হায়দরাবাদ, 28: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির বড় ঘোষণা ৷ গণেশ চতুর্থীর দিন ইন্টারনেট দুনিয়ায় বিপ্লব আনতে চলেছে রিলায়েন্স ৷ 19 সেপ্টেম্বর থেকে জিও এয়ার-ফাইবার পরিষেবা দিতে চলেছে এই কোম্পানি ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 46তম বার্ষিক সাধারণ সভায় এমনই ঘোষণা করেছেন মুকেশ আম্বানি ৷
এদিন তিনি বলেন, "রিলায়েন্সের লক্ষ্য 200 মিলিয়নেরও বেশি ভারতীয় বাড়িতে জিও ফাইবার পৌঁছে দেওয়া ৷ আজ, ভারতে ওয়ার্কিং সেক্টরে মোট 5G পরিষেবার প্রায় 85 শতাংশ জিও'র। ডিসেম্বরের মধ্যে আমাদের প্রায় 1 মিলিয়নের বেশি 5জি পরিষেবা চালু হবে। অপটিক্যাল ফাইবারের সাহায্যে প্রতিদিন 15 হাজার গ্রাহক আমাদের সঙ্গে যুক্ত হতে পারছেন ৷ কিন্তু জিও এয়ার ফাইবার এসে গেলে সেই সংখ্যাটা আরও বেড়ে যাবে ৷ প্রতিদিন তখন লাখেরও বেশি গ্রাহককে ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম হবে জিও ৷ এক কথায় প্রায় 10 শতাংশ পরিষেবা বৃদ্ধি পাবে একদিনে ৷
তিনি আরও বলেন, "আগামী তিন বছরের মধ্যে প্রায় 200 মিলিয়ন বাড়িতে পৌঁছে যাবে জিও ফাইবার পরিষেবা অপটিক্যাল ফাইবার পরিষেবা 1 কোটিরও বেশি বাড়ি এবং অফিসে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে জিও ট্রু 5জি দেশের 96 শতাংশ শহরে পৌঁছে গিয়েছে। 2023 সালের ডিসেম্বরের মধ্যেই তা দেশের সব এলাকায় পৌঁছে যাবে।"
-
#WATCH | "Jio AirFibre to launch on Ganesh Chaturthi- September 19," says Reliance Industries chairman Mukesh Ambani pic.twitter.com/03OZJbt4Ys
— ANI (@ANI) August 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | "Jio AirFibre to launch on Ganesh Chaturthi- September 19," says Reliance Industries chairman Mukesh Ambani pic.twitter.com/03OZJbt4Ys
— ANI (@ANI) August 28, 2023#WATCH | "Jio AirFibre to launch on Ganesh Chaturthi- September 19," says Reliance Industries chairman Mukesh Ambani pic.twitter.com/03OZJbt4Ys
— ANI (@ANI) August 28, 2023
এখন প্রশ্ন হল জিও এয়ার ফাইবার কী? জিও এয়ার-ফাইবার হল কোনও তার ছাড়াই বাতাসে ফাইবারের মাধ্যমে গতি সরবরাহ করা ৷ ব্যবহারকারীদের কেবল এটিকে প্লাগ ইন করতে হবে, তারপর এটি চালু করতে হবে ৷ এটিই হবে বাড়িতে তাদের একটি ব্যক্তিগত ওয়াইফাই হটস্পট। জিও এয়ার ফাইবার হল ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস যা, হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম ৷ স্মার্টফোন, পিসি, ট্যাবলেট, স্মার্ট টিভি এবং সেট-টপ বক্স-সহ একাধিক ডিভাইসে ইন্টারনেটের গতির সঙ্গে কোনও রকম আপস করবে জিও এয়ার-ফাইবার ৷
আরও পড়ুন: সরলেন নীতা আম্বানি, রিলায়েন্সের বোর্ডে মুকেশের তিন পুত্র-কন্যা
জিও'র মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে বলতে গিয়ে মুকেশ আম্বানি জানিয়েছেন, জিও টেলিকম পরিষেবা সাত বছর আগে চালু করা হয়েছিল। এখন দেশের 96 শতাংশ ব্যবহারকারী জিও'র 5জি পরিষেবা পাচ্ছেন ৷ 2023 সালের ডিসেম্বরের মধ্যে বাকি জায়গাগুলিকে পৌঁছে যাবে জিও 5জি পরিষেবা ৷ অন্যদিকে, জিও এয়ার ফাইবার গণেশ চতুর্থীতে অর্থাৎ 19 সেপ্টেম্বর দেশব্যাপী চালু হবে। এটি গ্রাহকদের হাইস্পিড ইন্টারনেট পরিষেবা প্রদান করবে।