ETV Bharat / business

Audi Electrifies Luxury SUV: আগামী মাসে ভারতের বাজারে আসছে অডি Q8 ই-ট্রন এসইউভি ও স্পোর্টসব্যাক - Audi Electrifies Luxury SUV

Audi Electrifies Luxury SUV Market in India: ভারতের বৈদ্যুতিন গাড়ির বাজারে নয়া সেনসেশন হিসেবে আবির্ভাব হচ্ছে অডি Q8 ই-ট্রন এসইউভি ও Q8 ই-ট্রন স্পোর্টসব্যাকের ৷ যার বাজারমূল্য থেকে শুরু করে কর্মক্ষমতা ও ড্রাইভিং পরিসীমা, সবই অসাধারণ ৷ আগামী অগস্ট ভারতের বাজারে পাওয়া যাবে এটি ৷

Audi Electrifies Luxury SUV ETV BHARAT
Audi Electrifies Luxury SUV
author img

By

Published : Jul 22, 2023, 10:22 PM IST

ভারতের বাজারে আসছে অডি Q8 ই-ট্রন এসইউভি ও স্পোর্টসব্যাক

মুম্বই, 22 জুলাই: অডি, জার্মান লাক্সারি গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভারতের বাজারে নিয়ে এল এর সাম্প্রতিক তৈরি বৈদ্যুতিক মার্ভেল, অডি Q8 ই-ট্রন ৷ টেকসই বিলাসবহুল এসইউভি গাড়িটি একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে ৷ নতুনত্বের ক্ষেত্রে অডি সর্বদা সবার আগে থাকে ৷ ডিজাইন এবং প্রযুক্তিগতভাবে উন্নতি করতে ক্রমাগত নিজেদের চ্যালেঞ্জ করে চলে এই সংস্থা ৷ এবার ভারতের বাজারে এল তাদের নতুন বিদ্যুৎ চালিত গাড়ি ৷

বাজারমূল্য- বিদ্যুৎ চালিত এই অডি গাড়ির সংসারে এই নয়া এই সংযোজন আগামী 18 অগস্ট থেকে ভারতের রাস্তায় চলবে ৷ এর দাম 1.4 কোটি থেকে 1.7 কোটি টাকার মধ্যে হবে বলে আশা করা হচ্ছে ৷ Q8 ই-ট্রন মডেলের মূলত দু’টি ভেরিয়েন্টে নিয়ে এসেছে সংস্থা ৷ যাদের আউটলুক একে অপরের থেকে পুরোপুরি আলাদা ৷ Q8 ই-ট্রন এসইউভি এবং Q8 ই-ট্রন স্পোর্টসব্যাক ৷ Q8 ই-ট্রন স্পোর্টসব্যাকের একটি ক্রসওভার লুকও রয়েছে ৷

কর্মক্ষমতা ও ড্রাইভিং পরিসীমা- অডি Q8 ই-ট্রনে রয়েছে একটি উন্নত বৈদ্যুতিক পাওয়ারট্রেন ৷ আগের অডি ই-ট্রনের ঘণ্টায় 95 কিলোওয়াট এর তুলনায় এটি ঘণ্টায় 114 কিলোওয়াটের বড় ব্যাটারি দিয়ে তৈরি ৷ Q8 ই-ট্রন এসইউভি একবারের চার্জে 582 কিলোমিটার পরিষেবা দিতে পারে ৷ এর বাইরে অতিরিক্ত 100 কিলোমিটারের বেশি পরিষেবা দেওয়ার ক্ষমতা রাখে ৷ যেখানে Q8 ই-ট্রন স্পোর্টসব্যাক একবার চার্জ দিলে 600 কিলোমিটার পর্যন্ত পরিষেবা দেয় ৷

এই গাড়িতে 300 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক পাওয়ার আউটপুট রয়েছে ৷ যা তাৎক্ষণিকভাবে গাড়ির গতি বাড়ানোর সময় কাজে আসবে ৷ তিনটি ড্রাইভ মোড-সহ অডির ই-কোয়াট্রো বৈদ্যুতিক ফোর-হুইল ড্রাইভ প্রযুক্তি রয়েছে এই গাড়িতে ৷ সেগুলি হল- অটো ড্রাইভ, ডায়নামিক এবং অফ-রোড ৷ Q8 ই-ট্রন জাতীয় সড়কে চালানোর ক্ষেত্রে দুর্দান্ত ৷ এর বাইরে খারাপ বা ট্রাফিকেও এটি দারুণ পারফর্ম্যান্স দেয় ৷

এই গাড়িতে সামনের দরজার দু’দিকে দু’টি চার্জিং স্লট রয়েছে ৷ গাড়ির কোন দিকে চার্জিং ডক রয়েছে, সেই চিন্তা থেকে মুক্তি দেবে এই গাড়ি ৷ ফলে চার্জিং স্টেশনে পার্কিয়ের ক্ষেত্রে কোনও সমস্যাই হবে ৷ এই চার্জিং স্লটে এসি অর্থাৎ, অল্টারনেটিভ কারেন্ট এবং ডিসি অর্থাৎ, ডিরেক্ট কারেন্ট উভয় চার্জিং পয়েন্ট রয়েছে ৷ যা মাত্র 31 মিনিটে 10% থেকে 80% পর্যন্ত স্বাভাবিক চার্জ এবং দ্রুত চার্জ করার সুবিধা দেয় ৷

আরও পড়ুন: বৈদ্যুতিন গাড়ির জন্য সাধারণ বিমার পাশাপাশি সাপ্লিমেন্টারি পলিসি নেওয়া দরকার

বিলাসবহুল- ভার্চুয়াল ককপিট, মেসেজ ফিচার এবং মেমরি ফাংশন রয়েছে ৷ তার সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের আসনগুলিতে সরাসরি হাওয়া চলাচল-সহ প্রিমিয়াম বৈশিষ্ট্যগুলি রয়েছে এই গাড়িতে ৷ গাড়ির চতুর্দিকে এয়ার কনডিশনিং ভেন্টর রয়েছে ৷ এমনকি গাড়ির ছাদ বৈদ্যুতিক ৷ সামনে ও পিছনের আসনের সামনে অনেকটা করে জায়গা রয়েছে ৷ যাতে সওয়ারির বসার ক্ষেত্রে বা আরাম করার ক্ষেত্রে কোনও সমস্যা না হয় ৷ এমনকি বাম্পার সেভার রয়েছে গাড়ির মধ্যে ৷ 3ডি সাউন্ডের 16টি স্পিকার রয়েছে গাড়িতে ৷

নিরাপত্তা- এতে অডির 2D লোগোর সঙ্গে একটি নতুন ফ্রন্ট ফ্যাসিয়া রয়েছে ৷ গ্রিলের ঠিক উপরে আইকনিক চারটি রিংয়ে এলইডি লাইট রয়েছে ৷ ফলে দূর থেকেই অন্ধকারে গাড়ির অস্তিত্ব জানান দেবে ৷ পিছনের অংশটি অডির আধুনিক ডিজাইনের মতোই ৷ যেখানে যোগ করা হয়েছে এলইডি রিয়ার লাইট ৷ এমনকি বাম্পারের মাঝখানে থাকা 'ই-ট্রন' এর চিহ্নটি আলাদাভাবে এর অস্তিত্ব জানান দেয় ৷

অডি কিউ 8 ই-ট্রনে গতির সীমা নিয়ন্ত্রক মিটার, ফাংশন এবং লেন পরিবর্তনের মতো সতর্কতা-সহ নানান ফিচার রয়েছে ৷ এমনকি ক্রুজ কন্ট্রোল রয়েছে, যা এই গাড়ি চালানো আনন্দদায়ক এবং আরামদায়ক করে তোলে ৷

ভারতের বাজারে আসছে অডি Q8 ই-ট্রন এসইউভি ও স্পোর্টসব্যাক

মুম্বই, 22 জুলাই: অডি, জার্মান লাক্সারি গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভারতের বাজারে নিয়ে এল এর সাম্প্রতিক তৈরি বৈদ্যুতিক মার্ভেল, অডি Q8 ই-ট্রন ৷ টেকসই বিলাসবহুল এসইউভি গাড়িটি একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে ৷ নতুনত্বের ক্ষেত্রে অডি সর্বদা সবার আগে থাকে ৷ ডিজাইন এবং প্রযুক্তিগতভাবে উন্নতি করতে ক্রমাগত নিজেদের চ্যালেঞ্জ করে চলে এই সংস্থা ৷ এবার ভারতের বাজারে এল তাদের নতুন বিদ্যুৎ চালিত গাড়ি ৷

বাজারমূল্য- বিদ্যুৎ চালিত এই অডি গাড়ির সংসারে এই নয়া এই সংযোজন আগামী 18 অগস্ট থেকে ভারতের রাস্তায় চলবে ৷ এর দাম 1.4 কোটি থেকে 1.7 কোটি টাকার মধ্যে হবে বলে আশা করা হচ্ছে ৷ Q8 ই-ট্রন মডেলের মূলত দু’টি ভেরিয়েন্টে নিয়ে এসেছে সংস্থা ৷ যাদের আউটলুক একে অপরের থেকে পুরোপুরি আলাদা ৷ Q8 ই-ট্রন এসইউভি এবং Q8 ই-ট্রন স্পোর্টসব্যাক ৷ Q8 ই-ট্রন স্পোর্টসব্যাকের একটি ক্রসওভার লুকও রয়েছে ৷

কর্মক্ষমতা ও ড্রাইভিং পরিসীমা- অডি Q8 ই-ট্রনে রয়েছে একটি উন্নত বৈদ্যুতিক পাওয়ারট্রেন ৷ আগের অডি ই-ট্রনের ঘণ্টায় 95 কিলোওয়াট এর তুলনায় এটি ঘণ্টায় 114 কিলোওয়াটের বড় ব্যাটারি দিয়ে তৈরি ৷ Q8 ই-ট্রন এসইউভি একবারের চার্জে 582 কিলোমিটার পরিষেবা দিতে পারে ৷ এর বাইরে অতিরিক্ত 100 কিলোমিটারের বেশি পরিষেবা দেওয়ার ক্ষমতা রাখে ৷ যেখানে Q8 ই-ট্রন স্পোর্টসব্যাক একবার চার্জ দিলে 600 কিলোমিটার পর্যন্ত পরিষেবা দেয় ৷

এই গাড়িতে 300 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক পাওয়ার আউটপুট রয়েছে ৷ যা তাৎক্ষণিকভাবে গাড়ির গতি বাড়ানোর সময় কাজে আসবে ৷ তিনটি ড্রাইভ মোড-সহ অডির ই-কোয়াট্রো বৈদ্যুতিক ফোর-হুইল ড্রাইভ প্রযুক্তি রয়েছে এই গাড়িতে ৷ সেগুলি হল- অটো ড্রাইভ, ডায়নামিক এবং অফ-রোড ৷ Q8 ই-ট্রন জাতীয় সড়কে চালানোর ক্ষেত্রে দুর্দান্ত ৷ এর বাইরে খারাপ বা ট্রাফিকেও এটি দারুণ পারফর্ম্যান্স দেয় ৷

এই গাড়িতে সামনের দরজার দু’দিকে দু’টি চার্জিং স্লট রয়েছে ৷ গাড়ির কোন দিকে চার্জিং ডক রয়েছে, সেই চিন্তা থেকে মুক্তি দেবে এই গাড়ি ৷ ফলে চার্জিং স্টেশনে পার্কিয়ের ক্ষেত্রে কোনও সমস্যাই হবে ৷ এই চার্জিং স্লটে এসি অর্থাৎ, অল্টারনেটিভ কারেন্ট এবং ডিসি অর্থাৎ, ডিরেক্ট কারেন্ট উভয় চার্জিং পয়েন্ট রয়েছে ৷ যা মাত্র 31 মিনিটে 10% থেকে 80% পর্যন্ত স্বাভাবিক চার্জ এবং দ্রুত চার্জ করার সুবিধা দেয় ৷

আরও পড়ুন: বৈদ্যুতিন গাড়ির জন্য সাধারণ বিমার পাশাপাশি সাপ্লিমেন্টারি পলিসি নেওয়া দরকার

বিলাসবহুল- ভার্চুয়াল ককপিট, মেসেজ ফিচার এবং মেমরি ফাংশন রয়েছে ৷ তার সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের আসনগুলিতে সরাসরি হাওয়া চলাচল-সহ প্রিমিয়াম বৈশিষ্ট্যগুলি রয়েছে এই গাড়িতে ৷ গাড়ির চতুর্দিকে এয়ার কনডিশনিং ভেন্টর রয়েছে ৷ এমনকি গাড়ির ছাদ বৈদ্যুতিক ৷ সামনে ও পিছনের আসনের সামনে অনেকটা করে জায়গা রয়েছে ৷ যাতে সওয়ারির বসার ক্ষেত্রে বা আরাম করার ক্ষেত্রে কোনও সমস্যা না হয় ৷ এমনকি বাম্পার সেভার রয়েছে গাড়ির মধ্যে ৷ 3ডি সাউন্ডের 16টি স্পিকার রয়েছে গাড়িতে ৷

নিরাপত্তা- এতে অডির 2D লোগোর সঙ্গে একটি নতুন ফ্রন্ট ফ্যাসিয়া রয়েছে ৷ গ্রিলের ঠিক উপরে আইকনিক চারটি রিংয়ে এলইডি লাইট রয়েছে ৷ ফলে দূর থেকেই অন্ধকারে গাড়ির অস্তিত্ব জানান দেবে ৷ পিছনের অংশটি অডির আধুনিক ডিজাইনের মতোই ৷ যেখানে যোগ করা হয়েছে এলইডি রিয়ার লাইট ৷ এমনকি বাম্পারের মাঝখানে থাকা 'ই-ট্রন' এর চিহ্নটি আলাদাভাবে এর অস্তিত্ব জানান দেয় ৷

অডি কিউ 8 ই-ট্রনে গতির সীমা নিয়ন্ত্রক মিটার, ফাংশন এবং লেন পরিবর্তনের মতো সতর্কতা-সহ নানান ফিচার রয়েছে ৷ এমনকি ক্রুজ কন্ট্রোল রয়েছে, যা এই গাড়ি চালানো আনন্দদায়ক এবং আরামদায়ক করে তোলে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.