ETV Bharat / business

Jio Air-Fiber: গণেশ চতুর্থীতে হাইস্পিড ইন্টারনেট পরিষেবায় চালু হচ্ছে জিও এয়ার-ফাইবার, ঘোষণা মুকেশ আম্বানির - রিলায়েন্স ইন্ডাষ্ট্রি

Jio AirFiber launched on Ganesh Chaturthi: গণেশ চতুর্থীতে অর্থাৎ ১৯ সেপ্টেম্বর দেশজুড়ে চালু হবে জিও এয়ার-ফাইবার পরিষেবা ৷ সোমবার জানিয়েছেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ এটি গ্রাহকদের হাই স্পিড ইন্টারনেট প্রদান করবে।

Etv Bharat
জিও এয়ার-ফাইবার-এর ঘোষণা মুকেশ আম্বানির
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 5:16 PM IST

হায়দরাবাদ, 28: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির বড় ঘোষণা ৷ গণেশ চতুর্থীর দিন ইন্টারনেট দুনিয়ায় বিপ্লব আনতে চলেছে রিলায়েন্স ৷ 19 সেপ্টেম্বর থেকে জিও এয়ার-ফাইবার পরিষেবা দিতে চলেছে এই কোম্পানি ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 46তম বার্ষিক সাধারণ সভায় এমনই ঘোষণা করেছেন মুকেশ আম্বানি ৷

এদিন তিনি বলেন, "রিলায়েন্সের লক্ষ্য 200 মিলিয়নেরও বেশি ভারতীয় বাড়িতে জিও ফাইবার পৌঁছে দেওয়া ৷ আজ, ভারতে ওয়ার্কিং সেক্টরে মোট 5G পরিষেবার প্রায় 85 শতাংশ জিও'র। ডিসেম্বরের মধ্যে আমাদের প্রায় 1 মিলিয়নের বেশি 5জি পরিষেবা চালু হবে। অপটিক্যাল ফাইবারের সাহায্যে প্রতিদিন 15 হাজার গ্রাহক আমাদের সঙ্গে যুক্ত হতে পারছেন ৷ কিন্তু জিও এয়ার ফাইবার এসে গেলে সেই সংখ্যাটা আরও বেড়ে যাবে ৷ প্রতিদিন তখন লাখেরও বেশি গ্রাহককে ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম হবে জিও ৷ এক কথায় প্রায় 10 শতাংশ পরিষেবা বৃদ্ধি পাবে একদিনে ৷

তিনি আরও বলেন, "আগামী তিন বছরের মধ্যে প্রায় 200 মিলিয়ন বাড়িতে পৌঁছে যাবে জিও ফাইবার পরিষেবা অপটিক্যাল ফাইবার পরিষেবা 1 কোটিরও বেশি বাড়ি এবং অফিসে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে জিও ট্রু 5জি দেশের 96 শতাংশ শহরে পৌঁছে গিয়েছে। 2023 সালের ডিসেম্বরের মধ্যেই তা দেশের সব এলাকায় পৌঁছে যাবে।"

এখন প্রশ্ন হল জিও এয়ার ফাইবার কী? জিও এয়ার-ফাইবার হল কোনও তার ছাড়াই বাতাসে ফাইবারের মাধ্যমে গতি সরবরাহ করা ৷ ব্যবহারকারীদের কেবল এটিকে প্লাগ ইন করতে হবে, তারপর এটি চালু করতে হবে ৷ এটিই হবে বাড়িতে তাদের একটি ব্যক্তিগত ওয়াইফাই হটস্পট। জিও এয়ার ফাইবার হল ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস যা, হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম ৷ স্মার্টফোন, পিসি, ট্যাবলেট, স্মার্ট টিভি এবং সেট-টপ বক্স-সহ একাধিক ডিভাইসে ইন্টারনেটের গতির সঙ্গে কোনও রকম আপস করবে জিও এয়ার-ফাইবার ৷

আরও পড়ুন: সরলেন নীতা আম্বানি, রিলায়েন্সের বোর্ডে মুকেশের তিন পুত্র-কন্যা

জিও'র মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে বলতে গিয়ে মুকেশ আম্বানি জানিয়েছেন, জিও টেলিকম পরিষেবা সাত বছর আগে চালু করা হয়েছিল। এখন দেশের 96 শতাংশ ব্যবহারকারী জিও'র 5জি পরিষেবা পাচ্ছেন ৷ 2023 সালের ডিসেম্বরের মধ্যে বাকি জায়গাগুলিকে পৌঁছে যাবে জিও 5জি পরিষেবা ৷ অন্যদিকে, জিও এয়ার ফাইবার গণেশ চতুর্থীতে অর্থাৎ 19 সেপ্টেম্বর দেশব্যাপী চালু হবে। এটি গ্রাহকদের হাইস্পিড ইন্টারনেট পরিষেবা প্রদান করবে।

হায়দরাবাদ, 28: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির বড় ঘোষণা ৷ গণেশ চতুর্থীর দিন ইন্টারনেট দুনিয়ায় বিপ্লব আনতে চলেছে রিলায়েন্স ৷ 19 সেপ্টেম্বর থেকে জিও এয়ার-ফাইবার পরিষেবা দিতে চলেছে এই কোম্পানি ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 46তম বার্ষিক সাধারণ সভায় এমনই ঘোষণা করেছেন মুকেশ আম্বানি ৷

এদিন তিনি বলেন, "রিলায়েন্সের লক্ষ্য 200 মিলিয়নেরও বেশি ভারতীয় বাড়িতে জিও ফাইবার পৌঁছে দেওয়া ৷ আজ, ভারতে ওয়ার্কিং সেক্টরে মোট 5G পরিষেবার প্রায় 85 শতাংশ জিও'র। ডিসেম্বরের মধ্যে আমাদের প্রায় 1 মিলিয়নের বেশি 5জি পরিষেবা চালু হবে। অপটিক্যাল ফাইবারের সাহায্যে প্রতিদিন 15 হাজার গ্রাহক আমাদের সঙ্গে যুক্ত হতে পারছেন ৷ কিন্তু জিও এয়ার ফাইবার এসে গেলে সেই সংখ্যাটা আরও বেড়ে যাবে ৷ প্রতিদিন তখন লাখেরও বেশি গ্রাহককে ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম হবে জিও ৷ এক কথায় প্রায় 10 শতাংশ পরিষেবা বৃদ্ধি পাবে একদিনে ৷

তিনি আরও বলেন, "আগামী তিন বছরের মধ্যে প্রায় 200 মিলিয়ন বাড়িতে পৌঁছে যাবে জিও ফাইবার পরিষেবা অপটিক্যাল ফাইবার পরিষেবা 1 কোটিরও বেশি বাড়ি এবং অফিসে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে জিও ট্রু 5জি দেশের 96 শতাংশ শহরে পৌঁছে গিয়েছে। 2023 সালের ডিসেম্বরের মধ্যেই তা দেশের সব এলাকায় পৌঁছে যাবে।"

এখন প্রশ্ন হল জিও এয়ার ফাইবার কী? জিও এয়ার-ফাইবার হল কোনও তার ছাড়াই বাতাসে ফাইবারের মাধ্যমে গতি সরবরাহ করা ৷ ব্যবহারকারীদের কেবল এটিকে প্লাগ ইন করতে হবে, তারপর এটি চালু করতে হবে ৷ এটিই হবে বাড়িতে তাদের একটি ব্যক্তিগত ওয়াইফাই হটস্পট। জিও এয়ার ফাইবার হল ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস যা, হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম ৷ স্মার্টফোন, পিসি, ট্যাবলেট, স্মার্ট টিভি এবং সেট-টপ বক্স-সহ একাধিক ডিভাইসে ইন্টারনেটের গতির সঙ্গে কোনও রকম আপস করবে জিও এয়ার-ফাইবার ৷

আরও পড়ুন: সরলেন নীতা আম্বানি, রিলায়েন্সের বোর্ডে মুকেশের তিন পুত্র-কন্যা

জিও'র মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে বলতে গিয়ে মুকেশ আম্বানি জানিয়েছেন, জিও টেলিকম পরিষেবা সাত বছর আগে চালু করা হয়েছিল। এখন দেশের 96 শতাংশ ব্যবহারকারী জিও'র 5জি পরিষেবা পাচ্ছেন ৷ 2023 সালের ডিসেম্বরের মধ্যে বাকি জায়গাগুলিকে পৌঁছে যাবে জিও 5জি পরিষেবা ৷ অন্যদিকে, জিও এয়ার ফাইবার গণেশ চতুর্থীতে অর্থাৎ 19 সেপ্টেম্বর দেশব্যাপী চালু হবে। এটি গ্রাহকদের হাইস্পিড ইন্টারনেট পরিষেবা প্রদান করবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.