নয়া দিল্লি, 16 অগস্ট: এইচডিএফসি সিকিউরিটিজ অনুসারে, মঙ্গলবার রাজধানীতে সোনার দাম 764 টাকা কমে 52,347 টাকা প্রতি 10 গ্রাম হয়েছে (Gold And Silver Price)। আগে প্রতি 10 গ্রামের দাম ছিল 53,111 টাকা ছিল ।
আরও পড়ুন: দ্রুত হোমলোন শেষ করার সহজ উপায়
রুপো 1,592 টাকা কমে প্রতি কেজি 58,277 টাকা হয়েছে যা আগের বাণিজ্যে প্রতি কেজি 59,869 টাকা ছিল । এইচডিএফসি সিকিউরিটিজের সিনিয়র বিশ্লেষক (পণ্য) তপন প্যাটেল বলেছেন, " সোনার দামে রাতারাতি পতন হয়েছে ।" আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি 1,775 মার্কিন ডলারে এবং রূপা প্রতি আউন্স 20.13 মার্কিন ডলারে ফ্ল্যাট ছিল ।