ETV Bharat / business

Get Ready to Endure Recession: মন্দা-মুদ্রাস্ফীতি-হঠাৎ বেকারত্ব কী করে সামাল দেবেন ? এভাবে নিন প্রস্তুতি

বিশ্বজুড়ে আর্থিক মন্দা ঘনিয়ে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে (Get Ready to Endure Recession)৷ তার প্রভাব ভারতেও পড়বে ৷ হঠাৎ চাকরি হারালে কী করবেন (Job Loss)? কঠিন পরিস্থিতির থেকে আগাম প্রস্তুতি নিতে কী করা উচিত (Financial Planning)?

Get financially ready to endure recession and job loss
মন্দা-মুদ্রাস্ফীতি-হঠাৎ বেকারত্ব কীভাবে সামাল দেবেন ? এভাবে নিন প্রস্তুতি
author img

By

Published : Nov 11, 2022, 12:24 PM IST

হায়দরাবাদ, 11 নভেম্বর: খুব শিগগিরই বা কিছুদিন পর বিশ্বব্যাপী মন্দার আশংকা রয়েছে (Get Ready to Endure Recession)৷ যার প্রভাব সমস্ত দেশ, সংস্থা এবং ব্যক্তির উপর পড়বে বলে মনে করা হচ্ছে । ফলস্বরূপ বেশিরভাগ দেশে ছাঁটাই এবং চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে ৷ এই আসন্ন সংকট থেকে নিস্তার পাবে না ভারতও । অপ্রত্যাশিত বেকারত্বের (Job Loss) মতো ধাক্কা সামাল দেওয়ার জন্য আর্থিকভাবে প্রস্তুত হতে আমাদের কী করা উচিত (Financial Planning)?

অর্থনৈতিক মন্দার ধাক্কা সামাল দিতে প্রস্তুত হচ্ছে ভারত । তারপরও বিশ্বজুড়ে আর্থিক সংকট দেখা দিলে আমাদের দেশ সম্পূর্ণ তার প্রভাব থেকে গা বাঁচাতে পারবে না ৷ গত কয়েক কোয়ার্টারে মুদ্রাস্ফীতির (Inflation) হার অনেক বেড়েছে । শেয়ারবাজারেও উত্থান-পতন দেখা গিয়েছে । রিপোর্ট বলছে, অনেকেই চাকরি হারিয়েছেন । যখন কেউ হঠাৎ চাকরি হারান তখন সব তালগোল পাকিয়ে যায় । ফলে এই নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক । তবে এই ধরনের অনিবার্য দুর্দশা নিয়ে উদ্বিগ্ন না হয়ে, আমাদের উচিত সঠিক ভাবে পরিকল্পনা করা এবং ভবিষ্যতে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য অনেক আগে থেকেই প্রস্তুত হওয়া ।

প্রথমত, প্রত্যেকেরই তাঁদের উপার্জন শুরু করা থেকেই সঞ্চয়ের উপর জোর দেওয়া উচিত । তিন থেকে ছয় মাসের খরচ এবং ইএমআই মেটানোর জন্য আমাদের হাতে যথেষ্ট টাকা থাকা উচিত । এর জন্য আমাদের বেতনের 25 শতাংশ রেকারিং ডিপোজিট স্কিমে রাখতে হবে । এতে আমরা 12 মাসে আমাদের তিনগুণ বেতন বাঁচাতে পারি ।

যে কোনও কন্টিনজেন্সি ফান্ডকে সেভিংস অ্যাকাউন্টে না রেখে ফিক্সড ডিপোজিটে রাখা উচিত । একবার চাকরি হারালে সেই অর্থ থেকেই কিছু পরিমাণ টাকা তুলে তাকে বেতন হিসাবে মনে করতে হবে ৷ এটি শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র, বাড়ি ভাড়া এবং ইএমআই-এর জন্যই ব্যবহার করা উচিত ।

আরও পড়ুন: স্বল্পমেয়াদি বিনিয়োগে বাড়তি সতর্কতা প্রয়োজন

মাসিক আয় না থাকলে একজনকে ঋণ করতে হয় । যতটা সম্ভব তাঁদের বর্তমান তহবিলের সঙ্গে সামঞ্জস্য রেখে খরচ করা উচিত । যদি আপনার কর্মসংস্থানের ক্ষেত্রে ছাঁটাই শুরু হয়, তবে নিরাপদ উপায়গুলি অবলম্বর করতে হবে এবং ক্রেডিট কার্ড ব্যবহার বন্ধ করা ভালো । অযথা খরচ থেকে দূরে থাকতে হবে । একবার আমরা আমাদের চাকরি হারালে, আমাদের ক্রেডিট কার্ড থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত ৷ কারণ সময়মতো বিল পরিশোধ করতে নইলে অসুবিধে হবে । অনিয়মিত অর্থপ্রদান আমাদের ক্রেডিট রেকর্ডে খারাপ ভাবে প্রতিফলিত হবে ।

আর্থিক অসুবিধার সময়ে খরচ সীমিত করার জন্য মেপে খরচ করা প্রয়োজন । অপ্রয়োজনীয় খরচ আপনার বাজেটে কতটা প্রভাব ফেলছে তা খুঁজে বের করতে হবে । দামি জিনিসপত্র কেনা এবং দামি হোটেলে যাওয়া থেকে দূরে থাকাই ভালো । আমাদের কিছু ইচ্ছা ত্যাগ করতে হবে । এই ধরনের কর্ম আমাদের উদ্বৃত্ত বৃদ্ধি করতে সাহায্য করবে ৷

নিজের বর্তমান কোম্পানির গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় থাকা সত্ত্বেও সবার নিজস্ব একটি পৃথক স্বাস্থ্য বিমা থাকা খুবই গুরুত্বপূর্ণ । চাকরি চলে গেলে গ্রুপ কভারের সুবিধা চলে যায় । চাকরি হারানোর সময় কোনও অসুস্থতা গুরুতর আর্থিক সমস্যার সৃষ্টি করবে । সমস্ত সঞ্চয় চিকিৎসার খরচেই চলে যাবে । একবার চাকরি হারালে আমাদের প্রভিডেন্ট ফান্ড এবং ইক্যুইটি প্রত্যাহার করা উচিত নয় । সবার আগে আমাদের জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জমানো অর্থ খরচ করা উচিত ৷

হায়দরাবাদ, 11 নভেম্বর: খুব শিগগিরই বা কিছুদিন পর বিশ্বব্যাপী মন্দার আশংকা রয়েছে (Get Ready to Endure Recession)৷ যার প্রভাব সমস্ত দেশ, সংস্থা এবং ব্যক্তির উপর পড়বে বলে মনে করা হচ্ছে । ফলস্বরূপ বেশিরভাগ দেশে ছাঁটাই এবং চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে ৷ এই আসন্ন সংকট থেকে নিস্তার পাবে না ভারতও । অপ্রত্যাশিত বেকারত্বের (Job Loss) মতো ধাক্কা সামাল দেওয়ার জন্য আর্থিকভাবে প্রস্তুত হতে আমাদের কী করা উচিত (Financial Planning)?

অর্থনৈতিক মন্দার ধাক্কা সামাল দিতে প্রস্তুত হচ্ছে ভারত । তারপরও বিশ্বজুড়ে আর্থিক সংকট দেখা দিলে আমাদের দেশ সম্পূর্ণ তার প্রভাব থেকে গা বাঁচাতে পারবে না ৷ গত কয়েক কোয়ার্টারে মুদ্রাস্ফীতির (Inflation) হার অনেক বেড়েছে । শেয়ারবাজারেও উত্থান-পতন দেখা গিয়েছে । রিপোর্ট বলছে, অনেকেই চাকরি হারিয়েছেন । যখন কেউ হঠাৎ চাকরি হারান তখন সব তালগোল পাকিয়ে যায় । ফলে এই নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক । তবে এই ধরনের অনিবার্য দুর্দশা নিয়ে উদ্বিগ্ন না হয়ে, আমাদের উচিত সঠিক ভাবে পরিকল্পনা করা এবং ভবিষ্যতে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য অনেক আগে থেকেই প্রস্তুত হওয়া ।

প্রথমত, প্রত্যেকেরই তাঁদের উপার্জন শুরু করা থেকেই সঞ্চয়ের উপর জোর দেওয়া উচিত । তিন থেকে ছয় মাসের খরচ এবং ইএমআই মেটানোর জন্য আমাদের হাতে যথেষ্ট টাকা থাকা উচিত । এর জন্য আমাদের বেতনের 25 শতাংশ রেকারিং ডিপোজিট স্কিমে রাখতে হবে । এতে আমরা 12 মাসে আমাদের তিনগুণ বেতন বাঁচাতে পারি ।

যে কোনও কন্টিনজেন্সি ফান্ডকে সেভিংস অ্যাকাউন্টে না রেখে ফিক্সড ডিপোজিটে রাখা উচিত । একবার চাকরি হারালে সেই অর্থ থেকেই কিছু পরিমাণ টাকা তুলে তাকে বেতন হিসাবে মনে করতে হবে ৷ এটি শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র, বাড়ি ভাড়া এবং ইএমআই-এর জন্যই ব্যবহার করা উচিত ।

আরও পড়ুন: স্বল্পমেয়াদি বিনিয়োগে বাড়তি সতর্কতা প্রয়োজন

মাসিক আয় না থাকলে একজনকে ঋণ করতে হয় । যতটা সম্ভব তাঁদের বর্তমান তহবিলের সঙ্গে সামঞ্জস্য রেখে খরচ করা উচিত । যদি আপনার কর্মসংস্থানের ক্ষেত্রে ছাঁটাই শুরু হয়, তবে নিরাপদ উপায়গুলি অবলম্বর করতে হবে এবং ক্রেডিট কার্ড ব্যবহার বন্ধ করা ভালো । অযথা খরচ থেকে দূরে থাকতে হবে । একবার আমরা আমাদের চাকরি হারালে, আমাদের ক্রেডিট কার্ড থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত ৷ কারণ সময়মতো বিল পরিশোধ করতে নইলে অসুবিধে হবে । অনিয়মিত অর্থপ্রদান আমাদের ক্রেডিট রেকর্ডে খারাপ ভাবে প্রতিফলিত হবে ।

আর্থিক অসুবিধার সময়ে খরচ সীমিত করার জন্য মেপে খরচ করা প্রয়োজন । অপ্রয়োজনীয় খরচ আপনার বাজেটে কতটা প্রভাব ফেলছে তা খুঁজে বের করতে হবে । দামি জিনিসপত্র কেনা এবং দামি হোটেলে যাওয়া থেকে দূরে থাকাই ভালো । আমাদের কিছু ইচ্ছা ত্যাগ করতে হবে । এই ধরনের কর্ম আমাদের উদ্বৃত্ত বৃদ্ধি করতে সাহায্য করবে ৷

নিজের বর্তমান কোম্পানির গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় থাকা সত্ত্বেও সবার নিজস্ব একটি পৃথক স্বাস্থ্য বিমা থাকা খুবই গুরুত্বপূর্ণ । চাকরি চলে গেলে গ্রুপ কভারের সুবিধা চলে যায় । চাকরি হারানোর সময় কোনও অসুস্থতা গুরুতর আর্থিক সমস্যার সৃষ্টি করবে । সমস্ত সঞ্চয় চিকিৎসার খরচেই চলে যাবে । একবার চাকরি হারালে আমাদের প্রভিডেন্ট ফান্ড এবং ইক্যুইটি প্রত্যাহার করা উচিত নয় । সবার আগে আমাদের জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জমানো অর্থ খরচ করা উচিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.