নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: ভারতীয় মুদ্রার দামে সর্বকালীন পতন (Rupee Falls to All-time Low)৷ মার্কিন ডলারের (US dollar) তুলনায় ভারতীয় মুদ্রার দাম আবারও তলানিতে এসে ঠেকেছে ৷ 40 পয়সা পড়েছে ভারতীয় মুদ্রার দাম (Indian Rupee falls 40 paise)৷ প্রতি মার্কিন ডলার ভারতীয় মুদ্রার দাম হয়েছে 81.93 টাকা ৷ এর আগে কখনও এত নিচে নামেনি প্রতি ডলার টাকার দাম ৷
মঙ্গলবার ভারতীয় মুদ্রার দাম সামান্য বেড়ে ডলার পিছু দাম হয়েছিল 81.53 টাকা ৷ টাকার দাম বেড়েছিল 14 পয়সা ৷ তবে বুধবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই বিপুল পতন হয় ভারতীয় মুদ্রার দামে ৷
রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ বিশ্লেষক শ্রীরাম আইয়ার বলেছেন, ডলারের ঊর্ধ্বমুখী গতিবেগ ফের শুরু হওয়ায় বুধবার ভারতীয় মুদ্রা দুর্বল হয়ে পড়ে । স্থানীয় ইউনিট এশিয়ান এবং উদীয়মান বাজারের দুর্বলতা ট্র্যাক করতে পারে ৷ আইয়ারের আশা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই অস্থিরতা রোধ করতে আসরে নামতে পারে ৷
আরও পড়ুন: স্টক মার্কেটে রক্তক্ষরণ অব্যাহত, ভারতীয় মুদ্রার রেকর্ড পতন
বিশেষজ্ঞদের দাবি, বর্তমান প্রেক্ষাপটে বিশ্বব্যাপী স্টক মার্কেটের উপর চাপ বাড়ছে ৷ তার জেরেই বাড়ছে মূল্যবৃদ্ধির আশংকা ৷ বিশ্বজুড়ে বাড়ছে বহু মানুষের কাজ হারানোর সম্ভাবনাও ৷ শেয়ারবাজারের রক্তক্ষরণের জেরে গত সোমবারও ভারতীয় মুদ্রার রেকর্ড পতন হয়েছিল ৷