মুম্বই, 10 ফেব্রুয়ারি: সংকটে জর্জরিত আদানি গ্রুপের শীর্ষ ম্যানেজমেন্টের সঙ্গে শীঘ্রই দেখা করে উদ্ভূত পরিস্থিতির ব্যাখ্যা চাইবে এলআইসি কর্তৃপক্ষ (LIC to Meet Adani Group)৷ বৃহস্পতিবার এই বিমা সংস্থার চেয়ারম্যান এমআর কুমার এ কথা জানিয়েছেন । আদানি গোষ্ঠীর সংস্থাগুলির স্টকে এলআইসির বিনিয়োগে বিরোধী দলগুলির পাশাপাশি বিনিয়োগকারীদের সমালোচনার মুখে পড়েছে বিমা সংস্থা ৷
আমেরিকার হিন্ডেনবার্গ রিসার্চ গৌতম আদানি নেতৃত্বাধীন গোষ্ঠীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনার পর থেকেই এই নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে ৷ আদানির কোম্পানিগুলিতে এলআইসি-র বিনিয়োগ নিয়েও উদ্বেগে পড়েছেন বিনিয়োগকারীরা ৷ এই অবস্থায় বৃহস্পতিবার এলআইসি-র চেয়ারম্যান এমআর কুমার আর্নিং কনফারেন্সে জানান, "আমাদের বিনিয়োগকারী দল ইতিমধ্যেই আদানিদের কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট ভাবে জানতে চেয়েছে ৷ তবে আমাদের শীর্ষস্থানীয় ম্যানেজমেন্ট এখনও তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি কারণ আমরা ফলাফল প্রস্তুত করতে ব্যস্ত ছিলাম । আমরা শীঘ্রই তাঁদের সঙ্গে দেখা করতে যাচ্ছি এবং এ বিষয়ে তাঁদের ব্যাখ্যা চাইব । আমরা বুঝতে চাই বাজারে এবং গ্রুপে কী ঘটছে ৷ তাঁরা কীভাবে পুরো সংকটটি সামলাচ্ছে তা জানতে আমরা শীঘ্রই কথা বলব ।"
আরও পড়ুন: কঠোরভাবে নিয়ম মেনে বিনিয়োগ, আদানি বিতর্কে উদ্বেগ কাটাতে সরকারকে জানাল এলআইসি
কুমার অবশ্য এলআইসি এবং আদানি গোষ্ঠীর আধিকারিকদের মধ্যে বৈঠকের সময়সীমা দিতে অস্বীকার করেন। দেশের বৃহত্তম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এলআইসি আদানি গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলির দ্বিতীয় বৃহত্তম শেয়ারহোল্ডার ৷ 27 জানুয়ারি পর্যন্ত আদানিদের কোম্পানিতে তাদের বিনিয়োগের পরিমাণ 36,474.78 কোটি টাকা ৷ শতাংশের বিচারে যা ওই কোম্পানিগুলির মোট পাবলিক হোল্ডিংয়ের 4.23 শতাংশ । কিন্তু এলআইসি-র ম্যানেজমেন্টের অধীনে 44.76 লক্ষ কোটি টাকার বিনিয়োগ সম্পদের জন্য, এটি মাত্র 0.97 শতাংশ ।
30 জানুয়ারি এলআইসি জনগণের উদ্দেশে একটি বিবৃতি জারি করে জানায়, আদানি গ্রুপের কোম্পানিগুলিতে ইক্যুইটি এবং ঋণের অধীনে বর্তমানে এলআইসি-র মোট হোল্ডিং হল 36.474.78 কোটি টাকা ৷ এটি 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 35.917.31 কোটি টাকা ছিল ৷