নয়াদিল্লি, 23 মে: আজ থেকে 2,000 নোট ব্যাংকে জমা দেওয়া শুরু হল ৷ 2,000 টাকার বিনিময়ে ছোট নোট ব্যাংক থেকে নেওয়ার জন্য মঙ্গলবার লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে মানু৷জনকে ৷ তবে সেই লাইন খুব-একটা দীর্ঘ নয় ৷ শুক্রবার রিজার্ভ ব্যাংকের নির্দেশিকায় বলা হয়েছিল যে, মঙ্গলবার থেকেই মিলবে 2,000 টাকার বিনিময় সুবিধা ৷
2,000 টাকার বিনিময়ে অন্য ছোট নোট নেওয়ার জন্য কোনও ফর্ম বা রিকুইজিশন স্লিপ পূরণ করতে হচ্ছে না ৷ একজন ব্যক্তি একবারে 20,000 টাকা পর্যন্ত কোনও ফর্ম পূরণ না করেই 2,000 টাকার নোট বিনিময় করতে পারবেন । বিনিময়ের সময় ব্যক্তিকে কোনও পরিচয় পত্র দেখানোরও প্রয়োজন নেই বলে জানিয়েছে আরবিআই ৷
আজ থেকেই এই বিনিময় সুবিধে মিললেও, ব্যাংক খোলার সময় খুব বেশি হুড়োহুড়ি চোখে পড়েনি ৷ মেট্রো শহরগুলির বেসরকারি ব্যাংকগুলিতে রোজকার কাজ যথারীতি চলছে ৷ একটি সরকারি ব্যাংকের ঊর্ধ্বতন এক আধিকারিকের মতে, এখনও পর্যন্ত খুব বেশি ভিড় দেখা যায়নি ৷ কারণ বিনিময়ের জন্য চার মাসের একটি উইন্ডো রয়েছে এবং বিমুদ্রাকরণের সময়ের থেকে বর্তমানে যে নোট বিনিময় হচ্ছে, অর্থাৎ 2,000 টাকার নোটের ব্যবহারও এখন মানুষের মধ্যে অনেক কম ৷
উল্লেখ্য, 2016 সালের 8 নভেম্বর ভারতের 86 শতাংশ নোটই অবৈধ হয়ে যায় । যদিও এ বার 2,000 টাকার নোট আইনি বা বৈধই থাকছে ৷ ওই আধিকারিক বলেন, অ্যাকাউন্টে জমার ক্ষেত্রে এখনও পর্যন্ত খুব বেশি ভিড় নেই । যে নির্দেশিকা দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আমানত গ্রহণ করা হচ্ছে । শুক্রবার আরবিআই আচমকাই ঘোষণা করে যে, 2,000 টাকার সব নোট বাজার থেকে তুলে নেওয়া হবে ৷ তবে জনসাধারণকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে সেই নোট বদলে নেওয়ার জন্য ৷
2016 সালের নভেম্বর মাসে বিমুদ্রাকরণের সময়, যখন পুরনো 500 এবং 1000 টাকার নোট রাতারাতি অবৈধ হয়ে যায়, তখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার থেকে শিক্ষা নিয়ে 2,000 টাকার নোটকে বৈধ হিসেবেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস সোমবার বলেছেন যে, ব্যাংক অ্যাকাউন্টে বিনিময় এবং জমা করার জন্য যথেষ্ট সময় হাতে রয়েছে, তাই লোকেদের আতঙ্কিত হওয়া উচিত নয় ।
আরও পড়ুন: দোকান-বাজারে সচল থাকবে 2000 টাকার নোট, আশ্বাস রিজার্ভ ব্যাংকের গভর্নর