ETV Bharat / business

Cancer Treatment: ক্যানসারের চিকিৎসায় খরচ সামলাতে নির্দিষ্ট বিমা থাকা জরুরি - ক্যানসারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল

ক্যানসারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল (Cancer Treatment Expenses) ৷ তাই এই রোগের চিকিৎসা করাতে গিয়ে অনেকে নিঃস্ব হয়ে যান ৷ অনেকে আবার বিনা চিকিৎসায় প্রাণ হারান ৷ তাই আগেই এই রোগের জন্য বিমা করিয়ে নেওয়া প্রয়োজন (Insurance for Cancer Treatment) ৷

Making cancer treatment affordable with insurance cover
Cancer Treatment: ক্যানসারের চিকিৎসায় খরচ সামলাতে নির্দিষ্ট বিমা থাকা জরুরি
author img

By

Published : Oct 10, 2022, 4:12 PM IST

কলকাতা, 10 অক্টোবর : ক্যানসার (Cancer) শুনলেই ভয় দানা বাঁধে মনের মধ্যে ৷ বিশেষ করে কর্কট রোগের ব্যয়বহুল চিকিৎসায় (Cancer Treatment Expenses) সুস্থতার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় ৷ স্বাস্থ্যবিমাও (Health Insurance) সেক্ষেত্রে মুশকিল আসান হয় না ৷ তাই ইদানীংকালে যেভাবে ক্যানসারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে এই রোগের জন্য নির্দিষ্ট বিমার বিষয়ে আগে থেকে জেনে রাখা উচিত ৷

এই রোগের চিকিৎসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের হিসেবে ক্যানসার থেকে মুক্তি পেতে প্রায় 20 লক্ষ টাকা খরচ করতে হয় ৷ মেট্রো শহর বা ক্যানসারের জন্য বিশেষ হাসপাতালগুলিতে খরচ আরও একটু বেশি হয় ৷ ক্যানসার ধরার পড়ার পর বিভিন্ন টেস্ট করতেই খরচ হয়ে যায় কয়েক লক্ষ টাকা ৷ এছাড়া দীর্ঘমেয়াদী ওষুধ খরচ আরও বাড়িয়ে দেয় ৷ এর ফলে সঞ্চয়ে তো হাত পড়েই ৷ একই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনাতেও প্রভাব পড়ে ৷ তাই এই ধরনের কঠিন পরিস্থিতি এড়ানোর জন্য স্বাস্থ্যবিমার পাশাপাশি ক্যানসারের জন্য নির্দিষ্ট বিমাও করে রাখা প্রয়োজন ৷

যদি আপনার স্বাস্থ্যবিমা ক্যানসারের (Insurance for Cancer Treatment) চিকিৎসার জন্য পর্যাপ্ত না হয়, তাহলে ক্যানসারের জন্য নির্দিষ্ট বা জটিল রোগের জন্য প্রয়োজনীয় বিমা করিয়ে নেওয়া দরকার ৷ এর ফলে চিকিৎসা খরচের পাশাপাশি চিকিৎসার জন্য যাতায়াত, ওষুধ, থাকা-খাওয়ার খরচও বহন করে ৷

এই ধরনের বিমা 90 থেকে 180 দিনের মধ্যে গ্রহণযোগ্য হয় ৷ তবে তা নির্ভর করছে বিমা সংস্থার উপর ৷ এই সময়সীমার মধ্যে গ্রাহকরা বিমার টাকার জন্য আবেদন করতে পারেন না ৷ প্রথমবার রোগ নির্ণয়ের পর যতদিন না পর্যন্ত কভারেজ পাওয়া যাচ্ছে, সেটাই সারভাইভাল পিরিয়ড ৷ যদি এই সময় রোগী বেঁচে যান, তাহলে তার পরই রোগের যত্ন ও চিকিৎসার খরচ পাওয়ার জন্য যোগ্য হবেন সংশ্লিষ্ট রোগী ৷ এই সারভাইভাল পিরিয়ড 30 দিন থেকে ছ’মাসের মধ্যে হতে পারে ৷

বিমা নেওয়ার সময় দেখে নিতে হবে যে বিভিন্ন ধরনের ক্যানসার বা সবচেয়ে বেশি সংখ্যক ক্যানসারের ধরনের চিকিৎসার সুবিধা পাওয়া যায় ৷ ক্রনিক ও ব্যয়বহুল হওয়ায় বিমার পরিমাণও বেশি হওয়া উচিত ৷ অস্ত্রোপচার, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এবং অন্য চিকিৎসার খরচের হিসেব আগেই করে নিতে হবে ৷ আর সেই অনুযায়ী বিমার পরিমাণ রাখতে হবে ৷

বিমার মেয়াদ যত দীর্ঘ হবে, ততই ভালো ৷ অধিকাংশ বিমাই এখন 80 বছর বয়স পর্যন্ত কভারেজ দেয় ৷ আর এই বিমা নেওয়ার সময় মনে করতে সাধারণ স্বাস্থ্যবিমার সঙ্গে এটাও অত্যন্ত জরুরি ৷ তাই বিমার সমস্ত দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত ৷

আরও পড়ুন : রক্তের একটি পরীক্ষাতেই সহজে শনাক্ত করা যাবে বিভিন্ন ধরনের ক্যানসার

কলকাতা, 10 অক্টোবর : ক্যানসার (Cancer) শুনলেই ভয় দানা বাঁধে মনের মধ্যে ৷ বিশেষ করে কর্কট রোগের ব্যয়বহুল চিকিৎসায় (Cancer Treatment Expenses) সুস্থতার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় ৷ স্বাস্থ্যবিমাও (Health Insurance) সেক্ষেত্রে মুশকিল আসান হয় না ৷ তাই ইদানীংকালে যেভাবে ক্যানসারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে এই রোগের জন্য নির্দিষ্ট বিমার বিষয়ে আগে থেকে জেনে রাখা উচিত ৷

এই রোগের চিকিৎসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের হিসেবে ক্যানসার থেকে মুক্তি পেতে প্রায় 20 লক্ষ টাকা খরচ করতে হয় ৷ মেট্রো শহর বা ক্যানসারের জন্য বিশেষ হাসপাতালগুলিতে খরচ আরও একটু বেশি হয় ৷ ক্যানসার ধরার পড়ার পর বিভিন্ন টেস্ট করতেই খরচ হয়ে যায় কয়েক লক্ষ টাকা ৷ এছাড়া দীর্ঘমেয়াদী ওষুধ খরচ আরও বাড়িয়ে দেয় ৷ এর ফলে সঞ্চয়ে তো হাত পড়েই ৷ একই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনাতেও প্রভাব পড়ে ৷ তাই এই ধরনের কঠিন পরিস্থিতি এড়ানোর জন্য স্বাস্থ্যবিমার পাশাপাশি ক্যানসারের জন্য নির্দিষ্ট বিমাও করে রাখা প্রয়োজন ৷

যদি আপনার স্বাস্থ্যবিমা ক্যানসারের (Insurance for Cancer Treatment) চিকিৎসার জন্য পর্যাপ্ত না হয়, তাহলে ক্যানসারের জন্য নির্দিষ্ট বা জটিল রোগের জন্য প্রয়োজনীয় বিমা করিয়ে নেওয়া দরকার ৷ এর ফলে চিকিৎসা খরচের পাশাপাশি চিকিৎসার জন্য যাতায়াত, ওষুধ, থাকা-খাওয়ার খরচও বহন করে ৷

এই ধরনের বিমা 90 থেকে 180 দিনের মধ্যে গ্রহণযোগ্য হয় ৷ তবে তা নির্ভর করছে বিমা সংস্থার উপর ৷ এই সময়সীমার মধ্যে গ্রাহকরা বিমার টাকার জন্য আবেদন করতে পারেন না ৷ প্রথমবার রোগ নির্ণয়ের পর যতদিন না পর্যন্ত কভারেজ পাওয়া যাচ্ছে, সেটাই সারভাইভাল পিরিয়ড ৷ যদি এই সময় রোগী বেঁচে যান, তাহলে তার পরই রোগের যত্ন ও চিকিৎসার খরচ পাওয়ার জন্য যোগ্য হবেন সংশ্লিষ্ট রোগী ৷ এই সারভাইভাল পিরিয়ড 30 দিন থেকে ছ’মাসের মধ্যে হতে পারে ৷

বিমা নেওয়ার সময় দেখে নিতে হবে যে বিভিন্ন ধরনের ক্যানসার বা সবচেয়ে বেশি সংখ্যক ক্যানসারের ধরনের চিকিৎসার সুবিধা পাওয়া যায় ৷ ক্রনিক ও ব্যয়বহুল হওয়ায় বিমার পরিমাণও বেশি হওয়া উচিত ৷ অস্ত্রোপচার, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এবং অন্য চিকিৎসার খরচের হিসেব আগেই করে নিতে হবে ৷ আর সেই অনুযায়ী বিমার পরিমাণ রাখতে হবে ৷

বিমার মেয়াদ যত দীর্ঘ হবে, ততই ভালো ৷ অধিকাংশ বিমাই এখন 80 বছর বয়স পর্যন্ত কভারেজ দেয় ৷ আর এই বিমা নেওয়ার সময় মনে করতে সাধারণ স্বাস্থ্যবিমার সঙ্গে এটাও অত্যন্ত জরুরি ৷ তাই বিমার সমস্ত দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত ৷

আরও পড়ুন : রক্তের একটি পরীক্ষাতেই সহজে শনাক্ত করা যাবে বিভিন্ন ধরনের ক্যানসার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.