ETV Bharat / business

Elon Musk at Met Gala 2022 : টুইটার কেনার পর প্রথম মায়ের সঙ্গে জনসমক্ষে ইলন - elon musk makes first public appearance at met gala post twitter takeover

এবার 'মেট গালা 2022'-এর ফ্যাশন ইভেন্টে নিজের 74 বছর বয়সি মা মায়ে মাস্কের সঙ্গে রেড কার্পেটে হাঁটলেন ইলন (Elon Musk at Met Gala)৷

Elon Musk at Met Gala 2022
টুইটার কেনার পর প্রথম মায়ের সঙ্গে জনসমক্ষে ইলন
author img

By

Published : May 3, 2022, 11:51 AM IST

ওয়াশিংটন, 3 মে : 44 বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার পর থেকে শিরোনামে রয়েছেন টেসলা কোম্পানির সিইও তথা বিজনেস টাইকুন ইলন মাস্ক ৷ তাঁর প্রতিটি পদক্ষেপ নিয়ে অনবরত চলেছে চর্চা ৷ এবার 'মেট গালা 2022'-এর ফ্যাশন ইভেন্টেও নিজের মায়ের সঙ্গে রেড কার্পেটে হাঁটলেন 50 বছর বয়সি ইলন ৷ ইলনের মা মায়ে মাস্কের পরণে এদিন ছিল বারগান্ডি মখমলের পোশাক (Elon Musk at Met Gala) ৷

ইতিমধ্যেই টুইটার নিয়ে আগামি দিনের যে ভাবনার কথা শেয়ার করেছেন ইলন মাস্ক তা নিয়ে চর্চা তুঙ্গে ৷ বিশেষে বাক স্বাধীনতার কথা বলে তিনি জোর জল্পনা তৈরি করে দিয়েছেন ৷ এদিনও নিজের লক্ষ্য সম্পর্কে বেশ কিছু বিষয় শেয়ার করে নিয়েছেন তিনি ৷ ইলন বলেন, "আমার অনুমান যখন সবটা শেষ হবে, তখন যতটা সম্ভব টুইটারকে ঠিক ততটাই ইনক্লুসিভ করে তোলার চেষ্টা করা হবে ৷"

আরও পড়ুন : সব্যসাচীর শাড়িতে মেট গালায় তাক লাগালেন নাতাশা পুনাওয়ালা

তিনি আরও বলেন, "টুইটারে বাকি বিশ্বও থাকতে চায়, তাঁরা এটাকে আকর্ষণীয়, বিনোদনমূলক এবং মজার বলে মনে করেন ৷ এটি তাঁদের জীবনকে আরও ভাল করে তোলে।" টুইটার এই বছরের শেষ নাগাদ একটি ব্যক্তিগত মালিকানাধীন সংস্থায় পরিণত হতে চলেছে ৷ কারণ এই বছর শেষ হতে হতেই মালিকানা বদলের কাজ শেষ হবে ৷

ওয়াশিংটন, 3 মে : 44 বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার পর থেকে শিরোনামে রয়েছেন টেসলা কোম্পানির সিইও তথা বিজনেস টাইকুন ইলন মাস্ক ৷ তাঁর প্রতিটি পদক্ষেপ নিয়ে অনবরত চলেছে চর্চা ৷ এবার 'মেট গালা 2022'-এর ফ্যাশন ইভেন্টেও নিজের মায়ের সঙ্গে রেড কার্পেটে হাঁটলেন 50 বছর বয়সি ইলন ৷ ইলনের মা মায়ে মাস্কের পরণে এদিন ছিল বারগান্ডি মখমলের পোশাক (Elon Musk at Met Gala) ৷

ইতিমধ্যেই টুইটার নিয়ে আগামি দিনের যে ভাবনার কথা শেয়ার করেছেন ইলন মাস্ক তা নিয়ে চর্চা তুঙ্গে ৷ বিশেষে বাক স্বাধীনতার কথা বলে তিনি জোর জল্পনা তৈরি করে দিয়েছেন ৷ এদিনও নিজের লক্ষ্য সম্পর্কে বেশ কিছু বিষয় শেয়ার করে নিয়েছেন তিনি ৷ ইলন বলেন, "আমার অনুমান যখন সবটা শেষ হবে, তখন যতটা সম্ভব টুইটারকে ঠিক ততটাই ইনক্লুসিভ করে তোলার চেষ্টা করা হবে ৷"

আরও পড়ুন : সব্যসাচীর শাড়িতে মেট গালায় তাক লাগালেন নাতাশা পুনাওয়ালা

তিনি আরও বলেন, "টুইটারে বাকি বিশ্বও থাকতে চায়, তাঁরা এটাকে আকর্ষণীয়, বিনোদনমূলক এবং মজার বলে মনে করেন ৷ এটি তাঁদের জীবনকে আরও ভাল করে তোলে।" টুইটার এই বছরের শেষ নাগাদ একটি ব্যক্তিগত মালিকানাধীন সংস্থায় পরিণত হতে চলেছে ৷ কারণ এই বছর শেষ হতে হতেই মালিকানা বদলের কাজ শেষ হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.