নয়াদিল্লি, 6 এপ্রিল: মূল বেঞ্চমার্ক সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক ৷ দুদিনব্যাপী মানিটারি পলিসি কমিটির বৈঠকের পর বৃহস্পতিবার আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেছেন যে, রেপো রেট অপরিবর্তিত অর্থাৎ 6.5 শতাংশই থাকছে ৷
এমপিসি-র ছয় সদস্যের মধ্যে পাঁচজন বৈঠকে বৃদ্ধির উপর জোর দিয়ে মুদ্রাস্ফীতির হারকে লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি নিশ্চিত করতে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস । কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটি আগের টানা ছয়টি পলিসিতে সুদের হার বৃদ্ধির পর এ বার বিরতির সিদ্ধান্ত নিয়েছে ।
সেই অনুসারে, আরবিআই সিদ্ধান্ত নিয়েছে যে স্থায়ী আমানত সুবিধা অর্থাৎ স্ট্যান্ডিং ডিপোসিট ফেসিলিটি (SDF) 6.25 শতাংশে অপরিবর্তিত থাকবে এবং প্রান্তিক স্থায়ী সুবিধা অর্থাৎ মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি (MSF) এবং ব্যাংকের হার 6.75 শতাংশে অপরিবর্তিত থাকবে । শক্তিকান্ত দাসের নেতৃত্বে মুদ্রানীতি কমিটি (এমপিসি) মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে গত বছরের মে মাসে শুরু হওয়া সুদের হার বৃদ্ধির প্রবণতার মধ্যেই গত 3 থেকে 6 এপ্রিল তিন দিনের বৈঠক করে ।
ফেব্রুয়ারির শুরুতে আরবিআইয়ের শেষ এমপিসি বৈঠকে মুদ্রাস্ফীতি পরিচালনা করতে রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 6.5 শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । 2022 সালের মে থেকে এখনও পর্যন্ত সমষ্টিগতভাবে আরবিআই রেপো রেট বাড়িয়েছে 250 বেসিস পয়েন্ট ৷ এই হারেই ব্যাংকগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাংক ৷
জানুয়ারি থেকে টানা দুই মাস মুদ্রাস্ফীতি রিজার্ভ ব্যাংকের সহনশীলতার সীমা 6 শতাংশের উপরে ছিল । ফেব্রুয়ারিতে ভারতের খুচরো ব্যবসায় মুদ্রাস্ফীতির হার 6.44 শতাংশ হয় ৷ যেখানে জানুয়ারিতে এই হার ছিল 6.52 শতাংশ ।
কেন্দ্রীয় ব্যাংক এক বছরে তার মুদ্রানীতির ছয়টি দ্বি-মাসিক পর্যালোচনা করে ৷ এ ছাড়াও জরুরি সময়ে রিজার্ভ ব্যাংক আউট-অফ-সাইকেল পর্যালোচনা করে থাকে ৷ আজ আর্থিক বছর 2024-এর প্রথম দ্বি-মাসিক মুদ্রানীতির প্রথম ঘোষণা ছিল ৷
আরও পড়ুন: 25 বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে চলেছে আরবিআই, মত বিশেষজ্ঞদের