ETV Bharat / business

Share Markets fall: বিশ্বের বাজারে খারাপ পরিস্থিতির ধাক্কা ভারতের শেয়ার মার্কেটে - এনএসই নিফটি

বিশ্বের বাজারে খারাপ অবস্থার জেরে সেনসেক্স ও নিফটিতে পতন বুধবার সকালে (Markets fall on weak global trends) ৷

Share Markets fall
Share Markets fall
author img

By

Published : Feb 22, 2023, 12:36 PM IST

মুম্বই, 22 ফেব্রুয়ারি: ফেডারেল ওপেন মার্কেট কমিটি বা এফওএমসি (FOMC)-র সভার কার্যবিবরণী প্রকাশের আগেই বুধবার শেয়ার বাজার নিচের দিকে নামল (Markets fall in initial trade) ৷ বিশ্বের বাজারের খারাপ অবস্থার জেরেই এই পরিস্থিতি বলে জানা গিয়েছে ৷

বিএসই সেনসেক্স (BSE Sensex) 329.12 পয়েন্ট কমে 60,343.60-এ নেমেছে । এনএসই নিফটি (NSE Nifty) 97.3 পয়েন্ট কমে 17,729.40 এ পৌঁছেছে । সেনসেক্সে ইন্দাসইন্ড ব্যাংক, উইপ্রো, আলট্রাটেক সিমেন্ট, পাওয়ার গ্রিড, বাজাজ ফিনসার্ভ, এইচসিএল টেকনোলজিস, টাটা মোটরস, ইনফোসিস, এনটিপিসি ও বাজাজ ফিনান্সের শেয়ারের দর কমেছে ৷ শেয়ারের দর বেড়েছে মারুতি ও লারসেন অ্যান্ড টুব্রোর ।

এশিয়ার বাজারে দক্ষিণ কোরিয়া, জাপান, চিন ও হংকংয়ে লেনদেন কম হয়েছে মঙ্গলবার ৷ রিলায়েন্স সিকিউরিটিজ লিমিটেডের রিসার্চ ইনস্টিটিউশনাল ডেস্কের প্রধান মিতুল শাহ জানান, ফেডারেল রিজার্ভ সুদের হার বেশি রাখায় মার্কিন বাজারগুলিতে উদ্বেগ তৈরি করেছে ৷ ফলে সেখানকার শেয়ারের দর উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী ৷

মঙ্গলবার বিএসই 18.82 পয়েন্ট বা 0.03 শতাংশ কমে 60,672.72-এ থেমেছিল । নিফটি 17.90 পয়েন্ট বা 0.1 শতাংশ নিচে নেমে 17,826.70 এ শেষ হয় । আন্তর্জাতিক বাজরে অপরিশোধিত তেলের দামও কমেছে ৷ তা 1.21 শতাংশ কমে ব্যারেল প্রতি 83.01 মার্কিন ডলার হয়েছে ।

মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ম্যাক্রো ডেটা বিশ্বব্যাপী ইক্যুইটি বাজারগুলিকে নিয়ন্ত্রণ করে চলেছে ৷ মূল্যবৃদ্ধি হ্রাসের সম্ভাবনা কমতে থাকায় এবং এর জেরে ফেডারেল রিজার্ভ সুদের হার বেশি রাখার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ সেই কারণেই মার্কিন বাজারগুলিতে শেয়ারের দরে পতন হয়েছে ৷ যার ফল পড়েছে বিশ্বজুড়ে ৷

জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের প্রধান ইনভেস্টমেন্ট স্ট্রাটেজিস্ট ভি কে বিজয়কুমার জানান, শেয়ারের দর পড়লে 10 বছরের বন্ডের লাভ 3.95 শতাংশে নেমে যায় ৷ স্টকগুলির লাভজনক হওয়ার সম্ভাবনা কমে যায় । মার্কিন বাজারের খারাপ ফল হলে তার প্রভাব সর্বত্র পড়ে৷ ভারতও এর বাইরে নয় ৷ তাই এখানে শেয়ার বাজারে পতন হয়েছে ৷

আরও পড়ুন: বৈচিত্র এনে বিনিয়োগের ঝুঁকি দূর করুন, পরামর্শ বিশেষজ্ঞদের

মুম্বই, 22 ফেব্রুয়ারি: ফেডারেল ওপেন মার্কেট কমিটি বা এফওএমসি (FOMC)-র সভার কার্যবিবরণী প্রকাশের আগেই বুধবার শেয়ার বাজার নিচের দিকে নামল (Markets fall in initial trade) ৷ বিশ্বের বাজারের খারাপ অবস্থার জেরেই এই পরিস্থিতি বলে জানা গিয়েছে ৷

বিএসই সেনসেক্স (BSE Sensex) 329.12 পয়েন্ট কমে 60,343.60-এ নেমেছে । এনএসই নিফটি (NSE Nifty) 97.3 পয়েন্ট কমে 17,729.40 এ পৌঁছেছে । সেনসেক্সে ইন্দাসইন্ড ব্যাংক, উইপ্রো, আলট্রাটেক সিমেন্ট, পাওয়ার গ্রিড, বাজাজ ফিনসার্ভ, এইচসিএল টেকনোলজিস, টাটা মোটরস, ইনফোসিস, এনটিপিসি ও বাজাজ ফিনান্সের শেয়ারের দর কমেছে ৷ শেয়ারের দর বেড়েছে মারুতি ও লারসেন অ্যান্ড টুব্রোর ।

এশিয়ার বাজারে দক্ষিণ কোরিয়া, জাপান, চিন ও হংকংয়ে লেনদেন কম হয়েছে মঙ্গলবার ৷ রিলায়েন্স সিকিউরিটিজ লিমিটেডের রিসার্চ ইনস্টিটিউশনাল ডেস্কের প্রধান মিতুল শাহ জানান, ফেডারেল রিজার্ভ সুদের হার বেশি রাখায় মার্কিন বাজারগুলিতে উদ্বেগ তৈরি করেছে ৷ ফলে সেখানকার শেয়ারের দর উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী ৷

মঙ্গলবার বিএসই 18.82 পয়েন্ট বা 0.03 শতাংশ কমে 60,672.72-এ থেমেছিল । নিফটি 17.90 পয়েন্ট বা 0.1 শতাংশ নিচে নেমে 17,826.70 এ শেষ হয় । আন্তর্জাতিক বাজরে অপরিশোধিত তেলের দামও কমেছে ৷ তা 1.21 শতাংশ কমে ব্যারেল প্রতি 83.01 মার্কিন ডলার হয়েছে ।

মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ম্যাক্রো ডেটা বিশ্বব্যাপী ইক্যুইটি বাজারগুলিকে নিয়ন্ত্রণ করে চলেছে ৷ মূল্যবৃদ্ধি হ্রাসের সম্ভাবনা কমতে থাকায় এবং এর জেরে ফেডারেল রিজার্ভ সুদের হার বেশি রাখার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ সেই কারণেই মার্কিন বাজারগুলিতে শেয়ারের দরে পতন হয়েছে ৷ যার ফল পড়েছে বিশ্বজুড়ে ৷

জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের প্রধান ইনভেস্টমেন্ট স্ট্রাটেজিস্ট ভি কে বিজয়কুমার জানান, শেয়ারের দর পড়লে 10 বছরের বন্ডের লাভ 3.95 শতাংশে নেমে যায় ৷ স্টকগুলির লাভজনক হওয়ার সম্ভাবনা কমে যায় । মার্কিন বাজারের খারাপ ফল হলে তার প্রভাব সর্বত্র পড়ে৷ ভারতও এর বাইরে নয় ৷ তাই এখানে শেয়ার বাজারে পতন হয়েছে ৷

আরও পড়ুন: বৈচিত্র এনে বিনিয়োগের ঝুঁকি দূর করুন, পরামর্শ বিশেষজ্ঞদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.