হায়দরাবাদ, 13 অক্টোবর: করোনা নামক অতিমারি বাগে এলেও তার জেরে বিশ্বব্যাপী যে আর্থিক মন্দার পরিস্থিতি (Global Economic Slowdown), তা এখনও চলছে ৷ স্বাভাবিকভাবেই এই মন্দার প্রভাব গিয়ে পড়েছে দেশের স্টার্ট-আপ ফান্ডিং'য়ে (Startup funding in India) ৷ গত কয়েকবছরে স্টার্ট-আপের কারণে বিশ্বে সুখ্যাতি বেড়েছে ভারতের ৷ কিন্তু পিডব্লিউসি ইন্ডিয়ার (PwC India) প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের স্টার্টআপ তহবিল দু'বছরে সবচেয়ে তলানিতে পৌঁছেছে ৷ অংকটা 2.7 বিলিয়ন মার্কিন ডলার (Indian startup funding hits 2-yr low in Q3 of 2022) ৷
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে এদেশের মাত্র দু'টি সংস্থা স্টার্ট-আপ ইউনিকর্নের মর্যাদা পেয়েছে ৷ প্রতিবেদনে বলা হয়েছে, "বিশ্বব্যাপী তহবিলের মন্দা ভারতে স্টার্ট-আপ তহবিলকেও প্রভাবিত করেছে ৷ চলতি বছর তৃতীয় ত্রৈমাসিকে 205টি চুক্তিতে 2.7 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে, যা গত দু'বছরে সর্বনিম্ন।" পিডব্লিউসি ইন্ডিয়ার তরফে অমিত নাওকা বলেন, "এটা আগাম বলা খুব মুশকিল বিশ্বব্যাপী তহবিলে এহেন মন্দা কতদিন চলবে, তবে এটা ঠিক যে বিনিয়োগকারীদের পাশাপাশি স্টার্ট-আপকারীরাও চুক্তির ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়েছেন ৷"
যদিও এক্ষেত্রে আশার বাণীও শুনিয়েছেন তিনি ৷ অমিত নাওকার মতে, "বিনিয়োগকারীরা পুনরায় অনেকটাই পুঁজি এককাট্টা করতে সক্ষম হয়েছেন ৷ সেগুলি পুনরায় বিনিয়োগ করা হবে ৷ স্বভাবতই ভারতের স্টার্ট-আপ ইকোসিস্টেম আগের অবস্থায় ফিরে আসবে শীঘ্রই ৷"
আরও পড়ুন: মেয়াদি জীবন বিমায় লগ্নি টানতে ‘জিরো কস্ট টার্ম ইনসুরেন্স সুবিধা গ্রাহকদের
পিডব্লিউসি-র রিপোর্টে বলা হয়েছে, "স্টার্ট-আপ সংস্থাগুলোর সঙ্গে জড়িত 38টি M&A চুক্তি চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে সম্পাদিত হয়েছে ৷ এর মধ্যে 30টি আভ্যন্তরীণ, পাঁচটি ইনবাউন্ড এবং তিনটি আউটবাউন্ড চুক্তি ৷ সফটওয়্যার অ্যাস এ সার্ভিস (SaaS) এবং বিভিন্ন শিক্ষামূলক সংস্থা (EdTech) এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক M&A চুক্তির সাক্ষী ছিল ৷ রিপোর্টে প্রকাশ, Edtech কোম্পানি upGrad এই ত্রৈমাসিকে উলভস ইন্ডিয়া, হরপ্পা এডুকেশন, এক্সামপুর এবং সেন্টাম লার্নিং চারটি অধিগ্রহণের সঙ্গে শীর্ষ অধিগ্রহণকারী হয়েছে ৷