হায়দরাদ : দীপাবলী এলেই আমাদের ব্যস্ততা বেড়ে যায় । আবর্জনা সাফ করে ঘর সাজানো থেকে শুরু করে নতুন পোশাক কেনা বা বাজি ফাটানো বাদ যায় না কিছুই । জীবনের যাবতীয় অন্ধকার দূর করার বার্তা নিয়ে আসে আলোর উৎসব। একইভাবে আমাদের বিভিন্ন বিনিয়োগ থেকে শুরু করে অতীতে নেওয়া আর্থিক সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবারও সময় এটা । কোনও জায়গা থেকে যদি প্রত্যাশামতো রিটার্ন না মেলে তাহলে অন্য কোনও খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে হবে এখনই । আলোর উৎসবের রেশ যাতে আমাদের আর্থিক জীবনেও পড়ে সেটা নিশ্চিত করতে হবে আমাদেরই (Bring happiness in your financial live with these simple steps)।
কালিপুজো বা দীপাবলির সময় খাওয়া-দাওয়া থেকে বাজি পোড়ানোর সময় আমাদের অতিরিক্ত যত্নবান হতে হয় । বিশেষ করে বাজি যাতে বাড়ির ছোটদের কোনও ক্ষতি করতে না পারে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব । আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও বিষয়টা প্রায় এক । প্রথম পদক্ষেপ হিসেবে এই দীপাবলিতে নতুন একটা জীবন বীমা করা যেতে পারে ।
তাছাড়া সাধারণ খরচ-খরচার সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন বীমা নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া দরকার। মধ্যবিত্ত থেকে শুরু করে সমাজের আর্থিক কাঠামোর বিভিন্ন ধাপে অবস্থান করা মানুষরা সাধারণ নির্দিষ্ট প্রয়োজন মাথায় রেখে বিনিয়োগ করেন । নিয়মিত ব্যবধান সেখান থেকে যে টাকা আসে তা কোনও না কোনও প্রয়োজনে খরচ করা হয়ে থাকে । এখন দেখার যে বিনিয়োগের রিটার্ন দিয়ে আমরা যে খরচ করব ভেবেছিলাম সেটা ঠিকমতো করা যাচ্ছে কি না । যদি উত্তর নেতিবাচক হয় তাহলে আর দেরি নয় দীপাবলিতে ঘর সাফাইয়ের মতো ওই নির্দিষ্ট বিনিয়োগকে জীবন থেকে বিদায় নিন । আলোর উৎসবে ভাবুন নতুন করে ।
আরও পড়ুন: শেয়ারবাজারে বিনিয়োগ কখনই নিশ্চিত আয়ের পথ নয়, জানুন কেন ?