপোর্ট হারিয়ে যাওয়া: যখন সবকিছু স্বাভাবিক থাকে, তখনই বিদেশ ভ্রমণ উপভোগ করা যায় ৷ সেক্ষেত্রে পাসপোর্ট সবচেয়ে জরুরি নথি ৷ এটা সবসময় মাথায় রাখতে হবে ৷ আর অনিবার্য পরিস্থিতিতে পাসপোর্ট দেখাতে না-পারলে সমস্যা তৈরি হবেই । তার মূল্যও চোকাতে হতে পারে ৷ ভ্রমণ বীমা এক্ষেত্রে ডুপ্লিকেট পাসপোর্ট তৈরির খরচ বহন করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.