ETV Bharat / business

RBI Interest Rate Hike: 25 বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে চলেছে আরবিআই, মত বিশেষজ্ঞদের - সুদের হার

অর্থবর্ষ 2023-24 এর শুরুতেই বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ৷ 25 বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে চলেছে আরবিআই বলে মনে করছেন বিশেষজ্ঞরা (RBI Interest Rate Hike) ৷

RBI Interest Rate
আরবিআই
author img

By

Published : Mar 26, 2023, 10:26 PM IST

মুম্বই, 26 মার্চ: আরবিআই (RBI) 25 বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে পারে ৷ আগামী মাসে 6 এপ্রিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের দ্বি-মাসিক মুদ্রানীতির বৈঠক রয়েছে ৷ সেখানে এই ঘোষণা করা হতে পারে ৷ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ খুচরো মুদ্রাস্ফীতি 6 শতাংশের স্বাচ্ছন্দ্য স্তরের উপরে থাকা এবং ইউএস ফেড-সহ বেশিরভাগ বৈশ্বিক সমকক্ষদের ক্রমাগত অস্বাভাবিক অবস্থানের ফলে এই সিদ্ধান্ত নিয়েছে আরবিআই বলে মনে করা হচ্ছে ৷ রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি (Monetary Policy Committee) 2023-24 অর্থবছরের ক্ষেত্রে প্রথম দ্বি-মাসিক মুদ্রানীতি নিয়ে আসার আগে বিভিন্ন দেশীয় এবং বৈশ্বিক কারণগুলি উপর বিবেচনা করার জন্য 3, 5 এবং 6 এপ্রিল তিন দিনের জন্য বৈঠক করবে ৷

পরবর্তী মুদ্রানীতিকে আরও জোরাল করার জন্য কমিটি যে দু'টি মূল বিষয়গুলির উপর গভীরভাবে বিবেচনা করবে তা হল, উচ্চতর খুচরো মুদ্রাস্ফীতি এবং উন্নত দেশগুলির কেন্দ্রীয় ব্যাংকগুলি বিশেষ করে মার্কিন ফেডারেল রিজার্ভ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক অফ ইংল্যান্ডের সাম্প্রতিক পদক্ষেপ ৷ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মে 2022 থেকে বেঞ্চমার্ক রেট বাড়াচ্ছে ৷ যা মূলত বাহ্যিক কারণগুলির দ্বারা চালিত হয়েছে ৷ বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী সরবরাহ চেনের ব্যাঘাত ঘটায় ।

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় আরবিআইয়ের শেষ পলিসি বা নীতি সভা ৷ সেখানে আরবিআই পলিসি রেট বা রেপো 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 6.50 শতাংশ করেছে । দুই মাসের (নভেম্বর এবং ডিসেম্বর 2022) জন্য ছয় শতাংশের নিচে থাকার পর, খুচরো মুদ্রাস্ফীতি রিজার্ভ ব্যাংকের কমফোট জোন ওয়ারেন্টিং অ্যাকশন (comfort zone warranting action) লঙ্ঘন করেছে । কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI)-ভিত্তিক মূল্যস্ফীতি জানুয়ারিতে ছিল 6.52 শতাংশ এবং ফেব্রুয়ারিতে 6.44 শতাংশ । ইন্ডিয়া রেটিং এবং রিসার্চের প্রধান অর্থনীতিবিদ ডি কে পান্তও আশা করেন কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে দেবে । তিনি বলেন,"এটি বর্তমান পলিসি কঠোরকরণ চক্রের শেষ হার বৃদ্ধি হতে পারে ৷"

আরও পড়ুন: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বেঞ্চমার্ক ঋণের হার 35 বেসিস পয়েন্ট বাড়ল শীর্ষ ব্যাঙ্ক

মুম্বই, 26 মার্চ: আরবিআই (RBI) 25 বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে পারে ৷ আগামী মাসে 6 এপ্রিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের দ্বি-মাসিক মুদ্রানীতির বৈঠক রয়েছে ৷ সেখানে এই ঘোষণা করা হতে পারে ৷ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ খুচরো মুদ্রাস্ফীতি 6 শতাংশের স্বাচ্ছন্দ্য স্তরের উপরে থাকা এবং ইউএস ফেড-সহ বেশিরভাগ বৈশ্বিক সমকক্ষদের ক্রমাগত অস্বাভাবিক অবস্থানের ফলে এই সিদ্ধান্ত নিয়েছে আরবিআই বলে মনে করা হচ্ছে ৷ রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি (Monetary Policy Committee) 2023-24 অর্থবছরের ক্ষেত্রে প্রথম দ্বি-মাসিক মুদ্রানীতি নিয়ে আসার আগে বিভিন্ন দেশীয় এবং বৈশ্বিক কারণগুলি উপর বিবেচনা করার জন্য 3, 5 এবং 6 এপ্রিল তিন দিনের জন্য বৈঠক করবে ৷

পরবর্তী মুদ্রানীতিকে আরও জোরাল করার জন্য কমিটি যে দু'টি মূল বিষয়গুলির উপর গভীরভাবে বিবেচনা করবে তা হল, উচ্চতর খুচরো মুদ্রাস্ফীতি এবং উন্নত দেশগুলির কেন্দ্রীয় ব্যাংকগুলি বিশেষ করে মার্কিন ফেডারেল রিজার্ভ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক অফ ইংল্যান্ডের সাম্প্রতিক পদক্ষেপ ৷ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মে 2022 থেকে বেঞ্চমার্ক রেট বাড়াচ্ছে ৷ যা মূলত বাহ্যিক কারণগুলির দ্বারা চালিত হয়েছে ৷ বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী সরবরাহ চেনের ব্যাঘাত ঘটায় ।

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় আরবিআইয়ের শেষ পলিসি বা নীতি সভা ৷ সেখানে আরবিআই পলিসি রেট বা রেপো 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 6.50 শতাংশ করেছে । দুই মাসের (নভেম্বর এবং ডিসেম্বর 2022) জন্য ছয় শতাংশের নিচে থাকার পর, খুচরো মুদ্রাস্ফীতি রিজার্ভ ব্যাংকের কমফোট জোন ওয়ারেন্টিং অ্যাকশন (comfort zone warranting action) লঙ্ঘন করেছে । কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI)-ভিত্তিক মূল্যস্ফীতি জানুয়ারিতে ছিল 6.52 শতাংশ এবং ফেব্রুয়ারিতে 6.44 শতাংশ । ইন্ডিয়া রেটিং এবং রিসার্চের প্রধান অর্থনীতিবিদ ডি কে পান্তও আশা করেন কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে দেবে । তিনি বলেন,"এটি বর্তমান পলিসি কঠোরকরণ চক্রের শেষ হার বৃদ্ধি হতে পারে ৷"

আরও পড়ুন: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বেঞ্চমার্ক ঋণের হার 35 বেসিস পয়েন্ট বাড়ল শীর্ষ ব্যাঙ্ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.