নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রের (Scheme for MSMEs) জন্য একটি সংশোধিত ক্রেডিট গ্যারান্টি স্কিম (Credit Guarantee Scheme) চালু করা হবে ৷ বুধবার সংসদে বাজেট (Union Budget 2023) পেশের সময় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman Latest News)। তিনি জানান, 1 এপ্রিল থেকে চালু হবে এই প্রকল্প ৷ এর জন্য খরচ হবে 9,000 কোটি টাকা ৷ এ ছাড়াও দেশীয় পর্যটনের জন্য চালু করা হবে 'দেখো আপনা দেশ'৷
দেখো আপনা দেশ: 2023-24 বাজেট পেশের সময় বুধবার নির্মলা সীতারমন বলেন যে, কেন্দ্রীয় সরকার দেশীয় পর্যটনকে উন্নীত করার জন্য 'দেখো আপনা দেশ' উদ্যোগ চালু করবে ।
ন্যাশনাল ফিনানশিয়াল ইনফরমেশন রেজিস্ট্রি: সরকার ঋণের সরবরাহ সহজতর করার জন্য এবং আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য জাতীয় আর্থিক তথ্য রেজিস্ট্রি অর্থাৎ ন্যাশনাল ফিনানশিয়াল ইনফরমেশন রেজিস্ট্রি স্থাপন করবে । সীতারমন আরও জানান যে, আর্থিক খাতের নিয়ন্ত্রকদের বিদ্যমান বিধিগুলির ব্যাপক পর্যালোচনা করতে বলা হবে ।
আরও পড়ুন: গরিব-বিরোধী সুবিধাবাদীদের বাজেট, কেন্দ্রকে নিশানা মমতার
আইটি পোর্টাল চালু হবে: দাবি না করা শেয়ার এবং লভ্যাংশ পুনরুদ্ধার করার জন্য একটি সমন্বিত আইটি পোর্টাল চালু করা হবে বলে জানান নির্মলা সীতারমন ৷ তিনি বলেন, সরকার আইএফএসসি গিফট সিটিতে নিবন্ধন এবং অনুমোদনের জন্য একটি একক উইন্ডো সিস্টেমও স্থাপন করবে । কোম্পানি আইনের অধীনে ফর্ম ফাইল করা কোম্পানিগুলির দ্রুত প্রতিক্রিয়ার জন্য একটি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ কেন্দ্রও স্থাপন করা হবে বলে জানান তিনি ।
মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র: এ ছাড়াও নির্মলা সীতারমন জানান যে, একটি এককালীন নতুন ছোট সঞ্চয় প্রকল্প মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র 2025 সাল পর্যন্ত দুই বছরের জন্য উপলব্ধ করা হবে । 2 বছরের জন্য রাখা যাবে 2 লক্ষ টাকা । সুদের হার থাকবে 7.5 শতাংশ । 2025 সালের 31 মার্চ পর্যন্ত এই টাকা রাখা যাবে ।