ETV Bharat / business

Sensex-Nifty: বিশ্বের খারাপ ব্যাংকিং পরিস্থিতির প্রভাব পড়ল সেনসেক্স ও নিফটিতে - সুইস ঋণদাতা সংস্থা ক্রেডিট সুইস

সারা বিশ্বের উদ্বেগজনক আর্থিক পরিস্থিতির বৃহস্পতিবার পড়ল ভারতের শেয়ার বাজারে (Sensex-Nifty slide in early trade) ৷ এদিন শুরুতেই সেনসেক্স ও নিফটিতে ধস নামে ৷

Sensex-Nifty
Sensex-Nifty
author img

By

Published : Mar 16, 2023, 12:44 PM IST

মুম্বই, 16 মার্চ: সারা বিশ্বের ব্যাংকিং ব্যবস্থার উদ্বেগজনক পরিস্থিতির প্রভাব পড়ল শেয়ার বাজারে (Share Markets) ৷ বৃহস্পতিবার দিনের শুরুতেই সেনসেক্স (Sensex) ও নিফটি (Nifty) ধাক্কা খায় ৷ বিএসই সেনসেক্স 205.24 পয়েন্ট কমেছে ৷ শতাংশের হিসেবে তা 0.36 ৷ 205.24 পয়েন্ট কমে সেনসেক্স পৌঁছেছে 57,350.66 পয়েন্টে ৷ অন্যদিকে এনএসই নিফটি 78.45 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 16,893.70 পয়েন্টে৷ শতাংশের হিসেবে তা 0.46 ৷

তবে এর কারণ যে শুধু সারা বিশ্বের ব্যাংকিং ব্যবস্থার (Global Banking System) উদ্বেগজনক পরিস্থিতি, তা নয় ৷ বরং এর সঙ্গে যুক্ত হয়েছে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক বৃদ্ধির গতিপথের অনিশ্চিয়তাও ৷ সামগ্রিকভাবে এই কারণগুলিই বিনিয়োগকারীদের বিচলিত করেছে বলে জানা গিয়েছে ৷ আর তার জেরেই সাতসকালে ধস নামে শেয়ার বাজারে ৷

সেনসেক্সে 20টি সংস্থার শেয়ারের দর পড়েছে ৷ নিফটিতে এই সংখ্যাটা 30 ৷ আর তাৎপর্যপূর্ণভাবে টানা পাঁচটি ট্রেডিং সেশনেই শেয়ার বাজারে খারাপ ফল দেখা গিয়েছে ৷ ভারতে শেয়ার বাজার কাজ শুরু করার আগেই অবশ্য খারাপ পরিস্থিতির ইঙ্গিত মেলে হংকং ও জাপানে ৷ বৃহস্পতিবার সেখানেই শুরুতেই ধস নামে শেয়ার বাজারে ৷ বুধবার সুইস ঋণদাতা সংস্থা ক্রেডিট সুইসের (Credit Suisse) আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল ৷ তার পরিপ্রেক্ষিতে ইউরোপীয় স্টকগুলি যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে । বৃহস্পতিবার এর প্রভাব পড়ল এশিয়ার শেয়ার বাজারগুলিতে ৷

এদিকে এদিনই ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (European Central Bank) তরফে ঋণ সংক্রান্ত সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ৷ উচ্চ মুদ্রাস্ফীতির মাঝে আপাতত সেই দিকে তাকিয়ে বিনিয়োগকারীরা ৷ এইচডিএফসি সিকিউরিটিজের রিটেইল রিসার্চের প্রধান দীপক জাসানি জানান, গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংকের পতনের পরে ক্রেডিট সুইসের শেয়ারের দর পতনের কারণে বৃহত্তর ব্যাংকিং খাতের সমস্যাগুলির আশঙ্কা তৈরি হয় ৷ তার পরই প্রধান মার্কিন স্টক সূচকগুলি বুধবার নিচের দিকে নামতে থাকে ৷

সুইস কর্তৃপক্ষ বুধবার জানায় যে ক্রেডিট সুইস পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ ব্যাংকগুলির উপর আরোপিত মূলধন ও লিকিইউডিটির প্রয়োজনীয়তা পূরণ করে ৷ সুইজারল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক প্রয়োজন হলে ঋণদাতাদের অতিরিক্ত তহবিল সরবরাহ করবে । বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা গত পাঁচটি ট্রেডিং সেশনে ভারতীয় ইক্যুইটি বাজারে নেট বিক্রেতা হিসেবে রয়ে গিয়েছে । বিএসই-র দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার তারা 1,271.25 কোটি টাকার শেয়ার অফলোড করেছে ৷

আরও পড়ুন: সুদের হার বৃদ্ধির সঙ্গে দাম বাড়বে বাড়ির ঋণের, গবেষণা এসবিআইয়ের

মুম্বই, 16 মার্চ: সারা বিশ্বের ব্যাংকিং ব্যবস্থার উদ্বেগজনক পরিস্থিতির প্রভাব পড়ল শেয়ার বাজারে (Share Markets) ৷ বৃহস্পতিবার দিনের শুরুতেই সেনসেক্স (Sensex) ও নিফটি (Nifty) ধাক্কা খায় ৷ বিএসই সেনসেক্স 205.24 পয়েন্ট কমেছে ৷ শতাংশের হিসেবে তা 0.36 ৷ 205.24 পয়েন্ট কমে সেনসেক্স পৌঁছেছে 57,350.66 পয়েন্টে ৷ অন্যদিকে এনএসই নিফটি 78.45 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 16,893.70 পয়েন্টে৷ শতাংশের হিসেবে তা 0.46 ৷

তবে এর কারণ যে শুধু সারা বিশ্বের ব্যাংকিং ব্যবস্থার (Global Banking System) উদ্বেগজনক পরিস্থিতি, তা নয় ৷ বরং এর সঙ্গে যুক্ত হয়েছে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক বৃদ্ধির গতিপথের অনিশ্চিয়তাও ৷ সামগ্রিকভাবে এই কারণগুলিই বিনিয়োগকারীদের বিচলিত করেছে বলে জানা গিয়েছে ৷ আর তার জেরেই সাতসকালে ধস নামে শেয়ার বাজারে ৷

সেনসেক্সে 20টি সংস্থার শেয়ারের দর পড়েছে ৷ নিফটিতে এই সংখ্যাটা 30 ৷ আর তাৎপর্যপূর্ণভাবে টানা পাঁচটি ট্রেডিং সেশনেই শেয়ার বাজারে খারাপ ফল দেখা গিয়েছে ৷ ভারতে শেয়ার বাজার কাজ শুরু করার আগেই অবশ্য খারাপ পরিস্থিতির ইঙ্গিত মেলে হংকং ও জাপানে ৷ বৃহস্পতিবার সেখানেই শুরুতেই ধস নামে শেয়ার বাজারে ৷ বুধবার সুইস ঋণদাতা সংস্থা ক্রেডিট সুইসের (Credit Suisse) আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল ৷ তার পরিপ্রেক্ষিতে ইউরোপীয় স্টকগুলি যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে । বৃহস্পতিবার এর প্রভাব পড়ল এশিয়ার শেয়ার বাজারগুলিতে ৷

এদিকে এদিনই ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (European Central Bank) তরফে ঋণ সংক্রান্ত সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ৷ উচ্চ মুদ্রাস্ফীতির মাঝে আপাতত সেই দিকে তাকিয়ে বিনিয়োগকারীরা ৷ এইচডিএফসি সিকিউরিটিজের রিটেইল রিসার্চের প্রধান দীপক জাসানি জানান, গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংকের পতনের পরে ক্রেডিট সুইসের শেয়ারের দর পতনের কারণে বৃহত্তর ব্যাংকিং খাতের সমস্যাগুলির আশঙ্কা তৈরি হয় ৷ তার পরই প্রধান মার্কিন স্টক সূচকগুলি বুধবার নিচের দিকে নামতে থাকে ৷

সুইস কর্তৃপক্ষ বুধবার জানায় যে ক্রেডিট সুইস পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ ব্যাংকগুলির উপর আরোপিত মূলধন ও লিকিইউডিটির প্রয়োজনীয়তা পূরণ করে ৷ সুইজারল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক প্রয়োজন হলে ঋণদাতাদের অতিরিক্ত তহবিল সরবরাহ করবে । বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা গত পাঁচটি ট্রেডিং সেশনে ভারতীয় ইক্যুইটি বাজারে নেট বিক্রেতা হিসেবে রয়ে গিয়েছে । বিএসই-র দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার তারা 1,271.25 কোটি টাকার শেয়ার অফলোড করেছে ৷

আরও পড়ুন: সুদের হার বৃদ্ধির সঙ্গে দাম বাড়বে বাড়ির ঋণের, গবেষণা এসবিআইয়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.