ETV Bharat / business

International Monetary Fund: বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাসের পূর্বাভাস আইএমএফের - আন্তর্জাতিক মুদ্রা তহবিল

2023 সালে 3.0 শতাংশ ৷ 2024 সালে কমে 2.9 শতাংশ ৷ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হ্রাসের পূর্বাভাস দিল আইএমএফ ৷

International Monetary Fund
আইএমএফ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 2:54 PM IST

নয়াদিল্লি, 30 অক্টোবর: বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পতনের সম্ভাবনা ৷ 2023 সালে 3.0 শতাংশ কমবে ৷ 2024 সালে তা আরও কমে 2.9 শতাংশে নেমে আসবে বলে মনে করা হচ্ছে ৷ এমনটাই পূর্বাভাস দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৷ আইএমএফের রিপোর্ট অনুসারে, সাম্প্রতি সময়ে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে প্রকাশিত এই পূর্বাভাসটি কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধির হারকে প্রতিফলিত করছে । তবে বিশ্ব অর্থনীতি একাধিক ধাক্কা এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান পরিবর্তনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল এক্সে পোস্ট করে জানিয়েছে, "বিশ্বব্যাপী অর্থনৈতিক বৃদ্ধি 2023 সালে 3.0 শতাংশ এবং 2024 সালে 2.9 শতাংশে থাকবে ৷ বিশ্ব অর্থনীতিকে একাধিক ধাক্কা এবং জীবনযাত্রার ব্যয়-সঙ্কট থেকে পুনরুদ্ধার করা সম্ভব হলেও প্রবৃদ্ধির পূর্বাভাস কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন ৷ আইএমএফের অক্টোবর 2023-এর 'ভিগেটিং গ্লোবাল ডাইভারজেন্সেস' রিপোর্টে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য অর্থনৈতিক পুনরুদ্ধার অর্জনের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলির কথা তুলে ধরা হয়েছে ৷

পূর্বাভাসে 2022 সালে 3.5 শতাংশ থেকে 2023 সালে 3.0 শতাংশ এবং 2024 সালে 2.9 শতাংশে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নেমে আসার প্রত্যাশা করা হয়েছে ৷ 2000 থেকে 2019 এর মধ্যে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.8 শতাংশ ছিল ৷ যা উল্লেখযোগ্য হ্রাস পেয়ে চলেছে ৷ 2022-এর 2.6 শতাংশ বৃদ্ধি থেকে 2023 সালে 1.5 শতাংশ এবং 2024 সালে 1.4 শতাংশে নেমে আসবে ৷

আরও পড়ুন: জাপানকেও ছাপিয়ে 2030-এর মধ্যে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে ভারত!

বিশেষজ্ঞদের মতে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নীতি কঠোর করায় প্রভাব পড়েছে ৷ তার জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস দায়ী । উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতি 2022 সালে 4.1 শতাংশ থেকে 2023 এবং 2024 উভয় ক্ষেত্রেই 4.0 শতাংশে প্রবৃদ্ধির সামান্য হ্রাসের সাক্ষী হতে পারে । আইএমএফের রিপোর্ট ইঙ্গিত করে যে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ধীরে ধীরে হ্রাস পাবে ৷ আশা করা হচ্ছে, 2022 সালে 8.7 শতাংশ থেকে 2023 সালে 6.9 শতাংশ এবং 2024 সালে 5.8 শতাংশে নেমে আসবে ৷ এই পতন কঠোর আর্থিক নীতি এবং নিম্ন আন্তর্জাতিক পণ্যের দামের ফলে হবে ৷ তবে মূল মুদ্রাস্ফীতি ধীর গতিতে হ্রাস পাবে বলে অনুমান করা হচ্ছে ৷ বেশিরভাগ ক্ষেত্রে 2025 সাল পর্যন্ত মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রায় ফিরে আসার সম্ভাবনা কম ।

নয়াদিল্লি, 30 অক্টোবর: বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পতনের সম্ভাবনা ৷ 2023 সালে 3.0 শতাংশ কমবে ৷ 2024 সালে তা আরও কমে 2.9 শতাংশে নেমে আসবে বলে মনে করা হচ্ছে ৷ এমনটাই পূর্বাভাস দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৷ আইএমএফের রিপোর্ট অনুসারে, সাম্প্রতি সময়ে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে প্রকাশিত এই পূর্বাভাসটি কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধির হারকে প্রতিফলিত করছে । তবে বিশ্ব অর্থনীতি একাধিক ধাক্কা এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান পরিবর্তনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল এক্সে পোস্ট করে জানিয়েছে, "বিশ্বব্যাপী অর্থনৈতিক বৃদ্ধি 2023 সালে 3.0 শতাংশ এবং 2024 সালে 2.9 শতাংশে থাকবে ৷ বিশ্ব অর্থনীতিকে একাধিক ধাক্কা এবং জীবনযাত্রার ব্যয়-সঙ্কট থেকে পুনরুদ্ধার করা সম্ভব হলেও প্রবৃদ্ধির পূর্বাভাস কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন ৷ আইএমএফের অক্টোবর 2023-এর 'ভিগেটিং গ্লোবাল ডাইভারজেন্সেস' রিপোর্টে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য অর্থনৈতিক পুনরুদ্ধার অর্জনের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলির কথা তুলে ধরা হয়েছে ৷

পূর্বাভাসে 2022 সালে 3.5 শতাংশ থেকে 2023 সালে 3.0 শতাংশ এবং 2024 সালে 2.9 শতাংশে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নেমে আসার প্রত্যাশা করা হয়েছে ৷ 2000 থেকে 2019 এর মধ্যে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.8 শতাংশ ছিল ৷ যা উল্লেখযোগ্য হ্রাস পেয়ে চলেছে ৷ 2022-এর 2.6 শতাংশ বৃদ্ধি থেকে 2023 সালে 1.5 শতাংশ এবং 2024 সালে 1.4 শতাংশে নেমে আসবে ৷

আরও পড়ুন: জাপানকেও ছাপিয়ে 2030-এর মধ্যে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে ভারত!

বিশেষজ্ঞদের মতে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নীতি কঠোর করায় প্রভাব পড়েছে ৷ তার জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস দায়ী । উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতি 2022 সালে 4.1 শতাংশ থেকে 2023 এবং 2024 উভয় ক্ষেত্রেই 4.0 শতাংশে প্রবৃদ্ধির সামান্য হ্রাসের সাক্ষী হতে পারে । আইএমএফের রিপোর্ট ইঙ্গিত করে যে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ধীরে ধীরে হ্রাস পাবে ৷ আশা করা হচ্ছে, 2022 সালে 8.7 শতাংশ থেকে 2023 সালে 6.9 শতাংশ এবং 2024 সালে 5.8 শতাংশে নেমে আসবে ৷ এই পতন কঠোর আর্থিক নীতি এবং নিম্ন আন্তর্জাতিক পণ্যের দামের ফলে হবে ৷ তবে মূল মুদ্রাস্ফীতি ধীর গতিতে হ্রাস পাবে বলে অনুমান করা হচ্ছে ৷ বেশিরভাগ ক্ষেত্রে 2025 সাল পর্যন্ত মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রায় ফিরে আসার সম্ভাবনা কম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.